পরীক্ষা খবরশিক্ষক নিবন্ধনশিক্ষা নিউজ

NTRCA নিবন্ধন দিয়ে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বেতনের তালিকা

NTRCA নিবন্ধন দিয়ে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বেতনের তালিকা নিম্নে দেয়া হলো। নিবন্ধন(NTRCA) কর্তৃক নিয়োগ পেলে কত টাকা বেতন এবং সুযোগ-সুবিধা পাবেন:

১. লেকচারার:কলেজ (নবম গ্রেড)
• মূল বেতন: ২২,০০০/=
• বাড়ি ভাড়া: ১,০০০/=
• চিকিৎসা ভাতা: ৫০০/=
সর্বোমোট: ২৩,৫০০/=

অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
• মূল বেতন ৩৫,০০০/=
• বাড়িভাড়া ১০০০/=
• চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোট ৩৬,৫০০/=

প্রিন্সিপাল হলে
• বেতন ৫০,০০০/=
• বাড়িভাড়াঃ:১,০০০/=
• চিকিৎসা ভাতা: ৫০০/=
সর্বমোট: ৫১,৫০০/=

২. সহকারী শিক্ষক: স্কুল (এগারো গ্রেড)
• মূল বেতন: ১২,৫০০/
• বাড়ি ভাড়া: ১,০০০/
• চিকিৎসা ভাতা: ৫০০/
সর্বমোট: ১৪,০০০/

যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে –
• মূল বেতন ১৬,০০০/=
• বাড়ি ভাড়া: ১,০০০/=
• চিকিৎসা ভাতা: ৫০০/=
সর্বমোট: ১৭,৫০০/=

নোট:শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)

৩. জুনিয়র শিক্ষক:স্কুল-২ (ষোলো গ্রেড)
• মূল বেতন: ৯,৩০০/
• বাড়ি ভাড়া: ১,০০০/
• চিকিৎসা ভাতা: ৫০০/
সর্বমোট: ১০,৮০০/

উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন। মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।

এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।
উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

নিবন্ধনধারীদের উদ্দেশে এনটিআরসিএ’র নোটিশ
বি.দ্র: চাকুরীজীবন সমাপ্তিতে এককালীন অর্থের জন্য বেতনের কিছু অংশ কেটে রেখে দিবে। একজন এমপিওভুক্ত শিক্ষক দুই রকমের এককালীন টাকা পাবে। একটি গ্রাচুইটি, অন্যটি কল্যান ট্রাস্টের।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply