বিসিএস

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি 2021 প্রকাশ

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি update 2022. বাংলাদেশ কর্ম কমিশনের ৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে হয়েছে। বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে ৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। 40th BCS Viva Voce Exam Date Update Routine Has Been Publish At Educationsinbd

বাংলাদেশ কর্ম কমিশনের ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় ও তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৬ ফেব্রুয়ারি ২০২২ থেকে শুরু হবে এবং কয়েক ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ১৪ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত চলবে। ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরভিত্তিক সময়সূচি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

৪০ তম বি .সি.এস. পরীক্ষা-২০১৮ এর লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পদসমূহের জন্য (Provisionaly) উত্তীর্ণ নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী ৭৫১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখুন এখানে। এডুকেশন্স ইন বিডির পাঠকদের জন্য ৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি আপনাদের সুবিধার্থে নীচে তুলে ধরা হলো।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

৪০তম বিসিএস ২০১৮ এর মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র ডাউনলোড

মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য কমিশন হতে ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) কর্তৃক স্বাক্ষরিত ৪০তম বি.সি.এস. এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে আপলাড করা থাকবে। কমিশন কর্তৃক মৌখিক পরীক্ষাসূচি ঘোষণার পর ৪০তম বি.সি.এস. এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইট হতে প্রার্থী ডাউনলােড করে সংগ্রহ করবেন।

কমিশন কর্তৃক ঘোষিত ৪০তম বি.সি.এস. এর মৌখিক।পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রার্থীর জন্য নির্ধারিত মৌখিক পরীক্ষার তারিখ, রেজিস্ট্রশন নম্বর এবং নাম সাক্ষাৎকারপত্রের ১নং অনুচ্ছেদের নির্ধারিত স্থানে প্রার্থী স্বহস্তে লিখবেন। মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্রে বর্ণিত কাগজপত্র এবং সাক্ষাৎকারপত্রসহ প্রার্থী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকাস্থ প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষার বাের্ডে উপস্থিতি হবেন। কোন প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে উক্ত প্রার্থীর মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং তার প্রার্থিতা বাতিল হবে।

নির্ধারিত অনলাইন ফরম অর্থাৎ BPSC Form-1 [Applicant’s Copy] জমাদান:

৪০তম বি.সি.এস, পরীক্ষা-২০১৮ এর বিজ্ঞাপনের ১৪ নং অনুচ্ছেদের শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ বি.সি.এস. এর জন্য নির্ধারিত অনলাইন ফরম [BPSC Form-1] কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট হতে ডাউনলােড করে সংগ্রহ করবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম [BPSC Form-1] বিজ্ঞপ্তির ৪ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বাের্ডে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে।

বিশেষভাবে উল্লেখ্য, সংশ্লিষ্ট সকল সনদ/কাগজপত্রসহ পূরণকৃত BPSC Form-1 মৌখিক পরীক্ষা বাের্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

অনলাইনে BPSC Form-3 পুরণ ও জমাদান:

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web address: www.bpsc.gov.bd এবং Teletalk BD Ltd. এর Web address-http://bpsc.teletalk.com.bd-তে ৪০তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য অতিরিক্ত তথ্য।সংবলিত একটি সংক্ষিপ্ত অনলাইন BPSC Form-3 আপলোড করা থাকবে। অনলাইনে জমাদান এবং পূরণকৃত BPSC Form-3 ডাউনলােড করে ২ (দুই) কপি BPSC Form-1 এর সাথে জমা দিতে হবে।

BPSC Form-1 অনুপুঙ্খ যাচাইয়ের পর শুধু ত্রুটিমুক্ত আবেদনপত্রের বিপরীতে সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার একমাত্র যােগ্যতা নয়। লিখিত পরীক্ষায় কৃতকার্য় হওয়া যে সকল প্রার্থী BPSC Form-1 পূরণ করে সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে ব্যর্থ হবেন তাদের প্রার্থিতা বাতিল হবে এবং তারা মৌখক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না|

উল্লেখ্য, BPSC Form-1 এ নাম, রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখসহ কোনো গুরুতর [Substantive] ত্রুটি থাকলে পরবর্তীতে সংশোধনের কোন সুযােগ থাকবে না। গুরুতর ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে। মৌখিক পরীক্ষার তারিখ কোনোক্রমেই পরিবর্তন করা হবে না। অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পর্যায়ক্রমে পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে জানানো হবে। বিজ্ঞপ্তিটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group