জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির মেধাতালিকা 2022
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির মেধাতালিকা 2022 (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির ‘সি’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে Jahangirnagar University JU C Unit Admission Result। বিভিন্ন বিভাগে আসন ফাঁকা সাপেক্ষে এ তালিকা প্রকাশ করা হয়। ছেলে ও মেয়েদের জন্য আলাদাভাবে এ তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
JU ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
ক) অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ: ১৪-৯-২০২২ থেকে ১৮-৯-২০২২ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
খ) অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পর ভর্তি নিশ্চিতকরণের জন্য নিম্নোক্ত কাগজপত্র শিক্ষা শাখায় জমা: ১৫-১-২০২২ থেকে ২০-১-২০২২ তারিখ পর্যন্ত (সকাল ৯:৩০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত) শুক্রবার ও শনিবার ব্যতীত।
ভর্তিকৃত শিক্ষার্থীকে ডাউনলোডকৃত ফরমের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান-এর মূল সনদপত্র, নম্বরপত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার হতে সংগৃহীত মেডিক্যাল সনদপত্র বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক প্রত্যেকটির ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডীন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিলপূর্বক আসন শূন্য ধরে পরবর্তী মেধা তালিকা থেকে ওই আসন পূরণ করা হবে।
২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার তৃতীয় পর্যায় (তৃতীয় মেধাতালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের) আগামী ২৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইট (http://gstadmission.ac.bd/) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।
প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবেন।
‘সি’ ইউনিটের ছেলেদের দ্বিতীয় মেধাতালিকা https://bachelor.ju-admission.org/uploads/news/22_16_09_22_08_49_26document.pdf
‘সি’ ইউনিটের ছেলেদের দ্বিতীয় মেধাতালিকা https://bachelor.ju-admission.org/uploads/news/22_16_09_22_08_49_49document.pdf