ভর্তি তথ্যসকল ভর্তি খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিভাগে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ভর্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিভাগে অনার্স ভর্তি তথ্য ২০২১।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির জন্য শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের নিকট থেকে ১৫ জুন ২০২১ হতে ১৪ আগষ্ট  ২০২১ রাত ১২ টার মধ্যে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহ

• গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর (সরকারি)
• বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ১৪৬/৪ গ্রীন রােড, ঢাকা (বেসরকারি)
• ন্যাশনাল কলেজ অব হােম ইকোনমিক্স, ৮/৫-এ, ব্লক-সি, লালমাটিয়া, ঢাকা (বেসরকারি)
• ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ৫৩, বাউন্ডারী রােড, ময়মনসিংহ (বেসরকারি)
• আকিজ কলেজ অব হােম ইকোনমিক্স, বাড়ি-১১৮, রােড, ৯/এ, ধানমন্ডি, ঢাকা (বেসরকারি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত অর্থনীতি বিভাগে আবেদনের যোগ্যতা ২০২১

• ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমানের এবং ২০২০ সালের বাংলাদেশের যেকোনাে শিক্ষা বাের্ডের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনাে শাখায় উচ্চ মাধ্যমিক অথবা কারিগরি/মাদ্রাসা বাের্ড A-Level বা সমমানের নিদেশি ডিগ্রিধারী হতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের গ্রেডভিত্তিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দয়ের যােগফল ন্যূনতম ৫.৫ হতে হবে তবে কোনাে পরীক্ষায় জিপি এ ২.৫০-এর নিচে হলে তা গ্রহণযােগ্য হবে না।

• যে-সকল প্রার্থী ২০১৫ অথবা তার পরে পাসকৃত IGCSE 0- Level পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে ২০২০ সনের A-Level পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হয়েছে (O- Level ও A- Level এর সর্বশেষ পরীক্ষার সনকে উক্ত পরীক্ষার পাশের বছর হিসেবে ধরা হবে) এবং উপর্যুক্ত ৭টি বিষয়ের মধ্যে যারা ৪টি বিষয়ে অন্তত C গ্রেড, অপর ৩টি বিষয়ে অন্তত D গ্রেড পেয়েছে তারা ভর্তি পরীক্ষায় আবেদনের জনয বিবেচিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে ভর্তি সংক্রান্ত তথ্য  

• অনলাইনে আবেদনের সময়সীমা: ১৫ জুন ২০২১ হতে ১৪ আগষ্ট ২০২১ রাত ১২:০০টা পর্যন্ত।
• অনলাইন আবেদন লিংক: collegeadmission.eis.du.ac.bd
• প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ১০ আগস্ট থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
• ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: আগামী ২৭ আগষ্ট ২০২১ তারিখ শুক্রবার সকাল ১০:০০ টায়।
• ভর্তি পরীক্ষার সময়: ১ ঘন্টা, নম্বর ১০০,
পাশ নম্বর: ৪৮ এবং পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে।

• ফল প্রকাশের সম্ভাব্য তারিখ : ০৬ সেপ্টেম্বর (সােমবার)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিভাগে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ভর্তির আবেদন করবেন যেভাবে 

• অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন collegeadmission.eis.du.ac.bd ওয়েব সাইট থেকে করা যাবে।

• ভর্তির আবেনের জন্য শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা ও মােবাইল নম্বর, পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক), কোটা সংক্রান্ত তথা এবং স্ক্যান করা একটি ছবির প্রয়ােজন পড়বে।

• এখনে উল্লেখ্য যে, প্রার্থী যদি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনাে ইউনিটে আবেদন করে থাকে, তবে উক্ত প্রার্থী সরাসরি তার উচ্চমাধ্যমিকের রােল, বাের্ড এবং মাধ্যমিক পরীক্ষার রােল ব্যবহার করে ওয়েব সাইটে লগইন করতে পারবে এবং নতুন করে কোনাে তথ্য দিতে হবে না।

• ভর্তির আবেদন ফি তাৎক্ষনিক অনলাইনে (মােবাইল বাংকিং বা ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে) বা চারটি রাষ্ট্রয়াত্ব ব্যাংকে (সােনালী, জনতা, অগ্রণী ও রূপালী) নির্ধারিত সময়সীমার মধ্যে জমা প্রদান করা যাবে। আবেদন ও ফি জমার বিষয়ের বিস্তারিত নির্দেশনাবলী উক্ত ওয়েব সাইটে পাওয়া যাবে।

• এ লেভেল/ও লেভেল/সমমান বিদেশি পাঠযক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যায় হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপনের জন্য collegeadmission.eis.du.ac.bd ওয়েব সাইটে গিয়ে সমমান আবেদন” বা “equivalence Application” মেনুতে আবেদন করে তৎক্ষণিকভাবে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে।

• সমতা নিরূপনের পর প্রাপ্ত “equivalence ID, HSC Roll ও ssc Roll ” ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের মত তারাও একই ওয়েব সাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের ভর্তি পরীক্ষায় অসদৃপায় অবলম্বনের কোনাে রিপোট থাকলে প্রার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। ভর্তি প্রক্রিয়ার যেকোনাে পর্যায়ে এমন কি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরও ভর্তির জন্য প্রদত্ত তথ্যাদিতে যদি কোনাে ভুল ধরা পড়ে অনা যদি দেখা যায় যে, প্রার্থীর ভর্তির জন্য ন্যূনতম যােগাতা নেই, তাহলে প্রার্থীর ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি অথবা ভর্তি-পরীক্ষা অথবা বিভাগ মনােনয়ন বাতিল করা হবে। ভর্তি সংক্রান্ত নিয়ম-নীতির যেকোনাে ধারা ও উপধারা পরিবর্তন, পরিবর্ধন, সংশােধন, সংযােজন ও পুনঃসংযােজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিভাগে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি। Dhaka University affiliated Home Economics College Admission Circular 2021

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group