Tuesday, April 23, 2024
Primary School TeacherEducation NewsExam Question Solution

Primary Teacher Exam Question Solution Result 2024 www.dpe.gov.bd

Primary Teacher Exam Question Solution Result 2024 Are now available at www.dpe.gov.bd website You can see or Download This primary school teacher exam syllabus in Bangladesh 2020-2021 Primary Teacher Exam Question Solution Form My website www.educationsinbd .com Easily. Primary Teacher Exam Question – 2020 Held today. This primary school teacher exam 2016 Job Exam Full Marks is 80 and the Exam time was 1 Hour 20 minute.

Post Name: Primary Assistant Teacher

Examination Date:  3rd June 2022. Exam Time: 10 AM to 11.20 AM.

Number of Questions: 80 ( Every question is equal to 0ne mark)

Negative Mark: .25 for each wrong answer.

পদের নামঃ সহকারী শিক্ষক
পরীক্ষার তারিখঃ ০৮ ডিসেম্বর ২০২৩
ধাপঃ ১ম ধাপের পরীক্ষা (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ)
প্রাথমিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ Link

DPE Primary 3rd Phase Questions Solution Result 2024:

Post Name: Primary Assistant Teacher

Examination type: 1st/2nd/3rd/4th Phase MCQ Exam

Examination date:  20 May 2022

Examination Full Time: 10:30 AM to 11.30 AM

Primary 2nd Step Exam Question Solution 2019:

Organization Name: Directorate of Primary Education (DPE)

Exam Type: MCQ/Preliminary Exam

Post Name: Assistant Teacher

Exam taker: BUET

1st Phase MCQ Exam Date: 24 May 2019

All Phase Exam time: 10.30 AM to 11.30 AM

The vacancy was: 12000 (more or less)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

পদের নাম: সহকারী শিক্ষক

সময়: ৬০ মিনিট, পরীক্ষার তারিখ: ০৩-০৬-২২, পূর্নমান: ৮০

 

১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?

 

ক. ১২৫ খ. ১২৬ গ. ১২৩ ঘ. ১২৪ উ. গ

 

২। He is jealous — my prosperity.

 

ক. for খ. of গ. with ঘ. over উ. খ

 

৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

 

ক. ২৪ খ. ২৫ গ. ২১ ঘ. ২০ উ. ক

 

৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-

 

ক. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে

 

খ. সমকোণে সমদ্বিখন্ডিত করে

 

গ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে

 

ঘ. শুধু সমদ্বিখন্ডিত করে উ. খ

 

৫। ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?

 

ক. ৫:৩ খ. ৪:৩ গ. ৩:৪ ঘ. ৫:২ উ.গ

 

৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?

 

ক. ১০৫ খ. ১০৮ গ. ৯০ ঘ. ১০০ উ. ক

 

৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?

 

ক. রুপবাচক খ. অংশবাচক গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক উ. গ

 

৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

ক. ৫৫  খ. ৬৫

 

গ. ৭৫  ঘ. ৪৫  উ. গ

 

৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?

 

ক. ২৫ খ. ৪৯ গ. ১৩ ঘ. ৩৭ উ. গ

 

১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?

 

ক. কনসার্ট ১৯৭১ খ. কনসার্ট ফর বাংলাদেশ

 

গ. কান্ট্রি কনসার্ট ঘ. লিবারেশন কনসার্ট উ. খ

 

১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

 

ক. ১৯৭৮ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৭৬ উ. ঘ

 

১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?

 

ক. ৪ খ. ৮০ গ. ৭৮ ঘ. ১২ উ. ক

 

১৩। Which one is the correct passive form of “Who will do the work?”

ক. Who will be done the work?

খ. By whom will the work be done?

গ. By whom the work will be done?

ঘ. Who will done the work?  উ: খ

 

১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?

 

ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম

 

গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ  উ. ক

 

১৫। What is the adjective form of the word `People’?

 

ক. Popularity খ. Popularize

 

গ. Populous ঘ. Popular উ. গ

 

১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?

 

ক. ৮ খ. ৯ গ. ৬ ঘ. ৭ উ. ক

 

১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

 

ক. টুঙ্গিপাড়ার মিয়া ভাই খ. চিরঞ্জীব মুজিব

 

গ. মুজিব একটি জাতির রূপকার ঘ. ছিটমহল উ. গ

 

১৮। A person who was before another person refers to—-.

ক. contemporary খ. superior গ. successor ঘ. predecessor উ: ঘ

 

১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?

 

ক. ৮১ খ. ৪৫ গ. ২৭ ঘ. ৩৬ উ. ঘ

 

২০। The study of plants—-

 

ক. Biology খ. Plantation গ. Biography ঘ. Botany উ. ঘ

 

২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

 

ক. ১০ খ. ৬ গ. ৭ ঘ. ৮ উ. ঘ

 

২২। ব্যাকরণের কাজ কী?

 

ক. ভালো বক্তা তৈরি করা খ. নতুন ভাষা তৈরি করা

 

গ. দ্রুত পড়া ও লেখা শেখানো ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা উ. ঘ

 

২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

 

ক. কর্মে শুন্য খ. অপাদানে শুন্য

 

গ. অধিকরণে শুন্য ঘ. কর্তায় শুন্য উ. ক

 

২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

 

ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডস্টার উ. খ

 

২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–

 

ক. আগরতলা মামলা খ. ভাষা আন্দোলন

 

গ. মুক্তিযুদ্ধ ঘ. গণ অভ্যুত্থান উ. গ

 

২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—

 

ক. ১৯৫৪ খ. ১৯৫৯ গ. ১৯৬২ ঘ. ১৯৫২ উ. ঘ

 

২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?

 

ক. শিকাগো আর্ট মিউজিয়াম খ. প্যারিস মিউজিয়াম

 

গ. ব্রিটিশ মিউজিয়াম ঘ. কায়রো মিউজিয়াম উ. খ

 

২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?

 

ক. ৫০৮০ খ. ৬০৮০ গ. ৭০৮০ ঘ. ৪০৮০ উ. খ

 

২৯। “;দ্বীপ” এর ব্যাসবাক্য-

 

ক. দুদিকে অপ যার খ. দ্বীপের মত

 

গ. চার দিকে জল যার ঘ. দুদিকে আবদ্ধ জল যার উ. ক

 

৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

 

ক. সংকোচ খ. পরোপকারিতা গ. সাহসিকতা ঘ. ভয়হীনতা উ. ক

 

৩১।  What is the synonym of ‘Competent’?

 

ক. Capable খ. Prudent গ. Circumspect ঘ. Discreet উ: ক

 

৩২। কোন শব্দটির বানান সঠিক?

 

ক. দোষণীয় খ. দূষণীয় গ. দুষনীয় ঘ. দোষনীয় উ. খ

 

৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

 

ক. জ্ঞান থাকতেও যিনি মূর্খ খ. পান্ডিত্যে যিনি মূর্খ

 

গ. পন্ডিত হয়েও যিনি মূর্খ ঘ. পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ উ. গ

 

৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা ঞয় তা মূলত: —

 

ক. নাইট্রোজেন খ. আর্গন গ. মিথেন ঘ. প্রোপেন উ.

 

৩৫। The Antonym of the word ‘awesome’ —

 

ক. majestic খ. disgusting গ. grand ঘ. উ: খ

 

৩৬।

 

৩৭।

 

৩৮। উ: ঘ

 

৩৯।

 

৪০। উ: ঘ

 

৪১।

 

৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

 

ক. স্ট্রাটোস্ফিয়ার খ. আয়োনোস্ফিয়ার

 

গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোনস্ফিয়ার উ. ঘ

 

৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

 

ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ উ. খ

 

৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-

 

ক. বিষের কষ্ট খ. অর্থের কু প্রভাব

 

গ. বিষাক্ত তামা ঘ. অহংকার উ. খ

 

৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

 

ক. সহস্রাংশ খ. পঞ্চমাংশ গ. দশমাংশ ঘ. শতাংশ উ. ঘ

 

৪৬। Which one is similar to Adult:Child

 

ক. Horse:Mare খ. Cat:Kitten

 

গ. Swine:Saw ঘ. Human:Animal উ: খ

 

৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

 

ক. হাসান আজিজুল হক খ. সৈয়দ শামসুল হক

 

গ. হুমায়ুন আজাদ ঘ. জাহানারা ইমাম উ. ঘ

 

৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

 

ক. ৫৭ খ. ২৭ গ. ১৭ ঘ. ১ উ. খ

 

৪৯। উ: গ

 

৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

 

ক.এমডিএল খ. টিডিএল গ. এলডিএল ঘ.এইচডিএল উ. ঘ

 

৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-

 

ক. ইউনেস্কো খ.ইউনিসেফ গ.ইউএনডিপি ঘ.ইউএনএফপিএ     উ: ক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০২২ Primary School Assistant Teacher 2nd Phase Exam Question Solved 2022

Total Applicant: 2500005 ( 20 Lac And 5), 200 applicants will compete for one post.

 

আজকে ২২ এপ্রিল ২০২২ অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন।

আজকের 21 April 2022 প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান

সেট কোড: ৩০৭১

১। If the price is low, demand ___

(ক) will be increased (খ) will increase (গ) is increased (ঘ) would be increased

উত্তরঃ will increase

২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?

(ক) 10 (খ) 15 (গ) 20 (ঘ) 12

উত্তরঃ 10

৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?

(ক) ৭ (খ) ৫০ (গ) ৫১ (ঘ) ৬০

উত্তরঃ ৫১

৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার?

(ক) মদনমোহন তর্কালংকার (খ) কালিপ্রসন্ন সিংহ

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) অক্ষয়কুমার দত্ত

উত্তরঃ মদনমোহন তর্কালংকার

৫। There is ___ milk in the bottle.

(ক) very little (খ) small (গ) very few (ঘ) a little

উত্তরঃ A little

৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?

(ক) ১৭ আগস্ট ২০১৭ (খ) ২৭ জানুয়ারি ২০১৯

(গ) ১৭ জুন ২০২১ (ঘ) ১৭ নভেম্বর ২০১৬

উত্তরঃ  (ক) ১৭ আগস্ট ২০১৭

৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?

(ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭

উত্তরঃ  ৪

৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?

(ক) অজ্ঞাতকুলশীল (খ) বংশপরিচয়হীয়ন (গ) কুলবংশহীন (ঘ) অজ্ঞাতকুলীন

উত্তরঃ অজ্ঞাতকুলশীল

৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

(ক) 6 (খ) 3 (গ) 4 (ঘ) 5

উত্তরঃ 5

১০। What is an epic?

(ক) a novel (খ) a long poem

(গ) a long prose composition (ঘ) a romance

উত্তরঃ a long poem

১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?

(ক) ৫০ (খ) ৬০ (গ) ৭০ (ঘ) ৮০

উত্তরঃ ৬০

১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) সূূর্য পূর্বদিকে উদয়মান হয়। (খ) সূূর্য পূর্বদিকে উদিয়মান হয।

(গ) সূূর্য পূর্বদিকে উদয় হয়। (ঘ) সূূর্য পূর্বদিকে উদিত হয়।

উত্তরঃ সূূর্য পূর্বদিকে উদিত হয়

১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?

(ক) .০১ (খ) ১ (গ) .২ (ঘ) .১

উত্তরঃ .০১

১৪। ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

(ক) হাত করা (খ) হাত গুটান (গ) হাত থাকা (ঘ) হাত আসা

উত্তরঃ হাত গুটান

১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

(ক) ৮৮৯৮ (খ) ৯৮৯৯ (গ) ৯৯৯৯ (ঘ) ৯১৯৯

উত্তরঃ  ৯৮৯৯

১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?

(ক) ১৯৬ (খ) ৯৮ (গ) ৯৬ (ঘ) ১৯২

উত্তর: (খ) ৯৮

১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?

(ক) সালফেট ও নাইট্রেট (খ) ফসফেট ও নাইট্রোজেন

(গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম (ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস

উত্তর:

১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?

(ক) লালন শাহ (খ) হাসন রাজা (গ) পাগলা কানন (ঘ) রাধারমণ দত্ত

উত্তর: (ক) লালন শাহ

১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

(ক) ৭২০ (খ) ১২০০ (গ) ৫০০ (ঘ) ৬০০

উত্তর: (গ)  ৫০০

২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

(ক) ৩১ (খ) ৩৯ (গ) ৭১ (ঘ) ৪১

উত্তর: (ক) ৩১

২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-

(ক) সুনিশ্চিত (খ) নির্বাচনযোগ্য নয় (গ) বর্ণনাতীত (ঘ) অনিশ্চিত

উত্তর: (গ)  বর্ণনাতীত

২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

(ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন

উত্তর: (ক) গমনের পশ্চাৎ

২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

(ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন

উত্তর: গমনের পশ্চাৎ

২৩। “To break the ice” means,

(ক) to end the hostility (খ) to end up partnership you

(গ) to start quarreling (ঘ) to start a conversation

উত্তর: (ঘ) to start a conversation

২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

(ক) মেধা+বিন (খ) মেধা+ৰি (গ) মেধাবী (ঘ) মেধা+ আধী

উত্তর:(ক)  মেধা+বিন

২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে

(ক) শিল্প (খ) কৃষি (গ) সাহিত্য (ঘ) বিজ্ঞান

উত্তর: (খ)  কৃষি

২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?

(ক) ১০ ও ২৪ (খ) ১০ ও ১৬ (গ) ৭ ও ১১ (ঘ) ১২ ও ১৮

উত্তরঃ  ১০ ও ১৬

২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?

(ক) ষষ্ঠ (খ) সপ্তম (গ) চতুর্থ (ঘ) পঞ্চম

উত্তরঃ

২৮।The correct spelling is ——–

(ক) Assignment (খ) Assignernent (গ) Asignment (ঘ) Asignmment

উত্তর: (ক) Assignment

২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল ল’ কোন অব্যয়?

(ক) সমুচ্চয়ী (খ) অনুসর্গ (গ) অনস্বী (ঘ) অনুকার

উত্তর: অনুকার

৩০। “রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়”- কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?

(ক) রূপসা ডিঙা (খ) রূপসী বাংলা

(গ) রূপসা নদী  (ঘ) গ্রামবাংলার নদী

উত্তর: গ্রামবাংলার নদী (উল্লেখ্য যে, উক্ত কবিতার চরণ জীবনানন্দ দাশের ” আবার আসিব ফিরে” কবিতা থেকে নেওয়া হয়েছে)

আজকে (২২/৪/২০২২) অনুষ্ঠিত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার ইংলিশ অংশের সমাধান।

1.If the price is low, demand ( will increase)

  1. There is (a little) milk in the bottol.
  2. Epic is ( a long poem).

4.To break the ice means(to start a conversation).

5.correct spelling (Assignment)

6.Agomony school one of the best (schools) in the city.

  1. The Principal will (look over) the answer script.

8.I look forward to (hearing from you soon).

9.I water the plants here ‘water’ use as (verb)

  1. Are you doing anything special (at) the weekend.
  • Once in a blue moon means ( very rarely)
  • He came to dhaka with a view to (visiting) a new place.

13.correct sentence (What he has said is right)

  1. Leave no Stone unturned means(try very possible means)
  • Correct Spelling (Achievement)

16.Noun of “remove” is (removal)

  1. Correct spellin (bureau)

18.Passive voice of “where did you see him?” is ( where was he seen by you?)

  1. Learn the poem (by) heart
  • কাল বৈশাখী (North westerlies)

Primary 1st Step Exam Question Solution, given below test date was 24th May 2019:

প্রাথমিক সহকারি শিক্ষক-২০১৮ নিয়োগ পরীক্ষার
ইংরেজি অংশের সমাধানঃ

 

আজকেঅনুষ্ঠিতপ্রাথমিকশিক্ষক
নিয়োগপরীক্ষার ১মধাপেরবাংলা
অংশের সমাধান

০১| কোন দুটি বর্ণের পর মূর্ধন্য-ণ ও মূর্ধন্য-ষ হয়?
উত্তর:খ(ঋ,র এর পরে)

০২| “শর্বরী” এর বিপরীত শব্দ কী?
উত্তর:ঘ(দিবস)
★শর্বরী অর্থ রাত

০৩| “গায়ক” এর সন্ধি বিচ্ছেদ কী
উত্তর:খ(গৈ+অক)
★নৈ+অক=নায়ক ব্যঞ্জন সন্ধি।

০৪| শুদ্ধ বানান কোনটি?
উত্তর: মুমূর্ষু

০৫| “The Spirit of Islam”বইটির লেখক কে?
উত্তর:ঘ(মাওলানা আবুল কালাম আজাদ)

০৬| “দেশে-বিদেশের” লেখক কে?
উত্তর:ক(সৈয়দ মুজতবা আলী)
★এটি একটি ভ্রমণকাহিনি

০৭| “গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর:ক(গো+এষণা)

০৮| “সমাস”শব্দের অর্থ কী?
উত্তর: ঘ(সংক্ষেপণ)
★তাছাড়া মিলন/একপদীকরণ

০৯| “জন্মহীন মৃত্যুহীন–
উত্তর:ক(আমৃত্যু)

১০| “কষ্টে লাভ করা যা–
উত্তর:ক(দুর্লভ)
★যা কষ্টে জয় করা যায়— দুর্জয়

১১| শুদ্ধ বানান কোনটি?
উত্তর:খ(বিভীষিকা)

১২| যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে…
উত্তর:খ(যৌগিক বাক্য)

১৩| “আগ্নেয়” শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
উত্তর:গ(অগ্নি+ষ্ণেয়)
★ভগ্নি+ষ্ণেয়(এয় প্রত্যয় বিশ্লেষণে ষ্ণেয় হয়)

১৪| ধ্বনি পরিবর্তন কত প্রকার?
উত্তর:খ(২ প্রকার)
★স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি

১৫| কোনটি প্রাদী সমাসের উদাহরণ?
উত্তর:ঘ(প্রগতি)

১৬| “পথ” শব্দের সমার্থক শব্দ হচ্ছে…
উত্তর:গ(সরণি)

১৭| “চাউল,চিনি,পানি,”এগুলো কী বাচক বিশেষ্য?
উত্তর: খ(বস্তুবাচক বা দ্রব্যবাচক)
★সমষ্টিবাচক সভা,জনতা,সমিতি,ঝাঁক ইত্যাদি।

১৮| “সুনাম” এর ‘সু’ কোন উপসর্গ?
উত্তর:ক(বাংলা)
★সুনীল/সুকণ্ঠ ইত্যাদি সংস্কৃত উপসর্গ। সুনাম/সুনজর/সুকাজ উত্তম অর্থে বাংলা শব্দের সাথে বাংলা উপসর্গ।

১৯| “গাছ পাথর” বাগধারাটির অর্থ কী?
উত্তর:গ(হিসাব নিকাশ)

২০| প্রান্তিক বিরামচিহ্ন কোনটি?
উত্তর:ঘ(প্রশ্নচিহ্ন)

২১| “উলুখাগড়া” শব্দটির অর্থ কী?
উত্তর:ঘ(গুরুত্বহীন লোক)
(ভুল লক্ষ্য করলে যাচাই করে দেখে নিন)

প্রথম ধাপের প্রাইমারি নিয়োগ পরীক্ষার

সাধারণ জ্ঞান,বিজ্ঞান ও কম্পিউটার অংশের সমাধান

.

২১ শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে

—UNESCO

.

BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি

—New Development Bank(NDB)

.

কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান

–মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

.

১৯৭১ সালের ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন

— জেনারেল রাও ফরমান আলী

.

পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১ ডিগ্রি হলে ওই দুইটি স্থানের সময়ের পার্থক্য কত

—-৪ মিনিট

.

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন

—৫ বার

.

বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি

—মেরু অঞ্চলে

.

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন

—-সম্রাট আকবর

.

পলাশী থেকে ধানমন্ডি চলচিত্রের পরিচালক কে

—-আব্দুল গাফফার চৌধুরী

.

কম্পিউটার মেমোরির ধারণ ক্ষমতা প্রকাশের একক কি

—বাইট

.

ঢাকাতে ২৪ মে দুপুর ১২ টা হলে লন্ডনে সময় কত

—২৪ মে সন্ধ্যা ৬ টা

.

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন

—- নিকোলাই পদগোনি

.

১৯৭০ সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন

—বিচারপতি আব্দুস সাত্তার

.

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করেছিল

—২২৩ টি

.

টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে

—১৭ টি

.

বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত

—-৩৫০

.

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন

—-এম আর আখতার মুকুল

.

কে কোথায় প্রথম ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন

—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে

.

ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়

—শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়

Read Must- Primary 1st Phase Questions  Answer

Primary School Assistant Teacher Exam Old Question Solution 2019

Primary Assistant Teacher Job Exam Full Question Solution is given Below List

Primary Teacher Exam Question Solution Answer Download Now

Post Name: Primary Assistant Teacher

Examination Date: 26 May 2018

Exam Time: 10 AM to 11.20 AM

Number of Questions: 80 ( Every question is equal 0ne mark)

Negative Mark: .25 for each wrong answer.

Question is given below:

Primary Assistant Teacher Job Exam Full Question is given Below List

 Primary Assistant Teacher Job Exam Full Question Solution is given Below List:
Premium Suggestion প্রিমিয়াম সাজেশন

সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ (MCQ) পরীক্ষার সমাধান Primary Teacher Exam Question Solved primary school teacher exam syllabus in Bangladesh and primary school teacher exam guide are now available on our website now we solved Full primary school teacher exam question paper 2014 in our website educations in bd primary school teacher exam question paper 2014 it will help you as a primary teacher exam model test and also primary assistant teacher question and solved 2016

Primary Teacher Exam Question Solution is available on our Facebook Page if you are interested in Check the Primary Teacher Exam Question Solution Then visit our Facebook Page Right Now Our Facebook page Address and www.educationinbd.com. Primary exam All Questions Solution are Given on Our Facebook Page.-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

we published a post about the Primary Assistant Teacher Syllabus and DPE Teletalk admit card, if you want to read this post then click on here- Primary Assistant Teacher Job Exam Date & DPE Teletalk Admit Card

we update a post about Primary School Teacher Job Circular 2018, if you want to read this post then click on here Primary School Teacher Job Circular

we recently update an article about Primary School Teacher Job Circular Update 2018, if you are interested to read this post then click on here,-Primary School Teacher Job Circular Update  Thank You So much

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group