প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার ও ছন্দ প্রিমিয়াম সাজেশন অনার্স ৩য় বর্ষ পরীক্ষা বিভাগঃ বাংলা

অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত ২০২৪
বিভাগঃ বাংলা (রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার ও ছন্দ: ২৩১০০৯)
প্রিমিয়াম সাজেশন

খ-বিভাগ
১। মহাকাব্য কাকে বলে? সংক্ষেপে মহাকাব্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
২। সঞ্চারীভাব বা ব্যভিচারী ভাবের পরিচয় দাও। ১০০%
৩। রীতিই কাব্যের আত্মা’-কথাটি সংক্ষেপে ব্যাখ্যা কর। ১০০%
৪। মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে? মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ আলোচনা কর। ১০০%
৫। স্বভাবোক্তি অলংকার কাকে বলে? বুঝিয়ে লেখ। ১০০%
৬। সংক্ষেপে অলংকারের প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
৭। বিভাব ও অনুভাবের পরিচয় দাও। ১০০%
৮। শব্দালংকার ও অর্থালংকারের মধ্যে পার্থক্য লেখ। ৯৯%
৯। বৃত্তানুপ্রাস বলতে কী বুঝ? আলোচনা কর। ৯৯%
১০। সংক্ষেপে বিভিন্ন প্রকার উপমার বর্ণনা দাও।
১১। আলংকারিকদের মতে কাব্যের দেহ কী? বিশ্লেষণ কর। ৯৯%
১২। মেলোড্রামা’ বলতে কী বুঝ? সংক্ষেপে নাটকের গঠন বর্ণনা কর। ৯৯%
১৩। ছোটগল্প কাকে বলে? সংক্ষেপে প্রবন্ধের বৈশিষ্ট্যগুলো তুলে ধর। ৯৯%
১৪। ছন্দ বিশ্লেষণ কর: পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। ৯৯%

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ-বিভাগ

১। প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধের রূপতাত্তিক বৈশিষ্ট্যের আলোকে এর শ্রেণিবিভাগ বর্ণনা কর। ১০০%
২। সনেট কাকে বলে? সনেটের বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ আলোচনা কর। ১০০%
৩। মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৪। নাটক কাকে বলে? নাটকের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বিচার কর। ১০০%
৫। রস কাকে বলে? প্রাচ্য রসতত্ত্ব অনুসারে বিভাব, অনুভাব ও ব্যভিচারী বা সঞ্চারী ভাবের পরিচয় দাও। ১০০%
৬। ‘মুক্তক’ ছন্দ বলতে কী বুঝ? মুক্তক ছন্দের বৈশিষ্ট্যসহ প্রকারভেদ বর্ণনা কর। ১০০%
৭। অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে? অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যসমূহ উদাহরণসহ আলোচনা কর। ১০০%
৮। অলংকার কাকে বলে? উদাহরণসহ শব্দালংকার ও অর্থালংকারের বৈশিষ্ট্য নির্দেশ কর। ১০০%
৯। বিরোধমূলক অলংকারসমূহের উদাহরণসহ বর্ণনা দাও। ৯৯%
১০। ছোটগল্পের সংজ্ঞা দাও। এর গঠন-প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
১১। ‘ধ্বনিই কাব্যের আত্মা’ ধ্বনিবাদীদের এ অভিমত বিশ্লেষণ কর। ৯৯%
১২। রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ’-আলোচনা কর। ৯৯%,
১৩। কাব্যের ধ্বনি বলতে কী বুঝ? কাব্যে ধ্বনি সম্পর্কে পণ্ডিতদের মতামত লিখ।
১৪। বিভিন্ন আলঙ্কারিকের মতে ভাব কী? ভাবের শ্রেণিবিভাগ আলোচনা কর। ৯৯%

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply