ভর্তি তথ্যসকল ভর্তি খবর

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ও আর্মি মেডিক্যাল কলেজসমূহে ভর্তি বিজ্ঞপ্তি। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি। আর্মি মেডিক্যাল কলেজসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (২৩ তম ব্যাচ) ও ৫টি আর্মি মেডিক্যাল কলেজসমূহে (৬ষ্ঠ ব্যাচ) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে।

আরো পড়ুন- সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ও ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি প্রতিষ্ঠান, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (AFMC) এর দুইটি ক্যাটাগরী, এএমসি (আর্মি মেডিক্যাল কোর) ক্যাডেট ও এএফএমসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বেসরকারি ০৫ (পাঁচ) টি আর্মি মেডিক্যাল কলেজসমূহে অভিন্ন প্রক্রিয়ায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির কলেজসমূহের বিস্তারিত তথ্য http://afmc.teletalk.com.bd ও www.afmc.edu.bd ওয়েব সাইটে প্রকাশিত প্রসপেক্টাসে দেওয়া আছে। কলেজসমূহে ভর্তির জন্য নিম্নবর্ণিত যােগ্যতা সম্পন্ন প্রার্থীগণের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ও আর্মি মেডিক্যাল কলেজসমূহে ভর্তির শিক্ষাগত যােগ্যতাঃ

• এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরীঃ এসএসসি/সমমান পরীক্ষা ২০১৭/২০১৮ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০১৯/২০২০ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ছাত্রীদেরকে মােট জিপিএ ১০.০০ প্রাপ্ত হতে হবে।

• এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরী ও অন্যান্য ৫টি আর্মি মেডিক্যাল কলেজের ক্যাডেটঃ এসএসসি/সমমান পরীক্ষা ২০১৭/২০১৮ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০১৯/২০২০ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ছাত্রীদের ন্যূনতম মােট জিপিএ ৯.০০ থাকতে হবে। শুধুমাত্র উপজাতীয় কোটাভূক্ত আসনের প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যােগফল ন্যুনতম ৮.০০ হতে হবে। তবে কোন অবস্থাতেই উপজাতীয় প্রার্থীর এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমান পরীক্ষায় কোন একটিতে জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহণযােগ্য হবে

• সকলের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ হতে হবে।

• ২০১৭ সনের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবে না।

শারীরিক যােগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত শারীরিক যােগ্যতা সম্পন্ন হতে হবে

এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরীঃ
পুরুষ

• উচ্চতা (ন্যূনতম): ১.৬৩ মিঃ (৫ ফুট ৪ ইঞ্চি)
• ওজন ৪৫.৪৫ কেজি (১০০ পাউন্ড)।
• বুকের মাপ (ন্যূনতম): স্বাভাবিক-৭৬ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) সম্প্রসারিত৮১ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)
দৃষ্টি শক্তিঃ ৬/৬ (°1.5 D (spherical); °1.0 D (cylindrical)}
• শ্রবণ শক্তি: গ্রহণযােগ্য সীমার মধ্যে থাকতে হবে

এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরীঃ মহিলা

• উচ্চতা (ন্যূনতম): ১.৫৭ মিঃ (৫ ফুট ২ ইঞ্চি)
• ওজন: ৪০.৯০ কেজি (৯০ পাউন্ড)
• বুকের মাপ (ন্যূনতম): স্বাভাবিক-৭১ সেঃ মিঃ (২৮ ইঞ্চি) সম্প্রসারিত -৭৬ সেঃ মিঃ (৩০ ইঞ্চি)
• দৃষ্টি শক্তিঃ ৬/৬ {° 1.5 D (spherical); °1.0 D (cylindrical)} Colour Blindness গ্রহণযােগ্য হবে না
• শ্রবণ শক্তি: গ্রহণযােগ্য সীমার মধ্যে থাকতে হবে

এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরী ও অন্যান্য ৫টি আর্মি মেডিক্যাল কলেজের ক্যাডেটঃ
মেডিক্যাল বাের্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যােগ্য হতে হবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ও আর্মি মেডিক্যাল কলেজসমূহে ভর্তির আবেদনের পদ্ধতি :

• ভর্তির আবেদনপত্র অনলাইনে ২৩ ফেব্রুয়ারি ২০২১ (১০:০০ ঘটিকা) হতে ১২ মার্চ ২০২১ (১৪:০০ ঘটিকা) তারিখ পর্যন্ত পাওয়া যাবে। আবেদনপত্র প্রাপ্তির ওয়েব ঠিকানা http://afmc.teletalk.com.bd.

ফর্ম পূরণের প্রক্রিয়াঃ

• ইন্টারনেটে ওয়েব ঠিকানায় প্রথম ধাপে জাতীয় কারিকুলাম (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান) এর জন্য ও জিসিই (ও/এ/উভয় লেভেল) এর জন্য আলাদা পথ নির্দেশ করা আছে।

• জাতীয় কারিকুলামে পাশ করা প্রার্থীগণের জন্য দ্বিতীয় ধাপে এসএসসি ও এইচএসসি রােল নম্বর,
রেজিস্ট্রেশন নং বাের্ড ও সন টাইপ করে সাবমিট-এ ক্লিক করলে আবেদন পত্র কম্পিউটার স্ক্রীনে আসবে।

• জিসিই ও/এ লেভেল-এ পাশ করা প্রার্থীগণকে Director, Medical Education, DGHS এর কাছ
থেকে Equivalent Certificate ও Code সংগ্রহ করতে হবে এবং নিজ মােবাইল নম্বর ও কোড নং টাইপ করে সাবমিট করলে আবেদন পত্র কম্পিউটার স্ক্রীনে আসবে।

• আবেদন পত্র পূরণের জন্য মেডিক্যাল কলেজ পছন্দের ক্ষেত্রে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের.দুইটি ক্যাটাগরী থেকে যে কোন একটি অর্থাৎ এএমসি ও এএফএমসি হতে যে কোন একটি এবং অবশিষ্ট আর্মি মেডিক্যাল কলেজগুলাের সবগুলােই পছন্দ করা যাবে। অর্থাৎ একজন প্রার্থী সর্বোচ্চ ৬টি মেডিক্যাল কলেজ পছন্দ করতে পারবেন।

• আবেদন পত্র পূরণের জন্য টাইপ ও অপশন নির্বাচন ছাড়া নিম্নলিখিত দুইটি নথি সংযুক্ত করতে হবে। ছবি: সদ্য তােলা (৩০০/৩০০ পিক্সেল যা ১০০ কিলােবাইটের মধ্যে এবং jpg/jpeg ফরম্যাটের হতে হবে)। স্বাক্ষর: ৩০০/৮০ পিক্সেল যা ৬০ কিলােবাইটের মধ্যে এবং jpg/jpeg ফরম্যাটের হতে হবে।

• আবেদনপত্র পূরণ সঠিক ভাবে সম্পন্ন হলে কম্পিউটার স্ক্রীনে প্রার্থীর পূরণকৃত আবেদনের নমুনা আসবে (Student’s copy) যার প্রিন্ট নেওয়া ও পিডিএফ ফাইল সংরক্ষন করা যাবে।

• প্রার্থীকে আবেদন পত্র পূরণের ৪৮ ঘন্টার মধ্যে নির্দেশিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার আনুষঙ্গিক খরচ
বাবদ ১,০০০/- (এক হাজার টাকা) মাত্র.(অফেরতযােগ্য) টেলিটক মােবাইল সংযােগের মাধ্যমে পাঠাতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে। তবে প্রার্থী নির্দিষ্ট সমক্রের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন। প্রার্থীকে টাকা প্রদান প্রক্রিয়া ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের পছন্দের সেনানিবাস SMS এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

সেনানিবাসের কোডগুলি নিম্নরূপঃ

• ঢাকা সেনানিবাসঃ কোড: ১১
• চট্টগ্রাম সেনানিবাসঃ কোড: ১২
• কুমিল্লা সেনানিবাসঃ কোড: ১৩
• বগুড়া সেনানিবাসঃ কোড: ১৪
• রংপুর সেনানিবাসঃ কোড: ১৫
• যশােহর সেনানিবাসঃ কোড: ১৬

কেন্দ্র নির্বাচন ও ফি প্রদান প্রক্রিয়াঃ

• পরীক্ষা ফি ১,০০০/- (এক হাজার মাত্র) টাকা Prepaid টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। অন্যান্য সকল কাজ অন্য যে কোন মােবাইল থেকে করা যাবে।

• পরীক্ষা ফি জমা দেওয়ার পদ্ধতি: টেলিটকের Prepaid মােবাইল ফোনের Message অপশনে গিয়ে.AFMC লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ?
AFMC<Space>ABCDEF (এখানে ABCDEF ফরম পূরণ করার পর পাওয়া User ID)। ফিরতি SMS-এ একটি PIN প্রার্থীকে জানানাে হবে এবং ফিস হিসাবে ১০০০/= কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে।

সম্মতি দেয়ার জন্য নিম্নলিখিত ভাবে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবেঃ Message অপশনে গিয়ে AFMC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে পছন্দের ক্রমানুসারে দুইটি সেন্টার কোড কমা (,) দিয়ে লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।

উদাহরনঃ AFMC<Space>YES<Space>PIN<Space>11,12 লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। এখানে ১১ ও ১২ যথাক্রমে ঢাকা সেনানিবাস ও চট্টগ্রাম সেনানিবাস পরীক্ষা কেন্দ্র। এই SMS পাবার পর আবেদনপত্র চূড়ান্ত ভাবে গৃহীত হবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজসমূহে ভর্তির আবেদনের সময়সীমা

ভর্তি পরীক্ষার আবেদন অন-লাইনে গ্রহণ শুরুর তারিখ ও সময়ঃ ২৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ১০:০০ ঘটিকা।

ভর্তি পরীক্ষার আবেদন অন-লাইনে গ্রহণ শেষের তারিখ ও সময়ঃ ১২ মার্চ ২০২১ তারিখ ১৬:০০ ঘটিকা।

আবেদনপত্র ফিঃ ১,০০০/- (এক হাজার টাকা) অফেরতযােগ্য।

লিখিত ভর্তি পরীক্ষাঃ ৯ এপ্রিল ২০২১ তারিখ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায়।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ও আর্মি মেডিক্যাল কলেজসমূহে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

লিখিত পরীক্ষা

• ভর্তির লিখিত পরীক্ষা ঢাকা সেনানিবাস সহ মােট ৬টি সেনানিবাসে আগামী ৯ এপ্রিল ২০১ তারিখ শুক্রবার ১০:০০ হতে ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। প্রার্থীকে প্রবেশ পত্রে উল্লেখিত সেনানিবাসে নির্দিষ্ট কেন্দ্রে (যা তিনি আবেদনের সময় পছন্দ করেছেন) অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।

• লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: পদার্থবিদ্যা = ৩০, রসায়নবিদ্যা = ৩০, জীববিদ্যা = ৩০, ইংরেজী = ০৫, সাধারন জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি) = ০৫ (সিলেবাস এইচএসসি/সমমান)।

• লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে এবং লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

প্রার্থী মূল্যায়ন পদ্ধতি

এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে ।

•এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুন = ৭৫ নম্বর (সর্বোচ্চ) |
•এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুন = ১২৫ নম্বর (সর্বোচ্চ)
•MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা = ১০০ নম্বর
•মােট ৩০০ নম্বর

• ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমােট (Aggregated) নম্বর থেকে ০৫ (পাঁচ) নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বৎসরের সরকারী মেডিক্যাল বা ডেন্টাল কলেজ ইউনিট এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে ৭.৫ (সাত দশমিক পাঁচ) নম্বর কর্তন করে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

লিখিত পরীক্ষার ফলাফলঃ সকল আর্মি মেডিক্যাল কলেজসমূহের ফলাফল অত্র ওয়েব সাইট http://afmc.teletalk.com.bd ও www.afmc.edu.bd, কলেজসমূহের নােটিশ বাের্ডে প্রকাশ করা হবে এবং ফর্মে দেওয়া প্রার্থীর মােবাইল নম্বরে SMS-এর মাধ্যমে অবগত করা হবে।

আইএসএসবি (শুধুমাত্র এএফএমসি-এর এএমসি ক্যাডেট প্রার্থীগণের জন্য) প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণদের নির্দিষ্ট দিনে আইএসএসবি-এর সম্মুখীন হতে হবে। ভর্তি পরীক্ষার আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ এবং ফলাফল চূড়ান্তকরণ কম্পিউটারের মাধ্যমে এবং উত্তরপত্র OMR/OCR মেশিনে মূল্যায়ন করা হবে। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ও আর্মি মেডিক্যাল কলেজসমূহে ভর্তি বিজ্ঞপ্তি। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group