জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর বিস্তারিত তারিখ ভেন্যু ও সময়সূচি

আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’ এর বিস্তারিত তারিখ ভেন্যু ও সময়সূচি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের স্নাতক (পাস ও সম্মান), স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশব্যাপী ‘আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে অধিভুক্ত কলেজসমূহের ইভেন্টওয়ারী প্রতিযোগীবৃন্দকে নিজ নিজ কলেজ অধ্যক্ষের মাধ্যমে পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় ভেন্যু কলেজের অধ্যক্ষের নিকট নিম্নোক্ত ছক অনুযায়ী ইভেন্টওয়ারী নামের তালিকা, কলেজ পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৮ই জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

এর একটি অনুলিপি registrar_nu92@yahoo.com, council@nu.edu.bd এবং phy.edu.nu@gmail.com ই-মেইলে প্রেরণ করতে হবে। প্রতিযোগিতা অনুষ্ঠানের তারিখ ও ভেন্যু দেয়া হলো।

• উপজেলা পর্যায়ে। ২২/০২/২৩ থেকে ২৯ / ০১ / ২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে:

• জেলা পর্যায়ে ০৬/০২/২০২৩ থেকে ১৩/০২/২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে:

•  বিভাগীয় পর্যায়ে ২০/০২/২৩ থেকে ২৮/০২/২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

• চূড়ান্ত প্রতিযোগিতা: ০৩/০৩/২০২৩ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হবে।

• পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: ০৪/০৩/২০২৩ তারিখ ঢাকায় অনুষ্ঠিত

প্রতিযোগিতার ইভেন্টসমূহ নিম্নরূপ:

সংস্কৃতি প্রতিযোগিতা: ক) রবীন্দ্র সঙ্গীত খ) নজরুল সঙ্গীত গ) দেশাত্মবোধক গান ঘ) লোকগীতি, ৫) আবৃত্তি চ) একক বা দ্বৈত অভিনয় ছ) নৃত্য (একক) জ) সৃজনশীল দলীয় নৃত্য এবং ঝা) উপস্থিত বক্তৃতা।

ক্রীড়া প্রতিযোগিতা (ছেলে ও মেয়েদের ক্ষেত্রে আলাদাভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে):

ক) ১০০ মিটার দৌড় খ) ২০০ মিটার দৌড় গ) লং জাম্প ঘ) হাই জাম্প ৫) শট পুট চ) চাকতি নিক্ষেপ হু) ফুটবল জ) ক্রিকেট ঝা) ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ট) হকি ঠ) দাবা ড) হ্যান্ডবল ঢ) ক্যারাম গ) ভলিবল ও বাস্কেটবল খ) সাঁতার (ফ্রিস্টাইল ও ব্রেস্টস্ট্রোক) এবং ন) কাবাডি। “সাঁতারের ক্ষেত্রে নিকটস্থ ক্রীড়া কমপ্লেক্সের সাথে যোগাযোগ করে প্রতিযোগিতার ব্যবস্থা নেয়া যেতে পারে।

বিতর্ক প্রতিযোগিতা: দলীয় বিতর্ক নির্ধারিত বিষয়ে।

আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর বিস্তারিত তারিখ ভেন্যু ও সময়সূচি



 উপজেলা পর্যায়ে ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক অধিভুক্ত কলেজসমূহ নিজ ব্যয়ে ও নিজ উদ্যোগে প্রতিযোগিতা আয়োজন করবে। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অধিভুক্ত কলেজের ইভেন্টওয়ারী প্রতিযোগীদের মধ্যে ১ম স্থান অধিকারী/দলের নাম প্রতিযোগিতা সমাপ্ত হওয়ার পরপরই নিজ উদ্যোগে ও নিজ ব্যয়ে সংশ্লিষ্ট জেলার নির্ধারিত ভেন্যু কলেজ কেন্দ্রের অধ্যক্ষ বরাবর প্রেরণ করবেন এবং এর একটি অনুলিপি সেদিনই ডাকযোগে/বাহক মারফত/ e-mail: registrar_nu92@yahoo.com, council@nu.edu.bd এবং phy.edu.nu@gmail.com এর মাধ্যমে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এই ঠিকানায় প্রেরণ করবেন।

জেলা পর্যায়ে প্রতিটি অধিভুক্ত কলেজ থেকে ইভেন্টওয়ারী প্রতিযোগীদের ১ম স্থান অধিকারী / দলের নাম প্রতিযোগিতা সমাপ্ত হওয়ার পরপরই ভেন্যু কলেজের অধ্যক্ষ সংশ্লিষ্ট বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কলেজ কেন্দ্রের অধ্যক্ষ বরাবর প্রেরণ করবেন। এর একটি অনুলিপি সেদিনই ডাকযোগে/ বাহক মারফত e-mail: registrar_nu92@yahoo.com, council@nu.edu.bd এবং phy.edu.nu@gmail.com এর মাধ্যমে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এই ঠিকানায় প্রেরণ করবেন। দেশের নিম্নবর্ণিত ৬৪টি কলেজে জেলা পর্যায়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply