ভর্তি তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ : ২০২৩-২০২৪। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি। রাবি ভর্তি তথ্য ২০২৩। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন আগামী ৭ মার্চ ২০২১ থেকে শুরু হবে। শুধুমাত্র ২০২২ সালের এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি তথ্য

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আহবান করা যাচ্ছে। আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। ০৯-০৪-২০২৩ থেকে ০২-০৫-২০২৩ তারিখ পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৩টি ইউনিটে (A, B ও C) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২২ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B ও C তিনটি ইউনিটেই যােগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যােগ্যতা তার ক্ষেত্রে প্রযােজ্য হবে।

প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচ.এস.সি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৪৫০০০ (পয়তাল্লিশ হাজার) আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবে৷ আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ যথাসময়ে প্রকাশিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির আবেদনের যােগ্যতা

• ২০২২ সালের এইচএসসি/সমমান, ডিগ্লোমা-ইন-কমার্স, বিএফএ(প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [এইচএসসি সমমান নির্থারণ কমিটি কর্তৃক অনুমােদন সাপেক্ষে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে না।

• কেবল বিএফএ(প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযােগ্য হবে, তবে তাদের মার্কশিট/সাটিফিকেট থাকতে হবে।

• কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

• মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মােট জিপিএ ৭.০০ পেতে হবে।

• বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মােট জিপিএ ৭.৫০ পেতে হবে।

• বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মােট জিপিএ ৮.০০ পেতে হবে।

• জিসিই ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মােট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। 0 লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযােজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির আবেদনের সময়সীমা  

• অনলাইনে প্রাথমিক আবেদনঃ ০৯-০৪-২০২৩ থেকে ০২-০৫-২০২৩ তারিখ পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ফি

• A ইউনিট- ১৩২০ টাকা
• B ইউনিট- ১১০০ টাকা
• C ইউনিট- ১৩২০ টাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি 2023-2024

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন যেভাবে  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন পদ্ধতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে admission.ru.ac.bd থেকে বিস্তারিত জানা যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি

১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় হবে ১ ঘন্টা। ভর্তি পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগোটিভ মার্কিং প্রযােজ্য হবে। ৫টি ভুলের জন্য ১ নমবর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ছাড়া ইউনিট বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরােপিত শর্ত প্রযােজ্য হবে। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিশেষ কোটার প্রার্থীদের আবেদন করতে হবে।

ইউনিট বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরােপিত শর্ত, অনলাইনে আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন ও প্রয়ােজনীয় তথ্যাবলী যথাসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ প্রকাশিত হবে। পরীক্ষার হলে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন- মােবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমােরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে আনা যাবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group