সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে লটারির উদ্বোধন করা হবে। লটারির উদ্বোধন করবেন উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
করোনার কারণে এবার লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত সিধান্তের আলােকে ১১/০১/২০২১ খ্রি. তারিখ সােমবার বিকাল ৩.৩০ মিনিটে ডিজিটাল লটারি অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। ডিজিটাল লটারি অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, সেগুনবাগিচা, ঢাকা এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে লটারি পরিচালনা করা হবে।
চলতি বছর টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা ১১০ টাকা আবেদন ফিয়ের বিনিময়ে ৫টি সরকারি স্কুলে ভর্তির আবেদন করতে পেরেছেন। সারাদেশে মোট ৩৮৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তিতে মোট ৮০ হাজার সিটের বিপরীতে ৫ লাখ ৭৩ হাজার ৩১১ জন শিক্ষার্থী আবেদন করেছে।
শিক্ষার্থী নির্বাচনের ডিজিটাল লটারির এ অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ফেসবুক পেইজ (https://www.facebook.com/dshe.moebd) ও ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি লটারির বিস্তারিত তথ্য এডুকেশন্স ইন বিডিতে পাবেন।
উল্লেখ্য, উক্ত ডিজিটাল লটারি অনুষ্ঠানে ডা. দীপু মনি, এম.পি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, প্রধান অতিথি, মহিবুল হাসান চৌধুরী, এম.পি. মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ অতিথি এবং মাে: মাহবুব হাসেন, সচিব, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ। ২০২১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
জানা গেছে লটারি শেষ হওয়ার পরে প্রতিষ্ঠান প্রধান, অভিভাবকরা টেলিটকের ওয়েবসাইট থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানরা ফল ডাউনলোড করে জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতিকে ইমেইল করবেন। একইসাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে।
নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা ডাকতে হবে। আর যথাযথ স্বাস্থবিধি মেনে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে। রোববার (১০ জানুয়ারি) ভর্তি লটারির বিস্তারিত প্রক্রিয়া জানিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর।
উল্লেখ্য কোভিড-১৯ ভাইরাস অতিমারীর কারণে শুধুমাত্র ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়।