জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংস্কার আনতে যাচ্ছি: উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংস্কার আনতে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস যদি সংস্কার করতে পারি, বাংলাদেশের রেমিট্যান্স বর্তমানে ৫০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে পারবো।
৯ ডিসেম্বর ঢাকা মহানগর মহিলা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় রাজনীতিবিদদের কলেজের মধ্যে এনে কলেজগুলোকে ধ্বংস করে দিয়েছে। এটাই কি মুক্তিযুদ্ধের আদর্শ? এই কারণে মুক্তিযুদ্ধ হয়েছিলো? একেকটা কলেজকে কেন্দ্র করে রাজনীতি এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলো যেনো জমিদার। স্থানীয় নেতারা কলেজে জমিদারি করবে সেটা আমরা আর সহ্য করবো না।
উপাচার্য আরো বলেন, এমন একটা সময়ে আমরা শিক্ষাব্যবস্থার দায়িত্ব নিয়েছি যখন বাংলাদেশের শিক্ষাব্যবস্থা একদম এলোমেলো অবস্থায় ছিলো। দুই মাসের চেষ্টায় দুই হাজারের ওপরে প্রতিষ্ঠানের গভর্নিংবডি ঠিক করা চাট্টিখানি কথা না, এই একটা কলেজের গভর্নিংবডি ঠিক করতে আমার কী অবস্থা হয়েছিলো তা কেউ জানে না। আমি বলতে চাই, রাজনীতি করতে গেলে কলেজের বাইরে করবেন, কলেজের ভিতরে না। শিক্ষকদের দল রাজনীতি করতে হলে কলেজের বাইরে করবেন, ভিতরে না।