একাদশে ভর্তির ফি নির্ধারণ, ভর্তি হতে লাগবেনা এসএসসির সনদ
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নির্দেশনাবলী প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ইত্যাদি গ্রহণ না করা, ভর্তির সময়সীমা বৃদ্ধি এবং কলেজে ভর্তির ফি ও স্বাস্থ্য বিধি সংক্রান্ত নির্দেশনাবলী প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।
আরো পড়ুন- একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়ল আরো দুদিন
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড -১৯ মহামারির কারণে স্বাস্থ্য বিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোন প্রকার প্রামাণ্যপত্র জমা/ গ্রহণের প্রয়ােজন নেই। একই কারণে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ২০২০ থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত করা হলাে।
কোভিড -১৯ মহামারির উন্নতি হলে সুবিধামত সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়ােজনীয় কাগজপত্র গ্রহণ/ জমা প্রদান করতে বলা হয়েছে। তবে কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত প্রামাণ্য সনদ দাখিল সাপেক্ষে ভর্তি হতে হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়ার পূর্বেই বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফিসহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ অবহিত হয়ে সংশ্লিষ্ট কলেজে ভর্তি হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
আরো পড়ুন- একাদশ শ্রেণিতে ভর্তির ২য় মাইগ্রেশন ও ৩য় পর্যায়ে আবেদনের রেজাল্ট
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এম.পি.ও.ভুক্ত মফস্বল/ পৌর (উপজেলা) এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ১,০০০/-(এক হাজার) টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২,০০০/-(দুই হাজার) টাকা, ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটান এলাকায় ৩০০০/-(তিন হাজার) টাকার বেশি আদায় করতে পারবে না কলেজ কর্তৃপক্ষ।
ঢাকা মেট্রোপলিটান এলাকায় অবস্থিত এম.পি.ও.ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। ঢাকা মেট্রোপলিটান এলাকায় অবস্থিত আংশিক এম.পি.ও.ভুক্ত বা এম.পি.ও.বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এম.পি.ও. বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৭,৫০০/-(সাত হাজার পাঁচশত) টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮,৫০০/-(আট হাজার পাঁচশত) টাকা গ্রহণ করতে পারবে। উন্নয়ন খাতে কোন প্রতিষ্ঠান ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকার বেশি আদায় করতে পারবে না। সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়ােজনীয় ফি সংগ্রহ করবে।
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নির্দেশনাবলী
প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বর্তমান COVID-19 এবং অভিভাবকদের আর্থিক অস্বচ্ছলতার বিষয় বিবেচনা করে দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উল্লেখিত ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কোন শিক্ষার্থী অনুমােদিত ফি-এর অতিরিক্ত কোন ফি প্রদান করবে না এবং অনুমােদিত সকল ফি রশিদের মাধ্যমে প্রদান করবে, শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ (২০/-টাকার ৬০ %) ১২/ -টাকা গ্রহণ করবে, কোন শিক্ষার্থীর পাঠ বিরতি থাকলে ও বিলম্বে ভর্তি হলে তার নিকট হতে পাঠ বিরতি ফি ১৫০/ ও বিলম্ব ভর্তি ফি ১০০/ ফি গ্রহণ করতে হবে।
আরো পড়ুন- একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা
একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বাের্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বাের্ডের অনুমতি সাপেক্ষে প্রয়ােজনীয় ফি প্রদান করে কলেজ, গ্রুপ ও বিষয় পরিবর্তন করতে পারবে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে গ্রুপ পরিবর্তনের কোন সুযােগ নেই এমনকি বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে বিজ্ঞান বিভাগে প্রত্যাবর্তনের কোন সুযােগ নেই।
শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি নীতিমালার কোনরূপ ব্যত্যয় ঘটানাে হলে বেসরকারি কলেজ/ সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজটির এম.পি.ও.ভুক্তি বাতিল করা হবে এবং সরকারি কলেজ/ সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মােতাবেক ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের কলেজে ভর্তির ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে অনুসরণ পূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন, এর ব্যত্যয় ঘটলে সকল দায় দায়িত্ব কলেজ কর্তৃপক্ষকে বহন করতে হবে।