শিক্ষা নিউজ

টেলিটক অফিসে কল করার নাম্বার Teletalk Customer Care Helpline

টেলিটক অফিসে কল করার নাম্বার Teletalk Customer Care Helpline আপনি যদি Teletalk ব্যবহারকারী হন তবে ১২১ নাম্বারে ফোন করে আপনি Teletalk কাস্টমার কেয়ার ঢাকাতে যোগাযোগ করতে পারেন।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

টেলিটক অফিসে কল করার নাম্বার Teletalk Customer Care Helpline

টেলিটক থেকে ডায়াল ১২১ এরপর ডায়াল ৪
অন্য নম্বর থেকে ০১৫০০১২১১২১-৯ (১২১,১২২, ১২৩ এভাবে ১২৯ পর্যন্ত)

টেলিটক কাস্টমার কেয়ার হেলপলাইন টেলিটক থেকে ডায়াল ১২১ এরপর ডায়াল ৪ অন্য নম্বর থেকে ০১৫০০১২১১২১-৯ (১২১,১২২, ১২৩ এভাবে ১২৯ পর্যন্ত)

হোয়াটসঅ্যাপের ডিলিট
হোয়াটসঅ্যাপের ডিলিট

সাধারণ ছুটি বাড়তে পারে ঈদ-উল-ফিতর পর্যন্ত। ছুটির মেয়াদ আসন্ন  ছুটি পর্যন্ত বর্ধিত হতে পারে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবং ঈদের আগে মাত্র চারটি কর্মদিবস থাকায় অফিসগুলো না খুলে সাধারণ ছুটি ঈদ পর্যন্ত বাড়তে পারে বলে আভাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাস হোসেন।

তিনি বলেন, ‘এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পায়নি। প্রধানমন্ত্রী ছুটি বিষয়ে যদি সিদ্ধান্ত দেন, তাহলে ঈদ পরবর্তী সময় নিয়েই সিদ্ধান্ত নিবেন। তবে বর্তমান সিমটম (লক্ষণ/উপসর্গ) বা যে অবস্থা, সবকিছু মিলিয়ে তো আমার মনে হয় ছুটি বাড়বে। ছুটির বিষয়ে কবে নাগাদ সরকারের সিদ্ধান্ত জানানো হতে পারে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘কাল (১৩মে)-পরশুর (১৪মে) মধ্যে।’

সাধারণ ছুটি বাড়তে পারে ঈদ-উল-ফিতর পর্যন্ত
করোনাভাইরাসের কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব সরকারি ও বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে। পরে আরও ছয় দফায় ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। কিন্তু দেশে এখনও করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই। মঙ্গলবারও ১১ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৯৯৬ জন। এর আগের দিন রেকর্ড সহস্রাধিক মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১১ জন। রোববার মারা গেছেন ১৫ জন।সবমিলিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এছাড়া করোনা পরিস্থিতিতে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়ে সমালোচনার মুখে পড়েছে সরকার। গার্মেন্টগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েও বেশ আলোচনা চলছে। এমতাবস্থায় সাধারণ ছুটি বাড়ানো ছাড়া বিকল্প নেই সরকারের সামনে এমনটি মনে করছেন পর‌্যবেক্ষকরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি যা, তাতে ছুটি আরও বাড়বে-এটাই স্বাভাবিক। ১৬ মে ও ঈদের ছুটির মাঝখানে কর্মদিবস মাত্র চারটি- ১৭, ১৮, ১৯, ২০ মে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply