জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

৫টি শর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা গ্রহণের অনুমতি

৫টি শর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর পরীক্ষা গ্রহণ প্রসঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের (বিশেষ) পরীক্ষার রেজাল্ট প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহে নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা প্রেরণ সংক্রান্ত নোটিশ

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাস প্রাদুর্ভাবের ফলে সরকারি নির্দেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিম্নোক্ত নির্দেশনা প্রতিপালন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষা গ্রহণের বিষয়ে অনাপত্তি প্রদান করা হলাে:

• মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে;
• প্রতিদিন পরীক্ষা শুরু করার পূর্বে অবশ্যই প্রতিটি পরীক্ষা কক্ষ/টয়লেট/আঙ্গিনা/রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে হবে;
• প্রবেশপথে প্রত্যেক পরীক্ষার্থীকে থার্ম্যাল স্ক্যানার/থার্মোমিটার দিয়ে শরীরে তাপমাত্রা পরীক্ষা করতে হবে।
• পরীক্ষা কক্ষে ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সকলকে মাস্ক (সার্জিক্যাল মাস্ক অথবা তিন পরত (স্তর) বিশিষ্ট কাপড়ের মাস্ক, যা নাক ও মুখ ভালােভাবে ঢেকে রাখবে ব্যবহার করতে হবে;
• পরীক্ষা কক্ষের বাইরে হাত ধােয়ার ব্যবস্থা অথবা কক্ষের ভিতরে হ্যান্ড স্যানিটাইজার মানিটাইজার সংরক্ষণ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা গ্রহণ প্রসঙ্গ বিজ্ঞপ্তি ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়

এর আগে মহামারী করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া অনার্স ৪র্থ বর্ষ ও বিএড, বিবিএ, সিইসি, ইসিই ও অনার্স প্রফেশনাল কোর্সের ৮ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাই এসব পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহ্বান

জানা গেছে মাঝপথে থেমে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতকের (সম্মান) অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী জানুয়ারিতে নেয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। চলমান করোনা পরিস্থিতির অবনতি না হলে মধ্য জানুয়ারির পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার সময়সূচী তৈরির কাজ শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply