১৯ অক্টোবর অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত হচ্ছেনা
শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষা ক্যাডারদের আগামী ১৭ ও ১৯ অক্টোবরের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে এর ফলে ১৯ অক্টোবর অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত হচ্ছেনা। শনিবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে গত ৩ অক্টোবর শিক্ষা ক্যাডাররা একদিনের কর্মবিরতি পালন করেন। দাবি আদায় না হওয়ায় আরো তিন দিন কর্মবিরতি ঘোষণা করেন। গত বৃহস্পতিবার তাদের তিন দিনের কর্মবিরতি শেষ হয়। ওইদিনই ফের ১৭ ও ১৯ অক্টোবর কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। তবে, ‘শেখ রাসেল দিবস’ পালনের জন্য আগামী ১৮ অক্টোবরকে কর্মবিরতির বাইরে রাখা হয়। অবশ্য তার আগেই শিক্ষা ক্যাডাররা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিলেন।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি দেয়া এবং আনুপাতিক হারে প্রথম ও দ্বিতীয় গ্রেডসহ প্রয়োজনীয় পদসৃজন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর অধিদপ্তরের জন্য বিসিএস সাধারণ শিক্ষা কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস-১৯৮০ পরিপন্থী সব নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার, জেলা উপজেলায় শিক্ষা ক্যাডার পরিচালিত শিক্ষা প্রশাসন সৃষ্টি ও চাকরীর ৫ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড দেয়াসহ নানা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা কর্মবিরতি করছিলেন।