ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ DU 7 College 1st Year Form Fill Up Circular
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ২০২২ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৭ কলেজের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২০২৩ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখুন এখানে।
ঢাবি অধিভুক্ত সাত কলেজের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলজের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ। ৭ কলেজের ২০২২ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষার ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৭-১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০, ২০২০-২১ শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন ও ২০২১ সালের অনার্স ১ম বর্ষ বিশেষ পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ। এ ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য সাত কলেজের ওয়েবসাইট (http://7college.du.ac.bd/)-থেকে জানা যাবে।
আরো পড়ুন- ৭ কলেজের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩
সাত কলেজের অনার্স ১ম বর্ষ পরীক্ষার আবেদন ফরমপূরণের সময়সীমা
পরীক্ষার্থী কর্তৃক আবেদন ফরম পূরণ শুরু ও জমাদানের শেষঃ ০৩/০৮/২০২৩ থেকে ১৬/০৯/২০২৩
কলেজ কর্তৃক ফরম নিশ্চায়ন ও ব্যাংক ড্রাফটের শেষ তারিখঃ ২৩/০৮/২০২৩
সাত কলেজের অনার্স ১ম বর্ষ ফরম পূরণ বিজ্ঞপ্তি । সাত কলেজের ২০২২ সনের ১ম বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার অংশগ্রহনেচ্ছু পরীক্ষার্থীদেরকে আগামী ৩ আগষ্ট থেকে ২০ আগষ্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আর কলেজে কর্তৃপক্ষকে আগামী ২৩ আগষ্ট তারিখের মধ্যে শিক্ষার্থীদের আবেদন ভেরিফাই করতে হবে।
অনার্স ১ম পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীঃ
• ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত শিক্ষার্থীগণ নিয়মিত এবং ২০১৯-২০২০, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থীরা ২০২০, ২০২১ সনের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তারা উক্ত পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। অনিয়মিত শিক্ষার্থীদের সকল পত্রে অংশগ্রহণ বাধ্যতামূলক।
• ২০১৮-২০১৯ শিক্ষার্থীদের ১ম বর্ষ পরীক্ষায় কোন পত্র/পত্রসমূহে “F” গ্রেড রয়েছে তারা উক্ত “F” গ্রেড প্রাপ্ত পত্র/পত্রসমূহকে আলোচ্য পরীক্ষায় অংশগ্রহণ করে অবশ্যই গ্রহণযোগ্য গ্রেডে উন্নীত করতে হবে।
• ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোন শিক্ষার্থী যদি ২০২১ সনের ১ম বর্ষ পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ না করে থাকে তাহলে উক্ত শিক্ষার্থী ২০২২ সনের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কিন্তু যদি ২০২১ সনের ১ম বর্ষ পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে থাকে তাহলে তার ২০২২ সনের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের কোন সুযোগ নাই।
• ২০২০-২০২১ শিক্ষাবর্ষের যারা ২০২১ সনের ১ম বর্ষ পরীক্ষায় কৃতকার্য হয়েছে তারা আলোচ্য পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও ২০২১ সনের ১ম বর্ষ সম্মান পরীক্ষায় সর্বমোট ৩টি পত্রে অকৃতকার্য/অনুত্তীর্ণ/অনুপস্থিত শিক্ষার্থীরাও উক্ত পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
• শিক্ষার্থীদের ক্লাসে কমপক্ষে ৭৫% উপস্থিতি থাকতে হবে। যে সকল শিক্ষার্থীর ক্লাশে উপস্থিতি ৬০%-৭৪% এর মধ্যে আছে সেই সকল শিক্ষার্থীকে “নন-কলেজিয়েট” শিক্ষার্থী হিসাবে গণ্য হবে এবং “নন-কলেজিয়েট” ফিস প্রদান করতে হবে। যে সকল শিক্ষার্থী ক্লাশে উপস্থিতি ৬০% এর কম আছে সেই সকল শিক্ষার্থীকে “ডিস-কলেজিয়েট” শিক্ষার্থী হিসাবে গণ্য হবে। “ডিস-কলেজিয়েট” শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
মানোন্নয়ন
√ কলা অনুষদের ক্ষেত্রে (D থেকে B-) গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে।
√ সামাজিক বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে (D থেকে B) গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে।
√ বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে (D থেকে C+) গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে।
√ ব্যবসায় শিক্ষা অনুষদের ক্ষেত্রে (D থেকে A-) গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ২০২২ সালের অনার্স ১ম বর্ষ ফরম পূরণ নোটিশ। ২০২২ সনের অনার্স ১ম বর্ষ অনিয়মিত, গ্রেড উন্নয়ন পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তি।
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৩ DU 7 College 1st Year Form Fill Up Circular
সাত কলেজের অনার্স ১ম বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ
• আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (7college.du.ac.bd) Form Fill-up বাটনে ক্লিক করে সাইন আপ করে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী (৭ কলেজের ওয়েবসাইটে প্রদত্ত ফরমপূরণের নির্দেশনাবলী অনুযায়ী) নিজের ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রির প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষার্থী একটি প্রিভিউ দেখতে পাবে।
• পূরণকৃত ডাটা সঠিক থাকলে অনলাইন থেকে একটি পূরণকৃত আবেদন ফরম প্রিন্ট করে নিতে পারবে। পূরণকৃত ফরমে পরীক্ষার্থীর বিষয় কোড ও পরীক্ষার বিষয় সহ পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্যাবলী উল্লেখ থাকবে। অনলাইনে ফরমপূরণে কোন শিক্ষার্থী তার প্রদত্ত তথ্যে ভুল করলে তা শিক্ষার্থী নিজেই ফরমপূরনের শেষ তারিখ পর্যন্ত সংশােধন করতে পারবে।
• শিক্ষার্থীদের প্রিন্টকৃত ফরমে কলেজ অধ্যক্ষ স্বাক্ষর করার পর ফটোকপি করে এক কপি শিক্ষার্থী সংরক্ষণ করবে এবং আরেক কপি শিক্ষার্থী স্বাক্ষর করে কলেজ কর্তৃক নির্ধারিত ডেস্কে/ সংশ্লিষ্ট বিভাগে অবশ্যই জমা দিতে হবে।
• যদি বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাবর্ষের কোন পরীক্ষার্থীর ডাটা (অনলাইনে ফরমপূরণের জন্য) সরবরাহ করা না হয়ে থাকে তবে সে ক্ষেত্রে পরীক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীর পূর্বের তথ্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের ৩২২ নং কক্ষে জানাতে পারবে।
আরো পড়ুন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের অনলাইন ফরম পূরণের নির্দেশিকা
সাত কলেজের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় প্রমোশনঃ
• গ্রেডিং পদ্ধতির সম্মান পরীক্ষায় BA, BSS, BBA এবং BSc এর ক্ষেত্রে ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য সকল কোর্সে পরীক্ষা দিয়ে অন্তত ০৩টি তত্ত্বীয় কোর্সে ন্যুনতম D গ্রেড পেতে হবে
• ০১টি কোর্সে অনুপস্থিত থেকে শিক্ষার্থী অন্যান্য সকল কোর্সে পরীক্ষা দিয়ে সে সব কোর্সে ন্যুনপক্ষে D গ্রেড পেলে পরবর্তী বর্ষে প্রমোশন পাবে। পরবর্তী বছরের পরীক্ষার্থীদের সঙ্গে তাকে অনুপস্থিত বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে। ২০২১ সনের অনার্স ১ম বর্ষ (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি।