মার্চে স্কুল-কলেজ খুললেও খুলছে না বিশ্ববিদ্যালয়
স্কুল-কলেজ খোলার জন্য পরিবেশ পর্যালোচনা করে আগামী ৩০ মার্চ প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্কুল-কলেজ খোলার ঘোষণা আসলেও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে আগামী ২৩ মে পর্যন্ত বন্ধই থাকছে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
আরো পড়ুন- সকল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ঈদুল ফিতরের পর
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে স্কুল-কলেজ খোলার জন্য পরিবেশ পর্যালোচনায় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি স্কুল-কলেজ খোলার ঘোষণা দেন।
জানা গেছে, আন্ত:মন্ত্রণালয়ের এই সভা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে হলেও সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে কোনো আলোচনাই হয়নি। ফলে পূর্বে শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন সে অনুযায়ীই বিশ্ববিদ্যালয় খোলা হবে।
গত সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ঈদের পর ২৪ মে থেকে। এ অবস্থায় স্কুল-কলেজ কবে খুলবে, সেটি নিয়ে আজ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, আজকের সভায় বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত হয়নি। মাননীয় মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৪ মে থেকেই বিশ্ববিদ্যালয় খুলবে।
বৈঠকে অংশ নেয়া এক কর্মকর্তা বলেন, শিক্ষকদের করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে। টিকা কার্যক্রম সম্পন্ন হতে আরও কিছু সময় লাগতে পারে। যে কারণে ছুটি বাড়িয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন- ২৪ মে পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী
উল্লেখ্য যে, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এর আগে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়িয়ে ঘোষণা করা হয়েছিলো। শেষ বারের মত ২৯ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ মার্চ থেকে স্কুল কলেজ খোলার ঘোষণা দেওয়া হয়েছে।