৭ কলেজ

সাত কলেজের SIF FORM এবং Subject চয়েজ ফর্ম ফিলাপ করবেন যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের SIF FORM এবং Subject চয়েজ ফর্ম ফিলাপ করবেন যেভাবে । শিক্ষার্থীরা https://collegeadmission.eis.du.ac.bd/ ওয়েবসাইটে Login করে তাদের বিস্তারিত ফরম (SIF), কলেজ ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন। সাত কলেজের সাবজেক্ট ও কলেজ চয়েস ফরম পূরণ নির্দেশনা :

সাবজেক্ট চয়েসের বিস্তারিত ফরম পূরণ করা যাবে ০১ সেপ্টেম্বর হতে আগামী ১০ সেপ্টেম্বর  বিকাল ৪টা পর্যন্ত।।

এখন অনেকের মনেই প্রশ্ন বিস্তারিত ফরম পূরণ করতে কি কি তথ্য দেওয়া লাগবে লাগবে?
তা নিয়েই এই পোস্ট ওই অনুযায়ী প্রয়োজনীয় Documents সাথে রাখবেন।

প্রথমে ৭ কলেজের এডমিশন ওয়েবসাইটে নিজের রোল, বোর্ড দিয়ে প্রবেশ করবেন। পরীক্ষার ফল অপশনের পাশে/নিচে “বিস্তারিত ফরম” অপশনে ক্লিক করে পরের ধাপে যাবেন।

সাত কলেজের SIF FORM এবং Subject চয়েজ ফর্ম ফিলাপ করবেন যেভাবে

ধাপ ১ : “নতুন ফরম” অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সংগ্রহ করবেন। এইটা সংরক্ষণ করে রাখবেন।

ধাপ ২ : নতুন ফরম থেকে যে পাসওয়ার্ড পাবেন তা দিয়ে “পূরণকৃত” অপশনে ক্লিক করে ধাপে ধাপে বাকি ফরম পূরণ করবেন।

সাত কলেজের SIF FORM এবং চয়েজ ফর্ম ফিলাপ করবেন যেভাবে

প্রথমেই পূরণ করতে হবে “শিক্ষার্থীর বিস্তারিত তথ্য”। ফরমে আপনার নাম, ধর্ম, মোবাইল নম্বর, ইমেইল, জন্ম নিবন্ধন নম্বর, বর্তমান এবং স্থায়ী ঠিকানা ঠিক মতো পূরণ করবেন। এরপর “পরবর্তী ধাপ” অপশনে ক্লিক করবেন।
.
এইবার “পিতা-মাতার বিস্তারিত তথ্য” দেওয়া লাগবে। ফরমে পিতা-মাতার নাম, পেশা, মোবাইল নম্বর, NID নম্বর, মাসিক আয়, শিক্ষাগত যোগ্যতা ঠিক মতো পূরণ করবেন। এরপর “পরবর্তী ধাপ” অপশনে ক্লিক করবেন।


.
এইবার “স্থানীয় অভিভাবকের তথ্য” দেওয়া লাগবে। স্থানীয় অভিভাবক অবশ্যই ঢাকায় বসবাসরত কেউ থাকলে তার টা দেওয়া লাগবে। ঢাকায় বসবাসরত পিতা-মাতা থাকলে চাইলে তাদের টাও দিতে পারবেন। ফরমে তার নাম, পেশা, মোবাইল নম্বর, মাসিক আয়, সম্পর্ক, বর্তমান ঠিকানা ঠিক মতো পূরণ করবেন। এরপর “পরবর্তী ধাপ” অপশনে ক্লিক করবেন।


.
এইবার “কলেজ ও বিষয় Choice” অপশন পাবেন। এইখানে আপনি আপনার পছন্দক্রম অনুযায়ী Choice দিবেন। Choice দেওয়া শেষ হলে “নিশ্চিত করুন” অপশনে ক্লিক করবেন।


.
“নিশ্চিত করুন” অপশনে ক্লিক করার পর এতোক্ষণ যা যা তথ্য পূরণ করেছেন তা বিস্তারিত চলে আসবে। সব তথ্য ঠিক আছে কিনা তা ভালো করে চেক করে নিবেন। এরপর নিচে চলে যাবেন।
দেখবেন।

আমি নিশ্চিত করছি যে উপরের প্রদর্শিত তথ্যাবলী ও বিষয়ের পছন্দক্রম সঠিক।

সাত কলেজের SIF FORM এবং Subject চয়েজ ফর্ম ফিলাপ করবেন যেভাবে

এই অপশনে টিক চিহ্ন দিবেন। এরপর “নিশ্চিত করুন” অপশনে ক্লিক করবেন।

সাত কলেজের SIF FORM এবং Subject চয়েজ ফর্ম ফিলাপ করবেন যেভাবে

বিস্তারিত ফরমে যা যা তথ্য দিয়ে ফরম পূরণ এবং বিষয় Choice দিয়েছেন তা PDF আকারে চলে আসবে। এই PDF টি Download করে রাখবেন। কাজ শেষ। এরপর রেজাল্টের অপেক্ষা করবেন। ৫/৭ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আশা করি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply