আলিম পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ Alim Exam Form Fill Up Circular PDF
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ডের ২০২৪ সালের আলিম পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে Alim Exam Form Fill Up Circular PDF । মাদ্রাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে আলিম পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করা হয়। আলিম পরীক্ষা-২০২১ এর ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখুন এখানে।
আলিম পরীক্ষার ফরম পুরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে প্রদান করতে হবে। আলিম পরীক্ষার অনলাইনের ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ১২ মে পর্যন্ত বাড়ানো হলো। ফি পরিশোধ করা যাবে ৬ মে পর্যন্ত। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ৭ মে থেকে শুরু হয়ে চলবে ১২ মে পর্যন্ত। ফি পরিশোধ করা যাবে ১৩ মে পর্যন্ত।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড, ঢাকা এর অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষার (Online এ ফরম পূরণ, প্রয়ােজনীয় ফি প্রদান করার নিয়মাবলি ও তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন- এইচএসসি পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীগণ আবেদন ফরম পুরণ করতে পারবে। কোন পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোন বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে উক্ত বিষয়/বিষয়সমূহের পরীক্ষা কোনরূপ যােগাযােগ ছাড়াই বাতিল করা হবে।
নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়ে অকৃতকার্য, শুধু আবশ্যিক বিষয়ে অকৃতকার্য, প্রাইভেট পরীক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী অর্থাৎ সকল ধরণের পরীক্ষার্থীকে অবশ্যই ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ ব্যতিত পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের সুযােগ নেই।
পরীক্ষার্থী বা তার অভিভাবক এ বছর সােনালী ব্যাংকের অনলাইন “Payment System” এর মাধ্যমে ঘরে বসেই বাের্ড ফি, কেন্দ্র ফি এবং প্রতিষ্ঠানের পাওনা পরিশােধ করবেন। ফি পরিশােধ করার বিস্তারিত বিবরণ ও নির্দেশিকা বাের্ডের ওয়েবসাইটে থাকবে, সােনালী ব্যাংক ও সংশ্লিষ্ট মােবাইল ফিনাপশিয়াল সার্ভিস (MFS) প্রদানকারী প্রতিষ্ঠান যেমন- Nagad, bKash, Rocket, SureCash, Upay ফি পরিশােধ সংক্রান্ত নিয়মাবলী বিভিন্ন মাধ্যমে প্রচার করবে।
Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (Probable List) প্রদর্শন: শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা মাদ্রাসা শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.bmeb.gov.bd) এ ১১/০৮/২০২১ তারিখে প্রকাশ করা হবে। নিম্নবর্ণিত প্রক্রিয়ায় উক্ত সম্ভাব্য তালিকা হতে ০৭/০৫/২০২৪ থেকে ১২/০৫/২০২৪ তারিখের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে এবং পরীক্ষার্থী কর্তৃক ২৪/০৫/২০২৪ তারিখের মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে।
আলিম পরীক্ষার পরীক্ষার্থীর করণীয়:
SMS এর মাধ্যমে পরীক্ষার্থীর নাম, আলিমের রেজিস্ট্রেশন নম্বর, দাখিল রােল, বাের্ড ফি, কেন্দ্র ফি ও প্রতিষ্ঠানের পাওনাসহ সর্বমােট ফি আলাদা আলাদাভাবে জানতে পারবে এবং পরীক্ষার ফি পরিশােধের জন্য একাধিক পদ্ধতি দেখতে পাবে।
পরীক্ষার ফি পরিশােধের পদ্ধতি:
SMS এ প্রাপ্ত LINK ব্যবহার করে অথবা সােনালী ব্যাংকের সােনালী ই-সেবা(Sonali cSheba) অ্যাপ ব্যবহার করে সােনালী সেবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরীক্ষার সর্বমােট ফি পরিশােধ করতে পারবে। এছাড়া বাের্ডের ওয়েবসাইটেরক (www.bmeb.gov.bd) Student Panel থেকেও সােনালী সেবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরীক্ষার সর্বমােট ফি পরিশােধ করতে পারবে।
উক্ত তিনটি পদ্ধতিতে ঘরে বসেই সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে Nagad, bKash, Rocket, SureCash, Upay, Sonali Wallet ইত্যাদি যে কোন একটি মাধ্যম ব্যবহার করে পরীক্ষার ফি প্রদান করতে পারবে। তাছাড়া যে কোন Visa, Master Card, American Express, Dbbl nexus ব্যবহার করেও পরীক্ষার ফি পরিশোধ করা যাবে।
এছাড়া সােনালী ব্যাংকের একাউন্টধারীরা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবে।এক্ষেত্রে সােনালী ব্যাংক এবং মােবাইল ফিনান্সশিয়াল সার্ভিস (MFS)এর সার্ভিস চার্জও (বাের্ড কর্তৃক নির্ধারণকৃত) অপারেটর কেটে নিবে। যে অপারেটরের মাধ্যমে ফি পরিশােধ করা হবে সেই অপারেটরের সংশ্লিষ্ট একাউন্টে/ওয়ালেটে বাের্ড ফি, কেন্দ্র ফি ও প্রতিষ্ঠানের পাওনা এবং সার্ভিস চার্জসহ সর্বমােট টাকার ন্যূনতম ব্যাল্যান্স থাকতে হবে।
পেমেন্ট করার পর পরীক্ষার্থীকে তার ফরম পূরণ সম্পন্ন হয়েছে মর্মে একটি SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে। কোন কারিগরি ক্রুটির কারণে পরীক্ষার্থী SMS না পেলে বাের্ডের ওয়েবসাইটে Student Pancl থেকে তার ফরম পূরণের Status যে কোন সময় দেখতে পাবে। প্রতিষ্ঠানকর্তৃক নির্বাচিত পরীক্ষার্থীরাই ফরম পূরণের জন্য ফি জমা দিতে পারবে।
বিঃদ্র: নির্ধারিত সময়ের মধ্যে কোন পরীক্ষার্থী ফি পরিশােধ করতে ব্যর্থ হলে তার ফরম পূুরণ সম্পন্ন হয়নি বলে গণ্য হবে।
আলিম পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৪ Alim Exam Form Fill Up Circular PDF
এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত
• যে সকল পরীক্ষার্থী ২০১৮/২০১৯ সালের আলিম পরীক্ষায় এক বা একাধিকবার অংশগ্রহণ করে এক/দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য/অনুপস্থিত হয়েছিল, রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২১ সালে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষায় অবশিষ্ট অকৃতকার্য/অনুপস্থিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার্থীগণ ইচ্ছা করলে এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ না করে নিয়মিত পরীক্ষার্থীর ন্যায় গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষার জন্য ফরম পূরণ করতে পারবে।
• যে সকল পরীক্ষার্থী ২০১৮/২০১৯ সালের আলিম পরীক্ষায় একদুই বিষয়ে অকৃতকার্য/অনুপস্থিত হয়ে ২০১৮/২০১৯ সালে আলিম পরীক্ষায় ঐ একদুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণকালে বহিস্কার অথবা অভিযুক্ত হয়েছে এবং শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মােতাবেক ২০১৮/২০১৯/২০২০ সালের পরীক্ষা বাতিল হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২১ সালের সকল বিষয়/এক/দুই বিষয়ের পরীক্ষার জন্য করম পূরণ করতে পারবে।
(বিদ্র: ব্যবহারিক পরীক্ষার মূল্যায়ন ব্যবহারিক নােটবুক হতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রদান করা হবে)
২০২১ সালের আলিম পরীক্ষায় ৪র্থ বিষয়ের সুবিধা সংক্রান্ত :
পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় উল্লিখিত শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং-শিম/শাঃ১০/৭ পরীক্ষা২(গ্রেডিং)/২০০২/৬১০, তারিখ: ০৪/০১/০৩ এর ১(এঞ) এ বর্ণিত নিয়ম মােতাবেক ২০২১ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীপণকে ৪র্থ বিষয়ের সুবিধা প্রদান করা হবে।
রেজিস্ট্রেশন ও সেশন সংক্রান্ত :
• ২০১৬-১৭ সেশনের পূর্বের রেজিষ্ট্রেশনধারী কোন পরীক্ষার্থী ২০২১ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে ২০১৫-১৬ সেশনের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নবায়ন করে এক বিষয়ের (প্রযােজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
• পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় সম্পর্কে নিশ্চিত হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সকল প্রতিষ্ঠান প্রধানকে বিশেষভাবে অনুরােধ করা হলাে।
রেজিষ্ট্রেশন নবায়ন সংক্রান্ত
যে সকল পরীক্ষার্থী ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের আলিম পরীক্ষার যে কোন এক বা একাধিক বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ের (চতুর্থ বিষয় বাদে) পরীক্ষায় অকৃতকার্য হয়েছে এবং যে কোন কারণে তারা ২০১৮ ও ২০১৯ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অথচ তাদের ২০২০ সালে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে তারাও অতিরিক্ত ১০০/-(একশত) টাকা নবায়ন ফি বাের্ড ফি’র সাথে পরিশােধ করে শুধু একবারের জন্য রেজিস্ট্রেশন নবায়নপূর্বক ২০২১ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
রেজিস্ট্রেশন নবায়নকৃত পরীক্ষার্থীর নবায়ন ফি বাবদ অর্থ ফরম পূরণের (eFF) ফি এর সাথে গ্রহণ করা হবে বিধায় নবায়নকৃত পরীক্ষার্থীকে আলাদাভাবে নবায়ন ফি বাবদ অর্থ প্রদান করতে হবে না।
বি.দ্র, : দুই বা ততােধিক বিষয়ে অকৃতকার্য থাকলে কখনই রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না।
জিপিএ উন্নয়ন হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত :
রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অব্যবহিত পরের বছরেই আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে; এক্ষেত্রে যে সকল পরীক্ষার্থী ২০২০ সালের আলিম পরীক্ষায় জিপিএ ৫.০০ (পাঁচ) এর কম পেয়েছে তারা জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে নিয়মিত পরীক্ষার্থীর ন্যায় নির্বাচিত বিষয়ে পরীক্ষা দিতে হবে। জিপিএ উন্নয়নের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না।
একদুই বিষয়ের অকৃতকার্য যে সকল পরীক্ষার্থী ২০২০ সালের আলিম পরীক্ষার ফরম পুরণ করে প্রবেশ পত্র পেয়েছে এবং উত্তীর্ণ হয়েছে তারা জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
২০২১ সালের আলিম পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি। মাদ্রাসা শিক্ষাবোর্ডের ২০২১ সালের আলিম পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২১। আলিম পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ ২০২১।
Pingback: Alim Exam Form Fill Up Notice 2021 Madrasah Board - Educations in Bd