জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী পাচ্ছেন ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড পাচ্ছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সেরা ফলাফলধারী ৩০ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এরমধ্যে স্নাতক (সম্মান) কোর্সে ২৬ জন আর স্নাতক (পাস) কোর্সে ৪ জন।

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড

আগামী ১০ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি এই শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সনদ ও অর্ধভরি করে গোল্ড মেডেল প্রদান করা হবে।

জুম এর মাধ্যমে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: ফয়জুল করিম জানান, ভাইস চ্যান্সেলর’স এওয়ার্ড পাওয়ার শর্তের মধ্যে রয়েছে শিক্ষার্থীকে অবশ্যই কলেজে নিয়মিত শিক্ষার্থী হতে হবে, স্ব স্ব বিভাগে শিক্ষার্থীকে নূন্যতম ৩. ৫০ স্কোর করতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ স্কোরধারীই ভাইস চ্যান্সেলর’স এওয়ার্ড পাওয়ার বিষয়ে নির্বাচিত হবেন।

ভাইস-চ্যান্সেলর’স এওয়ার্ডপ্রাপ্ত স্নাতক (সম্মান) কোর্সের ২৬ শিক্ষার্থী হলেন-সাজেদুর রহমান (পরিসংখ্যান, রাজশাহী কলেজ), জুঁই সেন (পদার্থ বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ), আবু তাকী (আরবি, সরকারি আজিজুল হক কলেজ), শাহানাজ আক্তার (গণিত, সরকারি তোলারাম কলেজ), মোছা. মাহফুজা খাতুন (রসায়ন, সরকারি মাইকেল মধুসূদন কলেজ), তনয়া খানম (প্রাণিবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), তন্ময় বৈদ্য (সংস্কৃত, বরিশাল ব্রজমোহন সরকারি কলেজ), নাওসাবা বুলিয়া (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, লালমাটিয়া মহিলা কলেজ), প্রিসিলা পারভীন প্রভা (ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ঢাকা সিটি কলেজ) , মোসা. হাবিবা খাতুন হাসি (উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ), সাদিয়া রহমান (সমাজকর্ম, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), উজ্জ্বল হোসেন (ইসলামিক স্টাডিজ, সরকারি আজিজুল হক কলেজ), তহমিনা আফরোজ বন্ধন (প্রাণরসায়ন, তেজগাঁও কলেজ), মৌসুমী খাতুন (মনোবিজ্ঞান, রাজশাহী কলেজ), মাহামুদা আক্তার (মার্কেটিং, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ), হাসনাত জাহান ইভা (হিসাববিজ্ঞান, মাদারীপুর সরকারি কলেজ), সম্পা রানী (অর্থনীতি, দিনাজপুর সরকারি কলেজ), মোছা. কুইনআরা (সমাজবিজ্ঞান, মাগুরা নাজির আহমেদ কলেজ), শোয়েব আহমেদ (মৃত্তিকাবিজ্ঞান, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ), মোসা. মৌসুমী আক্তার (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, লালমাটিয়া মহিলা কলেজ), তানিয়া নাসরিন (রাষ্ট্রবিজ্ঞান, নওগাঁর চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ), পূজা দত্ত (ব্যবস্থাপনা, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ), লিমা সিদ্দিক (গার্হস্থ্য অর্থনীতি, কুমুদিনী সরকারি কলেজ), তাসনিম আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ), নাছরিন আক্তার (বাংলা, নোয়াখালী সরকারি কলেজ) আর স্নাতক (পাস) কোর্সের ৪ জন হলেন-জবাশ্রী তালুকদার (চট্টগ্রাম হাটহাজারী কলেজ), মোছা. রক্সিমা খাতুন (রাজশাহীর ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ), সীমা আক্তার (কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা কলেজ) , নাবিলা (শরীয়তপুরের এম. এ রেজা কলেজের)।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *