অজৈব পলিমার ও বৃহৎ অণুসমূহের রসায়ন মাস্টার্স ফাইনাল প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স
প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স
মাস্টার্স ফাইনাল,
রসায়ন
পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য-২০২৪)
অজৈব পলিমার ও বৃহৎ অণুসমূহের রসায়ন
বিষয় কোড: ৩১২৮০৭
সময়: ৪ ঘণ্টা
পূর্ণমান: ৮০
খ বিভাগ
০১. চিকিৎসাক্ষেত্রে পলিফসফাজিন পলিমারের ব্যবহার উল্লেখ কর।
০২. ঘনীভবন ও যুত পলিমারের মধ্যে পার্থক্য লেখ।
০৩. অজৈব পলিমারের বৈশিষ্ট্যগুলো লেখ।
০৪. ইলেকট্রন ঘাটতি যৌগ কী? ভাইবোরেনের (3c-2০) গঠন ব্যাখ্যা কর।
০৫. সিলিকেট ও বোরাক্সের ব্যবহার বর্ণনা কর।
০৬. অ্যাযোভাইইন প্রস্তুতির দুটি পদ্ধতি লিখ। [
০৭. চিলেটের গুরুত্ব বর্ণনা কর।
০৮. আণবিক ফটোমিক্স কী? এর বর্ণনা দাও।
০৯. সুপ্রামলিকিউলার হোস্ট-গেস্ট যৌগসমূহের শ্রেণিবিন্যাস লিখ।
১০. মানবদেহে Na ও K এর প্রধান জৈব রাসায়নিক ভূমিকা কী?
১১. শিফ-ক্ষারকের প্রয়োগ বর্ণনা কর।
১২. হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিনের মধ্যে পার্থক্য লিখ।
১৩. DNA ও RNA এর মধ্যে চারটি পার্থক্য লিখ।
১৪. SWCNT MWCNT এর মধ্যে পার্থক্য লিখ।
১৫. ন্যানোপার্টিকেলের ক্ষতিকর প্রভাব আলোচনা কর।
১৬. রোগের প্রাথমিক অবস্থা নির্ধারণে নানো-পার্টিকেলের ভূমিকা আলোচনা কর।
গ বিভাগ
০১. (ক) সালফেন প্রস্তুতির দুটি পদ্ধতি বর্ণনা কর।
(খ) ধাতব ক্লাস্টার সংশ্লেষণের দুটি পদ্ধতি সমীকরণসহ লেখ।
০২. (ক) উদাহরণসহ সিলিকেট পলিমারের শ্রেণিবিভাগ আলোচনা কর।
(খ) সম ও বিষম পলিমারের মধ্যে পার্থক্য লেখ।
০৩. (ক) P,N,CL, এর একটি প্রস্তুতি দেখাও এবং বন্ধন প্রকৃতি ব্যাখ্যা কর।
(খ) ফসফাজিন অনুর জেমিনাল এবং নন জেমিনাল বিক্রিয়া উদাহরণসহ লেখ।
০৪. (ক) ম্যাক্রোসাইক্লিক প্রভাব কী? চিলেট যৌগ বেশি স্থায়ী হয় কেন?
(খ) ধাতব চিলেটের স্থায়ীত্বের উপর প্রভাববিস্তারকারী নিয়ামকগুলোর বর্ণনা দাও।
০৫. সুগ্রামলিকুলার রসায়নের প্রয়োগ বর্ণনা কর।
০৬. ছাঁক বিক্রিয়া কী? ছাঁক বিক্রিয়ার কৌশল উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা কর।
০৭. (ক) ক্যালিক্সারিন সংশ্লেষণ বর্ণনা কর।
(খ) হোস্ট অণু হিসেবে ক্রাউন ইথারের ভূমিকা আলোচনা কর।
০৮. ক্রিস্ট্যান্ড কী? এটি কিভাবে সংশ্লেষণ করা হয়?
০৯,(ক) কনজুগেটেড ম্যাক্রোসাইক্লিক লিগ্যান্ড বলতে কী বুঝ? কনজুগেটেড ম্যাক্রোসাইক্লিক লিগ্যান্ড হিসাবে পরফাইরিনের ভূমিকা লিখ।
(খ) শিফস ক্ষারকসমূহ এ-গ্রাহক লিগ্যান্ড-ব্যাখ্যা কর।
১০. (ক) সাইক্রোম- এর গঠন ও কার্যাবলি আলোচনা কর।
(খ) প্রাণ অনুতে ATP এর ভূমিকা বর্ণনা কর।
(ক) ভিটামিন B₁, এর অভাবে কী কী লক্ষণ দেখা দেয়?
(খ) ক্লোরোফিল কী? ক্লোরোফিলের কার্যাবলি বর্ণনা কর। টি।
১২. DNA-এর জৈবিক সংশ্লেষণ বর্ণনা কর।
১৩. (ক) ন্যানো পদার্থ সংশ্লেষণ করার একটি পদ্ধতি আলোচনা কর।
(খ) ফুলারিনের গঠন বর্ণনা কর।
১৪ . ফুলারিন, গ্রাফাইট ও ডায়মন্ডের মধ্যে তুলনা কর।
১৫. ন্যানো পার্টিকেল কী? ন্যানো পার্টিকেলের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।