রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। Rangpur University of Science and Technology will be established, said the Minister of Education. Dipu Moni. He was speaking to reporters at the Rangpur Circuit House premises on Saturday (November 20) morning.
দুপুরে তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর বিভাগীয় অঞ্চলের শিক্ষকদের নিয়ে ‘শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
২০০১ সালে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস করা হয়। সেই আইন মোতাবেক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ক্ষমতার পালাবাবদলের পর সেই বিশ্ববিদ্যালয়টি রংপুর থেকে সরিয়ে নেওয়া হয়।
আওয়ামী লীগ টানা তিনবারের মতো সরকারে রয়েছে, এ অবস্থায় রাজনৈতিক প্রতিশ্রুত রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। তবে এখন সেটি কি অবস্থায় আছে জানি না। ঢাকায় গিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন করে বেসরকারি কলেজে অনার্স কোর্স খোলার বিষয়ে সরকারের নিষেধ আছে। তবে, বেসরকারি কলেজগুলোর অনার্স-মাস্টার্সের শিক্ষকদের এমপিওর বিষয়ে কথাবার্তা হচ্ছে।
শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সিংহভাগ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের। কাজেই তাদের কী করে অনেক বেশি কর্মমুখী শিক্ষা দিয়ে তৈরি করা যায়, সেই লক্ষ্যে কাজ হচ্ছে। তিনি বলেন, ‘আমরা সনদধারী বেকার তৈরি করতে চাই না। লেখাপড়া শেষ করে বেকার থাকবে- এমন ধরনের শিক্ষাব্যবস্থা চাই না।’
মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরও উন্নত হবে। চতুর্থ শিল্পবিপ্লবের যেসব চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের কীভাবে প্রস্তুত করা যায়, সে বিষয়ে ভাবছি।’
করোনা মহামারির কারণে শিক্ষার্থী উপস্থিতি এখনো ৭০ শতাংশ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অভিভাবকেরা এখনো তাদের ছেলেমেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে চান না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে শিক্ষাব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষামন্ত্রী পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর অডিটোরিয়ামে এক কর্মশালায় অংশ নিয়েছেন। তাঁর সঙ্গে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন আনোয়ার হোসেনসহ অনেকে।