৪০ তম বিসিএস পরীক্ষায় ১ সিটের বিপরীতে লড়বে ২১০ জন শিক্ষার্থী
৪০ তম বিসিএস পরীক্ষায় ১ সিটের বিপরীতে লড়বে ২১০ জন শিক্ষার্থী অবশেষে গত ১৫ই নভেম্বর শেষ হল ৪০তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া।
গত ১১ই সেপ্টেম্বর ৪০ তম বিসিএস সার্কুলার ২০১৮ প্রকাশিত হয়েছে। পিএসসি সূত্র জানিয়েছে, ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

৪০ তম বিসিএস পরীক্ষার সিলেবাস দেখতে ক্লিক করুন
৪০তম বিসিএসে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছেন। গত ১৫ই নভেম্বর বিসিএসে আবেদনের শেষ দিন ছিল। পিএসসির সুত্রে জানা গেছে এ বছর রেকরড পরিমানে প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থী আবেদন করেছে বিসিএস পরিক্ষার জন্য। প্রতি সিটের বিপরীতে লড়বে ২১০ জন শিক্ষার্থী।
ফি দেওয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ৭৮ হাজার
৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সাদিক প্রথম আলোকে বলেন, ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহণ করা সিদ্ধান্ত গৃহীত হবে।
আরো পড়ুন- ৪০তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন ২০১৮
৪০তম বিসিএস: পিএসসির হেল্পলাইন নাম্বার চালু
৪০তম বিসিএস পরীক্ষার্থীদের আবেদন এবং পরীক্ষা সম্পর্কিত সব ধরনের সেবা দেয়ার জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন চালু করেছে ৪টি হেল্প লাইন নাম্বার। আবেদনকারী এবং পরীক্ষার্থী যে কোন সমস্যার জন্য কল করতে পারবেন এ নাম্বারে। হেল্প লাইন নাম্বারগুলো হলঃ ০১৫৫৫৫৫৫১৪৯-৫২ ।