প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

মৎস্য বংশ গতিবিদ্যা এবং মাছের রোগতত্ত্ব ও পরজীবীবিদ্যা

প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স
মাস্টার্স ফাইনাল প্রাণিবিজ্ঞান
পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য২০২৪)
মৎস্য বংশ গতিবিদ্যা এবং মাছের রোগতত্ত্ব ও পরজীবীবিদ্যা
বিষয় কোড: ৩১৩১২৫

খ বিভাগ
০১. জেনেটিক ড্রিফট কী? এর সুবিধা ও অসুবিধা লিখ।
০২. মাছের দুটি সাধারণ মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
০৩. জীবের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমের বৈশিষ্ট্যসমূহ লিখ।
০৪. XY পদ্ধতিতে মাছের লিঙ্গ নির্ধারণ কৌশল ব্যাখ্যা কর।
০৬. মাছের রং ও পাখনার আকৃতির উপর ক্রোমোজোমের প্রভাব লেখ।
०৭, স্পার্ম ব্যাংক কী? এর উপকারিতা কী?
০৮. লিঙ্গ রূপান্তর কী? মাছ চাষে এর গুরুত্ব লিখ।
০৯. মৎস্য রোগের উৎসসমূহ লিখ।
১০. সৃষ্ট রোগের নামসহ মাছের চারটি প্রোটোজোয়ান পরজীবীর নাম লেখ।
১১. FAC) প্রস্তাবিত মাৎস্য কোয়ারেন্টাইন-এর নীতিমালাসমূহ লিখ।
১২,মাছের ফুলকা পচা রোগ বর্ণনা কর।
১৩. মাছের গ্যাস বুদবুদ রোগের কারণসমূহ লিখ।
১৪. “মাছের জীনগত পরিবর্তনের রোগ-বালাই হওয়ার ঝুঁকি বেশি।”-ব্যাখ্যা কর।
১৫. মাছের অপুষ্টিজনিত রোগের লক্ষণসমূহ লিখ।
১৬. সংক্রামক ও অসংক্রামক রোগের পার্থক্য লেখ।
১৭. মাছের রোগবিদ্যা ও পরজীবীবিদ্যার মধ্যে পার্থক্য লিখ।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ বিভাগ
০১. মাছের লিঙ্গ নির্ধারণ কৌশল বর্ণনা কর।
০২. সুবিধা ও অসুবিধা উল্লেখসহ ট্রান্সজেনিক মাছ উৎপাদন কৌশল লিখ।
০৩ মাছের কত প্রকারের নিষেক ক্রিয়া সম্পন্ন হয় বর্ণনা কর।
০৪. ক্রায়োপ্রিজারভেশন কী? ক্রায়োপ্রিজারভেশন সম্পর্কে আলোচনা কর।
০৫. উন্নত শংকর বলতে কী বুঝায়? মাছের ইনব্রিডিং সমস্যাগুলো কী কী? ব্যাখ্যা কর।
০৬. কৃত্রিম প্রজনন কী? কৃত্রিম প্রজননের পূর্ব ও পরবর্তী সতর্কতা উল্লেখসহ ব্যবস্থাপনা আলোচনা কর।
০৭. মাছের আঁইশের বিন্যাসের উপর জিনতাত্ত্বিক প্রভাব বর্ণনা কর।
০৮. সুবিধা ও অসুবিধাসহ মাছের সংকরায়ণ বর্ণনা কর।
০৯. মাছের দুটি ছত্রাক জনিত রোগের নাম, লক্ষণ ও নিয়ন্ত্রণ/দমন ব্যবস্থা বর্ণনা কর।
১০. মাছের জীবনচক্রে পোষক-পরজীবী সম্পর্কে বর্ণনা কর।
১১. মাছের দুটি ব্যাকটেরিয়াজনিত রোগের নাম, লক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা কর।
১২. প্যাথোজেনের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক মাছের তিনটি হেলমিস্থঘটিত রোগের লক্ষণ ও দমন/নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা কর।
১২. মাছের বিভিন্ন ধরনের খাদ্য ও এদের অভাবে রোগসমূহের বর্ণনা দাও।
১৩. কার্প মাছের ক্ষতরোগের লক্ষণ, কারণ ও প্রতিকার লিখ।
১৪. মাছসহ তিনটি পোষকের জীবনচক্র সম্পন্নকারী সিস্টোড পরজীবীর জীবনচক্র বর্ণনা কর।
০৫. এপিস্টাসিস কী? মৎস্য বংশগতিতে এর প্রভাব উল্লেখপূর্বক প্রকট ও প্রচ্ছন্ন এপিস্টাসিসের বর্ণনা দাও।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply