ঢাবি ভর্তিতে আবেদনের যোগ্যতা বাড়ছে, জিপিএর ওপর নম্বর কমছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন আগামী ৮ মার্চ থেকে শুরুর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। প্রস্তাব অনুযায়ী এবার সব ইউনিটে আবেদনের যোগ্যতা বাড়ানো হয়েছে। পাশাপাশি জিপিএর ওপর নম্বর কমছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অনেক ভালো হওয়ায় আবেদনের যোগ্যতায় এই পরিবর্তন আনার প্রস্তাব করেছে ডিনস কমিটি।
আরো পড়ুন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১ মে থেকে শুরু
নতুন প্রস্তাব অনুযায়ী এবার ‘ক’ ইউনিটে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৮.৫০। ‘খ’ ও ‘গ’ ইউনিটের ক্ষেত্রে জিপিএ-৮.০০ থাকতে হবে। ‘চ’ ইউনিটের জন্য ৭.০০ আর ‘ঘ’ ইউনিটের জন্য নিজ নিজ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) যোগ্যতা বহাল রাখতে হবে। তবে কোনো পরীক্ষাতেই আলাদাভাবে জিপিএ ৩.৫০ এর নিচে পাওয়া যাবে না।
যদিও ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৮.০০ ছিল। আর ‘খ’ ইউনিটে ৭.০০, ‘গ’ ইউনিটে ৭.৫০ এবং ‘চ’ ইউনিটের জন্য ৬.৫০ ছিল।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, করোনা ভাইরাসের কারণে এবার ভর্তি আবেদনের যোগ্যতায় পরিবর্তন এসেছে। এবার ‘ক’ ইউনিটে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৮.৫০ থাকতে হবে। ‘খ’ ইউনিটে ৮.০০, ‘গ’ ইউনিটে ৮.০০ এবং ‘চ’ ইউনিটের জন্য ৭.০০ থাকতে হবে।
এদিকে ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালিয়ের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ২০ নম্বর রাখা হয়েছে। এছাড়া লিখিত অংশের জন্য ৪০ এবং এমসিকিউয়ের ওপর ৬০ নম্বরের প্রশ্ন রাখার প্রস্তাব করেছে ডিনস কমিটি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব করা হয়েছে।
ডিনস কমিটির একাধিক সদস্য জিপিএর ওপর ২০ নম্বর রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জেনারেল এডমিশন কমিটির সভায় এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক হাসানুজ্জামান মঙাগলবার রাতে বলেন, ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর নম্বর না থাকার বিষয়টি সঠিক নয়। জিপিএর ওপর ২০ নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ডিনস কমিটির এক সদস্য বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবদেন ৮ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ১ এপ্রিল পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। এটি ভর্তি কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।
আরো পড়ুন- পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
তিনি আরও বলেন, আগামী ২১ মে ক ইউনিটের পরীক্ষা মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে।
এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২১ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জেনারেল এডমিশন কমিটির বৈঠকে এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।