চলতি বছরের পাঠ্যবই শিক্ষার্থীদের সংরক্ষণ করতে হবে
চলতি বছরের পাঠ্যবই নষ্ট না করে শিক্ষার্থীদের কাছেই তা সংরক্ষণ করতে হবে। গতকাল মঙ্গলবার( ১০ নভেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ আগামী ২০২১ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণির শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে কিছু কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। উক্ত কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণির পাঠ্যপুস্তক (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত ২০২০ সালের পাঠ্যপুস্তক) প্রয়োজন হতে পারে।
এ কারণে সকল শিক্ষার্থী যেন তাদের বর্তমান শ্রেণির পাঠ্যপুস্তকসমূহ নিজেদের কাছে সংরক্ষণ করে এ ব্যাপারে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা প্রয়োজন। এছাড়াও সরকার কর্তৃক বিনামূল্যে দেয়া পাঠ্যবইগুলো সংরক্ষণের বিষয়টি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিশ্চিত করতে হবে।