জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য প্রমোশনের নিয়মাবলী 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রী মাস্টার্স এর প্রোমোশনের নিয়মাবলী 2023-2024। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনের নতুন নিয়ম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশোধিত রেগুলেশন প্রমোশন এর নিয়মকানুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বর্ষ থেকে অন্য বর্ষে প্রমোশনের নতুন নিয়ম 2023।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনের নিয়মাবলী সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ মোতাবেক প্রণীত ব্যাচেলর (অনার্স ) ডিগ্রির সংশোধিত রেগুলেশন অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স / ডিগ্রী/ মার্স্টাস ছাত্রছাত্রীদের জন্য প্রমোশনের সংশোধিত নিয়মাবলী নিচে তুলে দেওয়া হলোঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রমোশনের নিয়মাবলী 2024

পাশ মার্কঃ লিখিত ও ইনকোর্স পরীক্ষার মার্ক মিলে ১০০ এর ভিতর ৪০ পেলেই পাশ।

নিয়ম১ : promoted

• NU এর নিয়ম অনুযায়ী ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং GPA =1.75 অর্জন করতে হবে।

• ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে GPA = 2.00 অর্জন করতে হবে।

• তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে GPA = 2.25 অর্জন করতে হবে।

নিয়ম২ : compulsory

• সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /ব্যবহারিক/ মাঠকর্ম/মৌখিক) পরীক্ষায় অংশগ্রহণবাধ্যতামূলক।

• একাধিক বিষয়ে অনুপস্থিতথাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।

নিয়ম৩ : absent in examination

• ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। ((Only for absent students))

• ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। ((Only for absent students))

• ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। ((Only for absent students))

নিয়ম৪ : not-promoted

• একের অধিক Exam এ অনুপস্থিত থাকলে ফলাফল Not-promoted আসবে।

• Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না।

• Not- promoted হলে আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে।

• একই শিক্ষাবর্ষে ২ বার Not- promoted হলে আপনি অনার্স কোর্সে Drop out বলে বিবেচিত হবেন ।।

• ২ বার Not-promoted এর কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে। ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না ।

• F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীভ করতে হবে। অন্যতায় অনার্স ডিগ্রী প্রাপ্ত হবে না।

• যারা Not-promoted হবে, তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরিক্ষা দিয়ে Pass করতে হবে।

• Not-promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত বিষয়ে পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক নয় | তবে মান উন্নয়নের জন্য দিতে পারবে।

নিয়ম৫ : improvement

• ১,২ বা ৩ বিষয়ে ফেল করে ও যারা Pass করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার Improvement পরিক্ষা দিয়ে পাশ করতে হবে।

• শুধু C, D বা F পেলে Improvement দিতে পারবে।

• C,D গ্রেড এ, যে কোন বর্ষের ক্ষেত্রে Improvement একবার দেয়া যায়। কিন্তু যতবার Fail করবে ততবারই Improvement দিতে পারবে, তবে রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে।

• improvement দিলে আপনার সার্টিফিকেটে কোনো প্রকার ইরেগুলার লেখা থাকবে না। পরিক্ষার এডমিট কার্ডে ইমপুভমেন্ট লেখা থাকবে শুধু।

• C,D Improvement পরিক্ষার গ্রেড উন্নতি করতে না পারলে subject GPA আগেরটাই থাকবে।

• F/D/C প্রাপ্ত বিষয়ে পরিক্ষা দিয়ে আপনি যা মার্ক পান না কেন B+ এর বেশি দেয়া হবেনা।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রমোশনের নিয়মাবলী

আরো পড়ুন-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনার্স ডিগ্রির রেগুলেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ ডিগ্রীর রেগুলেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের রেগুলেশন
প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামের রেগুলেশন

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য প্রমোশনের নিয়মাবলী

RED ALERT

• একই শিক্ষাবর্ষে ২ বার Not-promoted হলে, আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে। ফলে আপনি আর অনার্স কোর্স করতে পারবেন না।

• সুতরাং পাস করার মন মানসিকতা নিয়ে পরীক্ষা দিবেন যাতে পরবর্তী বছর Improvement দিতে না হয়।

• Improvement এর পড়া করতে গিয়ে যদি আপনার অন্য বর্ষের পরীক্ষা খারাপ হয় তো এর দায় ভার কেউ নিবে না।

• Improvement এর পরীক্ষার কারণে আপনি এক রকম মানসিক চাপে ভুগবে, কারণ ইম্প্রুভের পড়া পড়বেন নাকি অন্য বর্ষের পড়া পড়বেন।

• কোন বিষয়ে যাতে Fail না আসে সে বিষয়টি লক্ষ্য রাখবেন।

আরো দেখুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম ও সিজিপিএ নির্ণয় করার পদ্ধতি   
শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

17 thoughts on “জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য প্রমোশনের নিয়মাবলী 2024

  • Humayun

    আমার প্রশ্ন হলো। আমি দ্বিতীয় বর্ষে একটা বিষয়ে ফেল করছিলাম। আর সব বিষয়ে পাস করছি। কিন্তু দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উঠার পরে কোন কারনে দ্বিতীয় বর্ষেন ফেল করা বিষয়ে পরিক্ষার জন্য ফর্ম ফিলআপ করিনি। এখন আমি কি তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে উঠতে পারব? নাকি আমার এক বছর লস যাবে। দয়া করে উত্তরটা দিবেন।

    Reply
  • ওয়াহিদ

    উপরের বিজ্ঞপ্তি কতটুকু সত্য? আমি ন্যাশনাল ইউনিভার্সিটির গাজীপুর অফিসে ফোন করেছিলাম তারা বলল এমন কোন বিজ্ঞপ্তি তাদের হাতে আসে নাই

    Reply
    • Ai information ta correct ki na akto kindly janaben by

      Reply
  • রিয়াজ

    পাশ মার্কঃ লিখিত ও ইনকোর্স পরীক্ষার মার্ক মিলে ১০০ এর ভিতর ৪০ পেলেই পাশ। লিখিত ৮০ মার্ক ও ইনকোর্সের ২০ মার্ক এর পরীক্ষায় কোন ফিক্সড পাশ মার্কস নেই। লিখিত ও ইনকোর্সের মার্কস যোগ করে ৪০ নম্বর পাইলেই পাশ মার্ক ধরা হবে। ৫০ মার্কের লিখিত ও ইনকোর্স পরীক্ষা মিলে ২০ পেলেই পাশ ।

    এইকথা কতটুক সত্য?

    Reply
    • Ashok

      দুইটা মিলায়ে ৪০ এ পাশ,, এটা কি যারা ২০২০-২০২১শিক্ষাবর্ষে,,অনার্স প্রথম বর্ষে পরিক্ষা দিছে এখনো রেজাল্ট পায় নি তাদের জন্য কি প্রজজ্য হবে না

      Reply
  • Ab rumi

    Master’s a jara 3rd class paiche tara ki final year a borti hote parbe??

    Reply
    • bishawjit

      ইনকোর্স+লিখিত দুইটা মিলে ৪০ পাইলে কি পাস???লিখিত তে ২৬,২৭ পাইলে ও পাস করায় জাতীয় বিশ্ববিদ্যাল, একটু জানাবেন

      Reply
      • ইনকোর্স ৮ + লিখিত ৩১ দুইটা মিলে ৪০ পেলে পাস করবেন।

        Reply
      • Alamin

        আমি (২০১৭-১৮) সেশন এ ভর্তি হয় কিন্তু ১৮ সালে কোন পরিক্ষা দেইনি। ১৯ সাল থেকে পরিক্ষা দিচ্ছি,এখন দ্বিতীয় বর্ষে আছি,আমি যদি কোন একটি সাবজেক্টে ফেইল করি তাহলে কি তৃতীয় বর্ষে প্রমোট হবো?

        Reply
  • Baichitra

    ভাইয়া আমার অনার্স ৪র্থ বর্ষে ১ বিষয়ে ফেইল আসছে। মান উন্নয়ন দিলে সর্বোচচ কত পাব? বি + এর বেশী কি পাওয়া যাবে?

    Reply
    • হ্যা উন্নয়ন দিলে সর্বোচচ বি + এর বেশ পাওয়া যাবে

      Reply
  • Not promoted der jonno ki alada vortir notice ber hobe? Kivabe vorti hobo? J year e not promoted hobo oi year ei ki vorti naki? Ager bochor vorti hote bollen kno bujlm na.pls describe in details

    Reply
  • Search results for: আমি অনার্স ২০১৩-১৪ সেকশনের পরীক্ষার্থী,আমি ২০১৯ সালে অনার্স চতুর্থ বর্ষে২টি বিষয়ে ফেল,একটি বিষয়ে অনুপস্থি, সব মিলিয়ে২০১৯ এ ফেল,উক্ত ফেল বিষয়গুলোইম্প্রুব দেওয়ার জন্যে ফরম পূরণ করলাম,এডমিট কার্ডসব ঠিকই আসছিল,তবে বিশেষ কারণে পরীক্ষায়অংশগ্রহণকরতে পারি নাই,তবে পরবর্তী বছরে পরীক্ষা দেওয়ার কোনো স্কুপ আছে কি না দয়া করে জানাবেন।তবে আমার রেজিষ্ট্রেশন কার্ডের মিয়াদ ২০১৯ পর্যন্ত।রেজিষ্ট্রেশন কার্ডেেে মিয়াদ ২০১৯ এ শেষ হয়ে গেছে এরকম পরীক্ষার্থীর ইম্প্রুভ পরীক্ষা ২০২০ ফেব্রুয়ারিতে নিছে।যেটা আমি চতুর্থ বর্ষের ইম্প্রুভ পরীক্ষায় অংশগ্রহণকরতে পারি নাই

    Reply
  • Mehadi Hasan

    3rd year not promoted asca but 3 ta subject pass asa 8 subject vetor.tahola abar exam dea 5 subject vetor koyta pass korla 4 year promotion pabo.

    Reply
  • 3rd year not primoted asce but 8 subject vetor 3 ty pass asa, tahola abar fail 5 ta exam dea koyta pass korla 4th year promotion pabo.

    Reply
  • Sanjida Afroj Sima

    (২০১৪-১৫ সেশন,অনার্স৪র্থ বর্ষ) যাদের পরীক্ষা ১ম দিনে ২৯/০২/২০২০, শনিবারে হয়ে গেছে,তারাও কি এই প্রমোশনের অন্তর্ভুক্ত হবে?

    Reply
    • হ্যা

      Reply

Leave a Reply