ভর্তি তথ্যসকল ভর্তি খবর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১। নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী নোবিপ্রবি ভর্তি তথ্য ২০২০-২০২১। নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ।

Nayakhali University of Science and Technology nstu Admission Notification 2020-2021. Nayakhali University of Science and Technology, Noakhali nstu Admission Information 2020-2021. Nayakhali University of Science and Technology Admission Notice.

নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে৷ নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে

নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/মাদ্রাসা(কারিগরি শিক্ষাবাের্ড থেকে বিভিন্ন শাখায় ২০১৮ অথবা ২০১৯ সালে অনুষ্ঠিত HSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৫, ২০১৬ অথবা ২০১৭ সালে অনুষ্ঠিত SSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণদের নিকট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্র আহবান করা হলাে।

আরো পড়ুন- সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ও ভর্তি বিজ্ঞপ্তি

যে সকল বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে

• A ইউনিটঃ কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সফ্টওয়্যার
ইঞ্জিনিয়ারিং, এপ্রায়েড ম্যাথমেটিক্স এবং পরিসংখ্যান বিভাগ।

• B ইউনিটঃ ফার্মেসি, মাইক্রোবায়ােলজি, বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ােকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়ােলজি বিভাগঃ

• C ইউনিটঃ ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফুড টেকনােলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগ্রিকালচার, ওশানােগ্রাফি, জুয়ােলজি বিভাগ,

D ইউনিটঃ (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখা থেকে উত্তীর্ণ)- সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদঃ অর্থনীতি, বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ, ইংরেজি, বাংলা, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম বিভাগ। ব্যবসায় প্রশাসন অনুষদঃ ব্যবসায় প্রশাসন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ।
↪ শিক্ষা বিজ্ঞান অনুষদঃ শিক্ষা এবং শিক্ষা প্রশাসন বিভাপ।
↪ আইন অনুষদঃ আইন বিভাগ।
↪ আইআইএসঃ ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট।
↪ বিজ্ঞান অনুষদঃ পরিসংখ্যান বিভাগ (ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের যারা HSC/সমমান পরীক্ষায় গণিত অথবা পরিসংখ্যান বিষয়সহ উত্তীর্ণ);

• E ইউনিটঃ অর্থনীতি, বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ, ইংরেজি, বাংলা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, শিক্ষা, শিক্ষা প্রশাসন, আইন, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ।

• F ইউনিটঃ ব্যবসায় প্রশাসন, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

নোবিপ্রবি ভর্তি পরীক্ষার জন্য যােগ্যতাঃ

A ইউনিট | বিজ্ঞান: SSC/ সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ৩.০ থাকতে হবে।  HSC/সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ৩.০ থাকতে হবে । HSC/সমমান গণিত থাকতে হবে। উভয় মিলিয়ে মােট GPA (চতুর্থ বিষয়সহ) ৬.৫ থাকতে হবে।

B ইউনিট | বিজ্ঞান: SSC/ সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ৩.০ থাকতে হবে।  HSC/সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ৩.০ থাকতে হবে । HSC/সমমান জীববিজ্ঞান থাকতে হবে। উভয় মিলিয়ে মােট GPA (চতুর্থ বিষয়সহ) ৬.৫ থাকতে হবে।

C ইউনিট | বিজ্ঞান: SSC/ সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ৩.০ থাকতে হবে।  HSC/সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ৩.০ থাকতে হবে । উভয় মিলিয়ে মােট GPA (চতুর্থ বিষয়সহ) ৬.৫ থাকতে হবে।

D ইউনিট | বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক: SSC/ সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ২.৫ থাকতে হবে।  HSC/সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ২.৫ থাকতে হবে । উভয় মিলিয়ে মােট GPA (চতুর্থ বিষয়সহ) ৬.০ থাকতে হবে।

E ইউনিট | মানবিক: SSC/ সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ২.৫ থাকতে হবে।  HSC/সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ২.৫ থাকতে হবে । উভয় মিলিয়ে মােট GPA (চতুর্থ বিষয়সহ) ৫.৫ থাকতে হবে।

F ইউনিট | ব্যবসায় শিক্ষা: SSC/ সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ২.৫ থাকতে হবে।  HSC/সমমান GPA (চতুর্থ বিষয়সহ) ২.৫ থাকতে হবে । উভয় মিলিয়ে মােট GPA (চতুর্থ বিষয়সহ) ৬.০ থাকতে হবে।

অনলাইনে ভর্তির ফরম জমাদান ও প্রবেশপত্র সংগ্রহের জন্য করণীয়

অনলাইনে ভর্তির ফরম পূরণ করার নিয়মাবলীঃ

• আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কার্যাবলি ভর্তির ওয়েবসাইট (https://nstu.admission.online) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। এই সাইটে আবেদনকারী ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, লিংক এবং নােটিশ দেখতে পাবে।

• ওয়েবসাইট এ প্রবেশের আগে নিম্নে বর্ণিত জিনিসগুলাে সাথে রাখতে হবে।

↪ স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা 300 x 300 pixel মাপের নিজের একটি রঙিন ছবি (jpg)। ফাইলের সাইজ 100 KB এর বেশি হবে না।

↪ 300 x 80 pixel মাপের স্ক্যান বা নিজের একটি স্বাক্ষর (jpg) (কাগজে কালাে কালি দিয়ে গাঢ় করে স্বাক্ষর করে তারপর স্ক্যান করতে হবে)। ফাইলের সাইজ 60 KB এর বেশি হবে না।

↪ অনলাইনে ভর্তির জন্য bKash অথবা DBBL এ ৮০০/-(সকল চার্জসহ) টাকা পেমেন্ট করুন। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর যে মােবাইল হতে টাকা পাঠানাে হয়েছে, সেটিতে তাৎক্ষণিক একটি SMS আসবে, যার মধ্যে Transaction ID উল্লেখ থাকৰে। এই Transaction ID টি সংরক্ষণ করতে হবে।

↪ ফরম পূরণের সময় এই Transaction ID টি ইনপুট দিতে হবে। প্রতিটি ইউনিট এর জন্য আলাদাভাবে ৮০০/-(সকল চার্জসহ) টাকা করে পেমেন্ট করে Transaction ID সংগ্রহ করতে হবে)

↪ সঠিক ভাবে ফরমটি সাবমিট হলে একটি Confirmation SMS প্রার্থীর রেজিস্টার্ড মােবাইল নাম্বারে যাবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

প্রবেশপত্র ডাউনলােড

আসন বিন্যাসের পর প্রার্থীদের SMS ও ওয়েবসাইটে (https://nstu.admission.online) নােটিশ এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলােড করার তারিখ জানিয়ে দেয়া হবে। প্রবেশপত্রে রােল নাম্বার ও কেন্দ্র উল্লেখ থাকবে।

প্রবেশপত্র ডাউনলােড করার পদ্ধতি

• ওয়েবসাইট এ প্রবেশ করে লগইন” বাটনে ক্লিক করতে হবে।

• পেইজে আবেদনকারীর HSC/সমমানের পরীক্ষার রোল নাম্বার, পাসের সাল ও বাের্ডের নাম এবং SSC/সমমানের পরীক্ষার রােল নাম্বার প্রদান করে অগ্রসর হােন’ বাটনে ক্লিক করতে হবে।

• প্রতিটি ইউনিট এর পাশে Download বাটন থাকবে। এই বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলােড করতে হবে।

• ডাউনলােড করা প্রবেশপত্রটি ২ কপি রঙিন প্রিন্ট করতে হবে এবং পরীক্ষার হলে নিয়ে আসতে হবে। ১ কপি পরীক্ষার সময় পরিদর্শকের কাছে জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী

আবেদনের সময়সীমা: ০৫ সেপ্টেম্বর ২০১৯ থেকে ০৪ অক্টোবর ২০১৯

ভর্তি পরীক্ষার তারিখ:

• এ ইউনিট: 01 নভেম্বর ▫ 10:30 am – 12:00 pm
• বি ইউনিট: 01 নভেম্বর ▫ 03:00 pm – 04:30 pm
• সি ইউনিট: 02 নভেম্বর ▫ 09:00 am – 10:30 am
• ডি ইউনিট: 02 নভেম্বর ▫12:30 pm – 01:30 pm
• ই ইউনিট: 02 নভেম্বর ▫ 03:00 pm – 04:30 pm
• এফ ইউনিট: 02 নভেম্বর ▫ 03:00 pm – 04:30 pm

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য

• বিজ্ঞান শাখা থেকে HSC/সমমান পরীক্ষায়
উত্তীর্ণ শিক্ষার্থীরা সকল ইউনিটে (A, B, C এবং D) আবেদন করতে পারবে। অন্যরা শুধু C ও D ইউনিটে আবেদন করতে পারবে।
• D ইউনিটের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষার জন্য আলাদা মেধা তালিকা তৈরি করা হবে।
• ভর্তি পরীক্ষা: (পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে)।
•পরীক্ষার মোট নম্বর ১০০; পরীক্ষার পাশ নম্বর: ৪০ A, B ও D ইউনিটের পরীক্ষায় প্রত্যেক বিষয়ে ন্যূনতম পাশ নম্বর ০৮।
•মেধা তালিকা তৈরি করা হবে ২০০ নম্বরের ভিত্তিতে।
•মাধ্যমিক/সমমানের পরীক্ষায় প্রাপ্ত বা হিসাবকৃত, ৪র্থ বিষয়সহ, GPA এর ৮ গুণ।
•উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় প্রাপ্ত বা
হিসাবকৃত, ৪র্থ বিষয়সহ, GPA এর ১২ গুণ, এবং ৩. ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর।
•একাধিক প্রার্থীর মেধাস্কোর সমান হলে পর্যায়ক্রমে ভর্তি পরীক্ষার নম্বর, HSC ও SSC গ্রেড প্রাধান্য পাবে।

নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। নােয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী নোবিপ্রবি ভর্তি তথ্য ২০১৯-২০

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group