ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: উপাচার্যদের নিয়ে কাল ইউজিসির বৈঠক

করোনার কারণে, এইচএসসি বাতিল হলেও, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হচ্ছেই এবং তাতে শিক্ষার্থীদের সশরীরেই অংশ নিতে হবে। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বিষয়ে কাল রবিবার (১৩ ডিসেম্বর) উপাচার্যদের নিয়ে বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।

গুচ্ছ ভর্তি বিষয়ে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই এর পক্ষে নিজেদের অবস্থানও জানিয়েছে। অবশ্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় ইউজিসি জানিয়ে দিয়েছে, ভর্তি পরীক্ষা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল বা ডিনস কমিটি নিজ নিজ পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে।

এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ‘পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল বা ডিনস কমিটি যে সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। আর যাঁরা সিদ্ধান্ত নিতে পারছে না, তাঁরা চাচ্ছে ইউজিসি কিছু বলুক। এ জন্য আগামী ১৩ ডিসেম্বর উপাচার্যদের সঙ্গে বৈঠক ডেকেছি। বিশ্ববিদ্যালয়গুলো যদি নিজেদের মতো সিদ্ধান্ত নেয়, তাহলে বাস্তবায়ন সহজ।’

এদিকে এইচএসসির ফলাফল কোন পদ্ধতিতে হবে, সে সিদ্ধান্ত এসে গেছে। এখন দুশ্চিন্তা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি নিয়ে। পরীক্ষা হবে কিনা, হলেও কোন প্রক্রিয়ায় হবে সে প্রশ্ন শিক্ষার্থীদের মনে। তবে শিগগিরই ভর্তি পরীক্ষার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়গুলো।

ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বুয়েট আগে থেকেই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় রাজি ছিলো না। তাই এই পাঁচটিকে বাদ দিয়ে ৩৪টির জন্য কেন্দ্রীয় পদ্ধতি চালু করার উদ্যোগ নিয়েছিলো ইউজিসি।

জানা গেছে চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। জেএসসি-এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের আলোকে এইচএসসির ফল ঘোষণা করা হবে। এরপরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলো। তবে এর আগেই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply