জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিএফএ প্রি-ডিগ্রী কোর্সের ভৰ্তি বিজ্ঞপ্তি ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএফএ কোর্সে ভৰ্তি বিজ্ঞপ্তি ২০২৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিএফএ প্রি-ডিগ্রী কোর্সের ভৰ্তি বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত (চলতি শিক্ষাবর্যের অধিভুক্তি নবায়ন থাকা সাপেক্ষে) কলেজ/ইন্সিটিউটসমূহে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিএফএ প্রি ডিগ্রী কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্য ও নিয়মাবলী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএফএ ডিগ্রী প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিএফএ প্রি ডিগ্রী কোর্সের ভর্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএফএ প্রি ডিগ্রী ভর্তির সকল তথ্য দেখুন এখানে।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

বিএফএ প্রি ডিগ্রী ভর্তির আবেদনের সাধারণ যোগ্যতা :

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীগণ ভর্তির জন্য আবেদন করতে পারবে।

বিএফএ প্রি ডিগ্রী ভৰ্তি সংক্রান্ত নিয়মাবলী :

আবেদনকারী প্রার্থী ভর্তি সংক্রান্ত তথ্যাদি সংযুক্ত আবেদন ফরম (নমুনা ফরম-১) অনুযায়ী পূরন করে সংশ্লিষ্ট কলেজে জমা দিবে। কলেজ কর্তৃক অত্যন্ত সতর্কতার সাথে নমুনা ছক অনুযায়ী এক্সেল ল ফরমেটে (নমুনা ফরম-২) টাইপ করে এবং পাসপোর্ট আকারের ছবি স্ক্যান করে হার্ড কপি ও সফট কপি নির্ধারিত তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএফএ প্রি ডিগ্রী কোর্সের ফিসের হার:

প্রাথমিক আবেদন ফি: ৩০০ /= (২০০ টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে এবং ১০০/= টাকা সবমিট কলেজ জমা রাখবে)।

(i) রেজিষ্ট্রেশন ফি ১২০০ /-
(ii) ক্রীড়া ও সংস্কৃতি ফি ২০/-
(ii) বিএনসিসি ফি ৫/-
(iv) রোভার স্কাউট ফি ১০/-

মোট- ১২৩৫/-(এক হাজার দুইশত পয়ত্ৰিশ) টাকা।

বি:দ্র : নির্ধারিত সময়ের পর কোন অবস্থাতেই ভৰ্তি সংক্রান্ত কোন কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় গ্রহণ করা হবে না। বিলম্বে ভর্তির বিশেষ অনুমতির জন্য কোন প্রকার আবেদন বিশ্ববিদ্যালয়ে গৃহীত হবে না।

শিক্ষার্থী প্রতি নির্ধারিত প্রাথমিক আবেদন ফি ২০০/- (দুই শত) টাকা ভর্তি ফান্ডে ও রেজিসটেশন ফি ১২৩৫ – টাকা সোনালীসেবার পে ক্রিপ কলেজ প্রতিনিধি ডীন, নাতকপূর্ব শিক্ষা বিষয়ক ফুল এর দপ্তর থেকে নির্ধারিত তারিখের মধ্যে সংগ্রহ করে সোনালী সেবার মাধ্যমে সেনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিবে। নির্ধারিত সময়ের মধ্যে সমূদয় ফি পরিশোধ না করলে উক্ত ভর্তিকৃত শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।

বিএফএ প্রি ডিগ্রী ভৰ্তি সংক্রান্ত বিস্তারিত সময়সূচী:

• ভর্তির আবেদন করার সময়সীমা: ১৫/১১/২০২৩ থেকে ২৭/১১/২০২৩

• কলেজ কর্তৃক নমুনা ছক অনুযায়ী ভাটা এন্ট্রি করে জমা দেয়ার শেষ তারিখ: ০৫/১২/২০২৩

• ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি ফি ও রেজিষ্ট্রেশন ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেয়ার তারিখ: ০৭/১২/২০২৩ থেকে ১৩/১২/২০২৩

বিএফএ প্রি ডিগ্রী কোর্সে রেজিষ্ট্রেশনের মেয়াদ :

২ বছরের বিএফএ (প্রি-ডিী) কোর্সের রেজিষ্ট্রেশনের মেয়াদ হবে বিরতিহীনভাবে ০৪ (চার) শিক্ষাবর্ষ। একজন শিক্ষার্থী বিএফএ প্রি ডিগ্রী পরীক্ষায় রেজিষ্ট্রেশনের মেয়াদ খাকা সাপেক্ষে সর্বাধিক ৩ তিন) বার পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।
অথ্যাৎ ভর্তির বছর থেকে অনধিক পরবর্তী ০৪ (চার) বছর। রেজিষ্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি বা নবায়ন করা হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএফএ প্রি-ডিগ্রী কোর্সের ভৰ্তি বিজ্ঞপ্তি ২০২৩

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএফএ প্রি-ডিগ্রী কোর্সের পাঠক্রম ও পাঠ্যসূচী :

বিএফএ প্রি-ডিগ্রী কোর্সের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত সিলেবাস অনুসরণ করতে হবে। পাঠক্রম ও পাঠ্যসূচীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক গৃহীত সিদ্ধান্তই সকল ছাত্র/ছাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিএফএ প্রি-ডিগ্রী কোর্সের ভর্তি তথ্য 

• জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত ছাত্র-ছাত্রী কোন অবস্থাতেই ভর্তি করা যাবে না। অতিরিক্ত ছাত্র ছাত্রী ভর্তি করা হলে রেজিষ্ট্রেশন কার্ড ইস্য হবে না। পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

• ভর্তি সংক্রান্ত কাগজপত্র ও ফি জমার প্রমাণপত্র জমাদানকালে সর্বশেষ আসন সংখ্যার প্রমাণপত্র এবং ভর্তিকৃত শিক্ষাবর্ষের অধিভুক্তি নবায়নপত্র (কলেজ পরিদর্শন শাখা হতে ইস্যুকৃত) সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

• রেজিষ্ট্রেশন ও পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট কর্তৃক গৃহীত যে কোন সিদ্ধান্ত শিক্ষার্থীগণ মেনে নিতে বাধ্য থাকবেন।

• নিম্নবর্ণিত কলেজ সমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিএফএ প্রি-ডিগ্রী কোর্সের ভর্তির রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএফএ কোর্সের কলেজসমূহ

• BOGRA ART COLLEGE, BOGRA
• NARAYANGAN FINE ART INSTITUTE, NARAYANGAN
• RAJSHAHI ART COLLEGE RAJSHAHI
• SHLRACHARYA SAUL BORN FINE ART INSTITUTE , MYMENSING
• S.M SULTAN FINE ART COLLEGE, JOSSORE
• DHAKA ART COLLEGE, DHAKA
• SI SULTAN BEGAL CHUKALA MOHABDALAY, NARAIR

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group