রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২। ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজেজ কোর্সে এমফিল প্রোগ্রামের ভর্তি আবেদন ফলাফল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রােগ্রামে ভর্তির সার্কুলার -২০২১।
ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদর ল্যাংগুয়েজেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইংরেজী ভাষা ও ইংরেজী ভাষা শিক্ষাদান (ই.এল.টি) বিষয়ে ২ বছর মেয়াদী এম.ফিল, প্রােগামে ফেলাে ভর্তির জন্য ইতােপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিটির আবেদনের তারিখ ৩০.০৯.২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এম.ফিল, প্রােগ্রামে ভর্তির যােগ্যতা:
• প্রার্থীর অবশ্যই এস.এস.সিসমমান ও এইচ.সি.সি/সমমান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে কোন একটিতে প্রথম বিভাগ অন্যটিতে নূন্যতম দ্বিতীয় বিভাগ অথবা গেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ নূন্যতম সিজিপিএ ৩.৭৫ খাকতে হবে।
• যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতােকোত্তর উডয় পরীক্ষায় সনাতন পদ্ধতিতে নূন্যতম ৫০% নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪ স্কেলের মধ্যে একটিতে নূন্যতম সিজিপিএ ৩,২৫ ও অন্যটিতে সিজিপিএ ৩.৩০ থাকতে হবে।
• উল্লেখিত ৪টি শিক্ষাগত যােগ্যতার কোন একটি শর্ত পূরণ না হলেও এম.ফিল, প্রােগামে ভর্তির জন্য আবেদন করা যাবে, যদি প্রার্থীর (ক) পাবলিক বিশ্ববিদ্যালয়/বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমােদিত
• প্রাইভেট বিশ্ববিদ্যালয়/সরকারী কলেজে ইংরেজী বিষয়ে ৩ বছরের শিক্ষকতার অভিজঞতা, অথবা (খ) বেসরকারী ডিগ্রী কলেজে ইংরেজী বিষয়ে অনার্স পর্যায়ে ৩ বহরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকে। তবে সে ক্ষেত্রেও সনাতন পদ্ধতিতে দ্বিতীয় শ্রেণি অথবা গ্রেডিং পদ্ধতিতে ২.৭৫ এর নীচে থাকলে গ্রহণযােগ্য হবে না। (ক) ও (খ) উভয় ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ৩ বহরের শিক্ষকতার অভিজ্ঞতার সনদপত্র প্রাথমিক আাবেদন পত্রের সাথে জমা দিতে হবে। এই বিধানের অধীনে এম.ফিল, প্রাোমে ভর্তির জন্য মনােনীত প্রার্থীগণ পিএইচ.ডি. প্রােগ্রামে স্থানান্তরিত হতে পারবেন না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এম.ফিল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামের আবেদন করবেন যেভাবে
প্রাথমিক আবেদন পত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় Website এর , ru.ac.bd লিংক থেকে ভাউনলােড করা যাবে অথবা ২০/- টাকা মূল্যের (অব্যবহৃত) ডাকটিকিট সংযুক্ত নিজ ঠিকানা সংবলিত ৩x৭ সাইজ খাম পরিচালক, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাংগুয়েজেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়-৬২০৫ এই ঠিকানায় ডাকযােগে পাঠিয়েও ইনস্টিটিউট অফিস থেকে সংগ্হ করা যাবে।
অগ্রণী ব্যাংক লিঃ এর যে কোন শাখা হতে পরিচালক, আই ই ও এল, রাবি এর অনুকূলে ১০০০/- (এক হাজারমাত্র) টাকার ডি ডি অথবা পে-অর্ডারসহ পূরণকৃত ভর্তির আবেদনপত্রের সাথে ২ কপি পি পি সাইজ কালার ছবি, একাডেমিক সকল সনদপত্র ও নন্বর পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে আগামী ৩০/০৯/২০২১ তারিখ দুপুর ১:০০ টার মধ্যে সরাসরি স্বহস্তে অথবা ডাককুরিয়ার যােগে ইনস্টিটিউট অফিসে পৌঁছাতে হবে।
ভর্তির জন্য মনােনীত প্রার্থীগণকে (অর্থ প্রাপ্তি সাপেক্ষে) ২ বছর মেয়াদী এম.ফিল, প্রাগ্রামে মাসিক ৪,০০০/- (চার হাজার) টাকা হারে ইনস্টিটিউট থেকে ফেলােশীপ প্রদান করা হবে।
চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ইনস্টিটিউটে ভর্তির সুযােগ পেলে এম.ফিল, প্রােগ্রামের জন্য ১ বছর ছুটি নেওয়া হবে মর্মে যখাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র ভর্তির সময় ভামা দিতে হবে।
আবেদন পত্রের সঙ্গে একটি সংক্ষিপ্ত গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মনােনয়ন চূড়ান্ত করা হবে। ভার্তির সুযােগ পেলে এক বহরের কোর্সওয়ার্ক বাধ্যতামূলক।