প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

সাইটোলজি ও সাইটোজেনেটিক্স প্রিমিয়াম সাজেশন অনার্স ৩য় বর্ষ পরীক্ষা বিভাগঃ উদ্ভিদবিজ্ঞান

অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত ২০২৪
বিভাগঃ উদ্ভিদবিজ্ঞান (সাইটোলজি ও সাইটোজেনেটিক্স: ২৩৩০১১)
প্রিমিয়াম সাজেশন

খ-বিভাগ
১। একটি নিউক্লিওসোমের গঠন বর্ণনা কর। ১০০%
২। শস্য উন্নয়নে পলিপ্লয়েডির গুরুত্ব লিখ। ১০০%
৩। সেতু-ভাঙ্গন-সংযোগ-সেতু’ চক্র বর্ণনা কর। ১০০%
৪। মাইটোসিস অ্যানাফেজ ও মায়োসিস অ্যানাফেজ-১ এর মধ্যে পার্থক্য লেখ। ১০০%
৫। ক্রসিং ওভারের তাৎপর্য ব্যাখ্যা কর। ১০০%
৬। সিন্যাপটিনিম্যাল কমপ্লেক্স কী? এর গুরুত্ব লিখ। ১০০%
৭। সেলিভারী গ্রান্ড ক্রোমোজোম পাঁচবাহুবিশিষ্ট-ব্যাখ্যা কর। ১০০%
৮। “ভাঙ্গন-জোড়া সেতু চক্র’ বর্ণনা কর। ১০০%
৯। ডিলিশন ও ডুপ্লিকেশন এর মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১০। প্যারাসেন্ট্রিক ইনভারশনকে ক্রসিং ওভার দমনকারী বলা হয় কেন? ৯৯% হয় কেন? ৯৯%
১১। কোষ পর্দার কাজ লিখ। ৯৯%
১২। “সব জীবকোষই Cell, কিন্তু সব Cell জীব কোষ নয়”। -উক্তিটির তাৎপর্য যাচাই কর। ৯৯%
১৩।টার্নার সিনড্রোম কী? ইহার লক্ষণগুলো উল্লেখ কর। ৯৯%
১৪। আদিকোষ ও প্রকৃত কোষের জেনেটিক বস্তুর পার্থক্য লিখ। ৯৯%
১৫। পলিটিন ও ল্যাম্প ব্রাশ ক্রোমোজোমের মধ্যে পার্থক্যগুলি লিখ। ৯৯%

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ-বিভাগ
১। (ক) জিনোমের প্রকৃতির উপর নির্ভর করে পলিপ্লয়েডির শ্রেণিবিন্যাস দাও।
(খ)ক্রোমোজোমাল অপেরণ বলতে কি বুঝ? উদাহরণসহ ক্রোমোজোমাল অপেরন এর শ্রেণিবিন্যাস কর। ১০০%
২। (ক) জিনোম সংখ্যার ভিত্তিতে পলিপ্লয়েডির শ্রেণিবিন্যাস কর।
(খ) মিওসিস কোষ বিভাজনের প্রফেজ-১- এর উপদশাগুলো চিত্রসহ বর্ণনা কর।১০০%
৩। (ক) হেক্সাপ্লয়েড গম কীভাবে উৎপত্তি হয়েছে? বর্ণনা কর।
(খ) সিনেপটিনেমাল কমপ্লেক্স সংক্ষেপে বর্ণনা কর।১০০%
৪। (ক) ইউক্রোমাটিন ও হিট্যারোক্রোমাটিনের পার্থক্য এবং গুরুত্ব বর্ণনা কর।
( মিয়োটিক বিহেভিয়ার সচিত্র বর্ণনা কর। ১০০%
খ) ট্রান্সলোকেশন হিটারোজাইগোট হলে জাইগোটিন ও প্যাকাইটিন পর্যায়ের
৫। (ক) ট্রান্সলোকেশন-এর প্রকারভেদ বর্ণনা কর।
(খ) হেটারোক্রোমাটিন কত ধরনের ও কি কি? বর্ণনা দাও। ১০০%
৬। (ক) নিউক্লিয়াসের গঠন ও কাজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও। ১০০%
(খ) ট্রান্সলোকেশন হিট্যারোজাইগোটের ক্ষেত্রে ৫০% গ্যামেট-বন্ধ্যা হয় কেন? চিত্রসহ বর্ণনা কর। ১০০%
৭। (ক) চিহ্নিত চিত্রসহ ক্লোরোপ্লাস্ট-এর সূক্ষ্ম গঠন বর্ণনা কর। ১০০%
(খ) একটি প্যারাসেন্ট্রিক ইনভার্শন হেটারোজাইগোটের ত্রি-সূত্রক ডাবল ক্রসিং ওভারের (একটি লুপের ভিতরে এবং একটি লুপের বাহিরে) কোষতাত্ত্বিক পরিণতি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
৮। (ক) ডিলিশনের ফিনোটাইপিক এবং জেনোটাইপিক প্রভাব বর্ণনা কর। ১০০%
(খ) বিভিন্ন ধরনের প্লাস্টিন্ডের সূক্ষ্ম গঠন চিত্রসহ বর্ণনা কর। ৯৯%
৯। (ক) ডিলিশন বলতে কী বুঝ? ক্রোমোজোমীয় ডিলিশনের কারণগুলো উল্লেখ কর।
(খ) ডিলেশনকে কীভাবে কোষতাত্ত্বিক শনাক্ত করা যায়? ৯৯%
১০। (ক) ইনভার্সন এর প্রকারভেদ বর্ণনা কর। ৯৯%
(খ) একটি লালাগ্রন্থি ক্রোমোজোমের গঠন বর্ণনা কর। ৯৯%
১১। (ক) ক্রোমোজোমের ভৌত গঠন চিত্রসহ বর্ণনা কর। ৯৯%
(খ) B-ক্রোমোজোম কি? B- ক্রোমোজোমের বৈশিষ্ট্য বর্ণনা কর। ৯৯%
১২। (ক) মাইট্রোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউজ বলা হয়? ৯৯%
(খ) চিহ্নিত চিত্রসহ ক্লোরোপ্লাস্ট-এর সূক্ষ্ম গঠন বর্ণনা কর। ৯৯%
১৩। (ক) ডিলেশন বলতে কি বুঝ? ডিলেশন এর প্রকারভেদ উল্লেখ কর। ৯৯%
(খ) ডুপ্লিকেশনের জেনোটাইপিক ও ফেনোটাইপিক প্রভাবসমূহ উল্লেখ কর। ৯৯%
১৪। (ক) পজিশন ইফেক্ট কী? উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
(খ) প্যারাসেন্ট্রিক ইনভারশন হিট্যারোজাইগোটের মিওসিস বিভাজনকালে ইনভারশন লুপের মধ্যে যেকোনো দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটি ক্রসওভার হলে, তার পরিণতি চিত্রসহ ব্যাখ্যা কর। ৯৯%
১৫। টীকা লেখ: ডাউন’স সিন্ড্রম। ৯৯%

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply