জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির বিষয় ও কলেজসমূহ

অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির সকল তথ্য 2022। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির বিষয় ও কলেজসমূহ NU Subjects and Colleges for Admission to Honors Professional Courses of The National University । জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির কোর্স সমূহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য।

National University Honours Professional Courses Subjects and Colleges list for Admission : যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ার হবার কিন্তু পাবলিকে চান্স পাননি আবার টাকা ও নেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ বছর মেয়াদি অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ইঞ্জিনিয়ারিং, বিবিএ প্রফেশনাল সহ বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া যায়।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্স এর সাথে অনার্স ও ডিগ্রী কোর্সের আবেদনের কোন সম্পর্ক নেই। আপনি অনার্সে আবেদন করেছেন বলে এগুলোতে আবেদন করতে পারবেন না এরকম নয়।অনার্স ও ডিগ্রী এবং প্রফেশনাল সবগুলোই আলাদা আলাদা কোর্স। কোনটার সাথে কোনটার সম্পর্ক নেই। তবে একসাথে ২ কোর্সে ভর্তি হওয়া যাবে না।

আরো পড়ুন – জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স এবং প্রফেশনাল অনার্সের মধ্যে পার্থক্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্স এর মূল্য অনার্স থেকে অনেক অনেক বেশি। পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার যে মূল্য প্রফেশনাল কোর্স করার সমান মূল্য। সুতরাং বুঝতেই  পারতেছেন প্রফেশনাল এর মূল্য কতটুকো। অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির সকল তথ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির বিষয়সমূহের নাম হল বি.বি.এ অনার্স (BBA)/ ব্যাচেলর অব এডুকেশন (BED) / এ্যাপারেল ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(AMT) / ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি(FDT) / নীটওয়্যার ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(KMT) / কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)/ ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) / ব্যাচেলর অব ফাইন আর্টস (BFA)/ টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (TMS) / থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ (THM) , বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, বিএসসি ইন অ্যাভিয়েশন সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির যোগ্যতা 

বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৭/২০১৮/২০১৯ সালের SSC ও সমমান পরীক্ষায় মানবিক শাখা থেকে ন্যূনতম জিপিএ ২.৫ ও বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ন্যূনতম জিপিএ ৩.০ এবং ২০১৯/২০২০/২০২১ সালের HSC ও সমমান পরীক্ষায় সকল বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আরো পড়ুন- অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল কোর্সগুলোর নাম

•BBA- Bachelor of Business Administration
•B.Ed- Bachelor of Education
•BFA- Bachelor of Fine Arts
•AMT- Apparel Manufacture and Technology
•CSE- Computer Science and Engineering
•FDT- Fashion Design and Technology
•ECE- Electrical and Communication Engineering
•KMT- Knit Manufacture and Technology
•BBA in Aeronatical & Aviation Science
PGD Library & Information Science
NU Theatre & Media Studies

অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির নূন্যতম যোগ্যতা ও নির্বাচিত কোর্সসমূহ

এ্যাপারেল ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(AMT) / ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি(FDT) / নীটওয়্যার ম্যানুফুফ্যাকচার এন্ড টেকনোলজি(KMT) কোর্সের জন্য ঢাকার National Institute of Fashion Technology (NIFT) এই প্রতিষ্ঠানটি সেরা।এখানে এই কোর্স গুলো করতে ৩১১০০০ টাকা মত খরচ পড়বে এবং আসন সংখ্যা (৫০-১০০) এর মত।

CSE এবং BBA এর জন্য IST,ঢাকা সিটি কলেজ,তেজগাঁও কলেজ,বোরহান উদ্দিন কলেজের বেশ নাম আছে।এসব কলেজে CSE/BBA করতে ১৬০০০০-২৫০০০০ টাকার মত খরচ হয় তবে সিটি কলেজে ৯ পয়েন্টের উপর না থাকলে আবেদন না করাটায় ভাল হবে।আসন (৫০-১৫০)।

এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন ও ম্যানেজমেন্ট এই কলেজে ৭৫০ ০০০/ টাকার মত খরচ হবে আর এভিয়েশন ম্যানেজমেন্ট পড়তে এই কলেজেই ৩২০০০০/ টাকার মত খরচ হবে,আসন সংখ্যা খুবই সীমিত মাত্র ৫০টা করে সিট বরাদ্দ এছাড়াও এই কলেজে পাইলোটিং এর উপর শর্ট কোর্স পড়ানো হয় তাতে বিভিন্ন মেয়াদে বিভিন্ন টিউশন প্রযোজ্য।

এছাড়াও মিডিয়া ও থিয়েটার স্টাডিজ ও টুরিজম এর উপর তেজগাঁও কলেজ সহ অন্যান্য কলেজে ৪ বছরে ২ লাখের মত খরচে কোর্স গুলো সম্পূর্ণ করা যাবে। আর নর্দান কলেজে সায়েন্সের অনের টেকনিক্যাল ও মেডিক্যাল সাবজেক্ট এর উপর ডিপ্লোমা ও ৪ বছরের বিভিন্ন কোর্স করা যায়।

ঢাকার বাইরে উল্লেখ যোগ্য গাজীপুরের BGIFT তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতে ৪লাখের মত খরচ হবে।এছাড়াও এখানে FDT,AMT,KMT এর উপর ৪বছরের কোর্স করানো হয় তাতে খরচ হয় ৩৭৫০০০/টাকার মত।

আরো দেখুন – জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সের তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল ভর্তির কলেজসমূহ   

বিএড অনার্স কোর্সে ভর্তির কলেজসমূহ

• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা ।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লা।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর
• সরকারি টিচার্স ট্রেনিং (মহিলা) কলেজ ময়মনসিংহ।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,ময়মনসিংহ।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশাের।
• সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী।

বিবিএ প্রফেশনাল কোর্সে ভর্তির কলেজ সমূহ

• আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
• আইডিয়াল কলেজ, সেন্ট্রাল রােড, ধানমন্ডি
• শেখ বােরহানু্দীন কলেজ, ঢাকা
• খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও, ঢাকা
• আবুজর গিফারী কলেজ, ঢাকা
• তেজগাঁও মহিলা কলেজ, ঢাকা
• দনিয়া কলেজ, ঢাকা
• বি আই এস টি, ঢাকা
• সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ, ঢাকা
• হাবিকুল্লাহ বাহার কলেজ, ঢাকা
• ঢাকা সিটি কলেজ, ঢাকা
• তেজগাঁও কলেজ, ঢাকা
• ভূইয়া একাডেমি
• এ আই বি টি
• ঢাকা স্টেট কলেজ, ঢাকা
• বিজনেস এডঃ এন্ড ম্যানেজমেন্ট কলেজ
• ক্রাউন ইন্ঃ অব বিজনেস এন্ড টেকনােলজী মহাখালী, ঢাকা
• ঢাকা প্রফেশনাল কলেজ, ঢাকা
• ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট, ঢাকা
• আলহাজ্ব মকবুল হােসেন ডিগ্রী কলেজ,ঢাকা
• এ আইআইসিটি, ঢাকা
• ঢাকা কমার্স কলেজ, মিরপুর, ঢাকা
• আই এস টি টি, ঢাকা
• উত্তরা টাউন কলেজ, ঢাকা
• ঢাকা বিজনেস ইনস্টিটিউট, ঢাকা
• ইনঃ অব প্রগ্নেসিভ মেরিটোক্রেসি, ঢাকা
• আইডিয়াল ইনঃ অব বিজনেস এন্ড সায়েন্স পল্লবী, ঢাকা
• ঢাকা ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনােলজী
• ইনঃ অব বিজনেস এন্ড টেকনােলজী, ঢাকা
• উত্তরা ইন অব বিজনেস এন্ড টেক: ঢাকা
• মােহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ
• সাফস বিজনেস ইনস্টিটিউট
• আই এস টি, ধানম্ডি
• লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা
• নর্দান কলেজ বাংলাদেশ
• নিউ মডেল ডিগ্রী কলেজ, ঢাকা
• মিরপুর কলেজ
• ডেফোডিল আই আই টি
• কলেজ অব টেকনােলজী, নারায়ণগঞ্জ
• বাংলাদেশ ইনঃ অব বিজনেস এন্ড টেকনােলজী, নারায়ণগঞ্জ
• হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন , চাঁদপুর
• এমআইএসটি, গাজীপুর
• বিজিআইএফটি ইনঃ অব সায়েন্স এন্ড টেক,গাজীপুর
• ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদী
• চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজ, বি-বাড়িয়া
• হ্যাভিট, টাঙ্গাইল
• জি আই আই টি, টাঙ্গাইল
• সি বি এস টি, ময়মনসিংহ
• এস আই বি এ সি এস, ময়মনসিংহ
• সিটি ইনস্টিটিউট, ময়মনসিংহ
• আইবিএ, জামালপুর
• আইবিআইটি, কিশােরগঞ্জ
• ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশােরগঞ্জ
• আইজিএমআইএস, চট্টগ্রাম
• নিউরাল আই এস টি, চট্টগ্রাম
• আইকিএস, চট্টগ্রাম
• চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ,চেট্টগ্রাম
• ইসলামিয়া ডিগ্রী কলেজ, চট্টগ্রাম
• জি এ এম চার্টাট কলেজ, চট্টগ্রাম
• ডেফোডিল আই আই টি, চট্টগ্রাম
• কেবিএম কলেজ, দিনাজপুর
• ডেন্টা কম্পিউটার সায়েন্স কলেজ, রংপুর
• পাবনা কলেজ (দিবা/নৈশ), পাবনা
• জান্নাত আরা হেনরী সায়েন্স এন্ড টেকনােলজী।কলেজ,সিরাজগঞ্জ
• পিআইবিএ, রাজশাহী
• আইবিএ, রাজশাহী
• বিআইআইটি, বরিশাল
• বরিশাল ইনফরমেশন টেকনােলঞজী কলেজ
• কুষ্টিয়া হাজী আবুল হােসেন ইন:অব টেকনােলজী , কুষ্টিয়া
• ক্যান্টনমেন্ট কলেজ, যশাের
• ইলাকস, খুলনা
• খান জাহান আলী কলেজ অব সায়েন্স এন্ড টেকনােলজি, খুলনা
• সুন্দরবন সায়েন্স এন্ড বিজনেস কলেজ,সাতক্ষীরা
• লালমিয়া সিটি কলেজ, গােপালগঞ্জ
• এন হক কলেজ অব বিজনেস এন্ড টেকনােলজী, মানিকদাহ, গােপালগঞ্জ

বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির কলেজ-
কলেজ অব এভিয়েশন টেকনোলজি, উত্তরা, ঢাকা।

বিবিএ(অনার্স) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ভর্তির কলেজ-

• ডেফোডিল ইনষ্টিটিউট,আইটি (ভি আই আই টি) শুক্রাবাদ, ঢাকা,
• আপডেট কলেজ, ঢাকা।

বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ভর্তির কলেজসমূহ

• ঢাকা সিটি কলেজ,ধানমন্ডি,ঢাকা
• নিউ মডেল ডিগ্রী কলেজ,ঢাকা
• আইডিয়াল কলেজ ,ঢাকা
• আহসান উল্লাহ ইনস্টিটিউট,মিরপুর
• ঢাকা কমার্স কলেজ,ঢাকা
• মিরপুর কলেজ,মিরপুর
• ঢাকা মহানগর মহিলা কলেজ,ঢাকা
• আই এস টি, ধানমন্ডি,ঢাকা
• নর্দান কলেজ,আসাদগেইট,ঢাকা
• ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট,ঢাকা
• আইডিয়াল ইনস্টিটিউট ,মিরপুর
• উত্তরা ইনস্টিটিউট অব বিজনেস টেকনােলজি,ঢাকা
• তেজগাঁও কলেজ,ঢাকা
• শেখ বােরহানুদ্দিন কলেজ,নাজিমুদ্দিন রােড,ঢাকা
• মােহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ,ঢাকা
• হাবিবুল্লাহ বাহার কলেজ,ঢাকা
• আই এস টি টি, ঢাকা
• বি আই এস টি, রমনা ,ঢাকা
• ডি আই আই টি ,কলাবাগান, ঢাকা
• আলহাজ্ব মকবুল হােসেন ডিগ্রী কলেজ,ঢাকা
• এম আই এস টি, গাজীপুর
• কলেজ অব টেকনােলজি,নারায়ণগঞ্জ
• স্টেট ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্টেশন এন্ড কম্পিউটার সায়েন্স কলেজ,ময়মনসিংহ
• কলেজ অব বিজনেস সায়েন্স এড টেকনােলজি (সিবিএসটি),ময়মনসিংহ
• হ্যাবিট ইনস্টিটিউট,মসজিদ রােড টাংগাইল
• গ্লোবাল ইনস্টিটিউট,টাংগাইল
• জান্নাত আরা হেনরি সায়েন্স এন্ড টেকনােলজি কলেজ,সিরাজগঞ্জ
• এন হক কলেজ অব বিজনেস এন্ড টেকনােলজি,গােপালগঞ্জ
• খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়,খুলনা
• কুষ্টিয়া হাজী আবুল হােসেন ইনস্টিটিউট অব টেকনােলজি
• ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ,রংপুর
• নর্থ বেঙ্গল ইনস্টিটিউট ,রংপুর
• বরিশার ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনােলজি,বরিশাল
• বরিশাল ইনফরমেশন টেকনােলজি কলেজ,বরিশাল
• কক্সবাজার সরকারি সিটি কলেজ,কক্সবাজার

বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ভর্তির কলেজসমূহ

• ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজী (IST), ধানমন্ডি, ঢাকা।
• বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজী (BIST), রমনা, ঢাকা।
• ইনস্টিটিউট অব ট্রেড এন্ড টেকনােলজি (আইএসটিটি), মিরপুর,ঢাকা।
• আহসানউল্লাহ ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজী (AIICT),ঢাকা
• ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজী (NIST),ঢাকা

বিএসসসি অনার্স ইন এ্যারোনেটিক্যাল এন্ড এভিয়েশন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ভর্তির কলেজ-

• কলেজ অব এভিয়েশন টেকনোলজি, উত্তরা, ঢাকা।

এ্যাপারেল ম্যানুফ্যাকচার, ফ্যাশন ডিজাইন, নীটওয়্যার ম্যানুফ্যাকচার টেকনোলজি ভর্তির কলেজ সমূহ

• ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড এন্ডত টেকনোলজি, মিরপুর, ঢাকা- (ISTT)
• ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন, ধানমন্তি ঢাকা (NID)
• ঢাকা ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনােলজি, মিরপুর,ঢাকা (DIFT)
• কলেজ অব ফ্যাশন টেকনােলজি এন্ড ম্যানেজমেন্ট, উত্তরা (CFTM)
• প্রফেশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড ফ্যাশন টেকনােলজি,উত্তরা (PISFT)
• এ্যাপারেল ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনােলজি, উত্তরা(AIFT)
• বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজি, গাজীপুর
• বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস এন্ড টেকনােলজি, নারায়ণগঞ্জ (BIBT)
• এমএসবি ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনােলজি,কুমিল্লা (MIFT)
• চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনােলজি,চট্টগ্রাম (CBIFT)

থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ ভর্তির কলেজ

• তেঁজগাও কলেজ, ঢাকা

ব্যাচেলর অব ফাইন আর্টস ভর্তির কলেজ সমূহ

• ঢাকা আর্ট কলেজ, ঢাকা
• এস এম সুলতান ফাইন আর্ট কলেজ, যশাের
• এস এম সুলতান বেঙ্গল চারুকলা কলেজ,নড়াইল
• রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়, রাজশাহী
• বগুড়া আর্ট কলেজ, বগুড়া
• নারায়ণগঞ্জ চারুকলা ইনষ্টিটিউট (আর্ট কলেজ) নারায়ণগঞ্জ
• শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইন, ময়মনসিংহ

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group