দীর্ঘ নয় মাসেও প্রকাশ হয়নি আরবি বিশ্ববিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষার্থীর ফলাফল
দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি আরবি বিশ্ববিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষার্থীর ফলাফল। পরীক্ষার ৯ মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশে গড়িমসির শেষ নেই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাগুলোর। যার ফলে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়।
২০১৯ এর নভেম্বরের ৭ তারিখে ফাজিল (স্নাতক) পাসের ১ম, ২য় এবং ৩য় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে বা দেরি হওয়ার কারণ সম্পর্কে কোনো তথ্যই জানাচ্ছে না কর্তৃপক্ষ। একই অভিযোগ ফাজিল অনার্স পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও। তারাও বলছেন, ফাজিল স্নাতক ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে গত বছরের অর্থ্যাৎ ২০১৯ সালের ডিসেম্বরের ৮ তারিখে।
এরপর আজ অবধি ৮ মাস ২৮ দিন পার হলেও ফাজিল অনার্স পরীক্ষার ফলাফলের কোন খবর মিলছে না। তবে আগামী ৭ সেপ্টেম্বর (সোমবার) দশমাস পর ফাজিল (স্নাতক) পাস পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে তার কোন নিশ্চয়তা নেই।
এমন পরিস্থিতিতে ফলাফল প্রকাশের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করছে শিক্ষার্থীরা।ফলাফল না প্রকাশ করায় শিক্ষার্থীদের মাঝে নানা ধরনের অভিযোগের সৃষ্টি হয়েছে। ফলাফল প্রকাশে এমন দীর্ঘ সূত্রতার ফলে বিভিন্ন চাকরিতে আবেদন করা থেকে পিছিয়ে পড়াসহ শিক্ষার্থীদের মাঝে হতাশাও বাড়ছে। এমন সমস্যার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন শিক্ষার্থীরা।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হবে এ বিষয়ে জানতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সিরাজ উদ্দিন আহমাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন এবং ফোন কেটে দেন।