জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা শুরু ১০ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেডউন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব(আইসিটিসহ) পরীক্ষা ১০ মে ২০২২ তারিখ হতে অনুষ্ঠিত হবে।

কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ও সময়সূচী পরিবর্তন করতে পারবে। সময়সূচী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd)-এ পাওয়া যাবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২০১৯ সালের মার্স্টাস শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা ১০ মে ২০২২ তারিখ হতে অনুষ্ঠিত হবে। মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা চলবে ১৫ জুন ২০২২ পর্যন্ত। মাস্টার্স শেষ পর্বের প্রতিটি পরীক্ষা দুপুর ১ টা ৩০ এ আরম্ভ হয়ে প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল পর্যন্ত চলবে৷

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন

পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালের ওয়েব সাইট www.nu.ac.bd তে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কেন্রে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব-স্ব কলেজের অধ্যক্ষগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে ডাউন লােড করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করবেন।

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানাে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় জেনে নেয়ার দায়িত্ব সম্পূর্ণ ভাবে পরীক্ষার্থীদের।

তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর প্রদত্ত পরীক্ষার্থীদের রােল বিবরণীর একটি কপি এবং কেন্দ্র ফি বাবদ কলেজে আদায়কৃত সমুদয় অর্থের পরীক্ষার্থী প্রতি ৩০০ (তিনশত) টাকা নির্ধারিত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিতে হবে।

শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের ক্ষেত্রে স্ব স্ব কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন এবং পিতার নাম অবশ্যই যাচাই করে বিতরণ করবেন। শিক্ষার্থীদের একজনের প্রবেশপত্র যেন অন্য জনের হাতে না যায় সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

পরীক্ষা অনুষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্য নির্দেশনা যথাযথ ভাবে অনুসরণ করতে হবে। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়ােজনে কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে ভেন্যুকেন্দ্রে পরীক্ষা নেয়া যাবে।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply