ভর্তি তথ্যসকল ভর্তি খবর

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন পরিচালিত মাস্টার অব এডুকেশন (এমএড) প্রােগ্রামে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে (২০২০ ব্যাচ) ভর্তির জন্য osaps.bou.edu.bd-এর মাধ্যমে
Online-এ আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

আরো পড়ুন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বিএড) প্রােগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

• ভর্তির ন্যূনতম যােগ্যতা: অনুমােদিত বিশ্ববিদ্যালয় থেকে বিএড/ডিপ-ইন-এড/বিএজিএড/ বেল্ট/বিপিএড/ডিপিএড বা সমমানের ডিগ্রিসহ ন্যূনতম স্নাতক ডিগ্রি।

• অনলাইনে ভর্তির আবেদন জমাদানের তারিখ: ০১-১০-২০২০ থেকে ১০-১১-২০২০ তারিখ রাত
১২:০০ টা পর্যন্ত।

• অনলাইনে আবেদনের প্রক্রিয়া: সকল প্রার্থীকে অবশ্যই নিজস্ব মােবাইল নম্বর এবং নিজস্ব ই-মেইল আইডি ব্যবহার করে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে।

• আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x ১০০ সাইজ) এবং সদ্য তােলা ছবি (৩০০ x ৩০০ সাইজ) স্ক্যান
করুন।

• 01756-045166 নম্বরে ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা (ভর্তির আবেদন ফি)+Transaction
Charge বিকাশ দিয়ে Payment করুন। বিকাশ নম্বর এবং Transaction ID সংরক্ষণ করুন।
• 01786-5249175 নম্বরে শিওরক্যাশ এবং DBBL-এ রকেট এর মাধ্যমেও ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা +Transaction Charge প্রদান করে ভর্তির আবেদন করা যাবে।

•  আপনার ব্রাউজারে osaps.bou.edu.bd লিখে Enter করুন।

• স্কুল অব এডুকেশন অর্থাৎ SOE-এর উপর ক্লিক করুন।

• Master of Education (M.Ed)-এর উপর ক্লিক করুন।

• অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং User ID, Password এবংফি সংশ্লিষ্ট মােবাইল SMS সমূহ সংরক্ষণ করুন।

• এক্ষেত্রে কোন সমস্যা পরিলক্ষিত হলে তা Online-এ আবেদন জমা প্রদানের পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে OSAS Helpline অথবা পরিচালক, কম্পিউটার বিভাগ, বাউবি, গাজীপুর ১৭০৫ বরাবর অবহিত করুন।

আরো পড়ুন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

প্রাথমিক তালিকা প্রকাশ ও মৌখিক পরীক্ষা (সরাসরি/অনলাইন) গ্রহণ:

শিক্ষাগত যােগ্যতা এবং বয়সভিত্তিক পয়েন্টের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য আবেদনকারীদের
প্রাথমিক তালিকা ১৬-১১-২০২০ তারিখে অনলাইনে প্রকাশ করা হবে। প্রাথমিক তালিকায় নির্বাচিত প্রার্থীদের মােবাইল SMS-এর মাধ্যমে জানানাে হবে। বাউবি’র ওয়েবসাইটে (www.bou.edu.bd) মৌখিক পরীক্ষার তারিখ ও স্থানসহ বিস্তারিত নিদের্শনা পাওয়া যাবে।

মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তি: ১৬-১১-২০২০ থেকে ২০-১১-২০২০ তারিখের মধ্যে অনলাইনে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত SMS পাবেন।

আপনার ব্রাউজারে osaps.bou.edu.bd লিখে ক্লিক করুন। Login-এর উপর ক্লিক করে আপনার User ID এবং Password লিখে Enter
করুন।আপনার প্রবেশপত্র প্রিন্ট করুন যা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সাথে রাখতে হবে।

এমএড প্রােগ্রাম সংশ্লিষ্ট বাউবি’র আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্র ও স্টাডি সেন্টারসমূহের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bou.edu.bd) ভর্তি বিজ্ঞপ্তির সাথে পাওয়া যাবে। ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশােধন, সংযােজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সকল আবেদনকারীর জন্য প্রযােজ্য হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply