ক্যাম্পাসশিক্ষা খবর

সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঈদুল ফিতর পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঈদুল ফিতর পর্যন্ত বাড়ানো হতে পারে। ইতোমধ্যে করোনা ভাইরাসের কারণে আগামী ২৯ মার্চ ২০২১ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মধ্যে করোনাভাইরাস পরিস্থিতির আরো অবনতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর ব্যাপারে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আরো পড়ুন-  ইদের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

ছুটি বাড়ানো বিষয়ে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি জানিয়েছেন, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বিশ্ববিদ্যালয়ের ছুটির সঙ্গে সমন্বয় করে ঈদের পর পর্যন্ত বাড়ানো হতে পারে। করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে এবং আগামীকালের মধ্যে জানিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গণহত্যা দিবস উপলক্ষে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি থাকলেও বিষয়টি রিভিউ করা হতে পারে। বর্তমানে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে৷ ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুনভাবে চিন্তা করা হবে বলে জানান তিনি।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেয়া হবে৷ তখন তিনি বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও প্রাক-প্রাথমিক খুলছে না। এ বিষয়ে পরে জানিয়ে দেয়া হবে। পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেয়া হবে। অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ক্লাস নেয়া হবে। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে৷

এদিকে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি তুলেছেন অভিভাবক ফোরাম। অভিভাবক ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শহরাঞ্চলের বেশিরভাগ অভিভাবককে তাদের সন্তান নিয়ে গণপরিবহন বা রিকশায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। যুবকদের আক্রান্ত হার আগের চেয়ে বেড়েছে। শিশুদের হার কম হলেও তারা ভাইরাসবাহকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে।

অভিভাবক ফোরাম জানায়, এঅবস্থায় অভিভাবকরা সন্তানদের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন না। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকদের স্বাস্থ্যঝুঁকি এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই নতুনভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানাচ্ছি এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকারকে স্কুল-কলেজ খোলার বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ মার্চ স্কুল কলেজ খুলে দেওয়ার কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে পরিস্থিতি আরো খারাপ দিকে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ঈদুল ফিতর পর্যন্ত করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্মিলিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আগামীকাল (২৬ মার্চ) আসতে পারে।

চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী বর্তমান পরিস্থিতির ভয়াভয়তা বেড়ে যাচ্ছে। ঘরের বাইরে বের হওয়াটা আরও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলে তাদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে।

আরো পড়ুন- ৩০ মার্চ খুলছে না স্কুল-কলেজ

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সংসদ টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ক্লাস সম্প্রচার শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় অনলাইনে লেখাপড়া আদান-প্রদান শুরু করেছে। অনেক স্কুল থেকে অভিভাবকদের ফোন দিয়ে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস পর্যন্ত পড়ালেখা শেষ করাতে বলা হয়েছে। এমনকি স্কুল খুললেই পরীক্ষায় বসতে হবে বলেও জানিয়ে দেয়া হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group