উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এমএ এবং এমএসএস মাস্টার্স ১ম পর্ব ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এমএ এবং এমএসএস প্রােগ্রাম (১ম পর্বঃ১ বছর মেয়াদি) ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ: ২০২১-২০২২। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএ এবং এমএসএস মাস্টার্স প্রােগ্রাম ১ম পর্বে ভর্তি তথ্য। Bangladesh Open University BOU MA and MSS Masters 1st Part Admission Notice Result 2020-2021 Session Has Been Published.

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএ (বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ) এবং এমএসএস (সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল-এর অধীন বাংলা ভাষা ও সাহিত্য, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ বিষয়ে দুই বছর মেয়াদি এমএ এবং এমএসএস প্রােগ্রামের ১ম পর্বে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

শিক্ষার্থীদের ক্লাস বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে (৪/ক, গভ, ল্যাবরেটরী কুল রােড, ধানমন্ডি, ঢাকা-১২০৫) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে। আসনের ৫% কোটা মুক্তিযােদ্ধাদের সন্তান, পােষ্য এবং নৃগােষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে।

আরো পড়ুন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

বাউবি এমএ এবং এমএসএস ভর্তি বৈশিষ্ট্যসমূহ

• ডিগ্রি অর্জনের জন্য একজন শিক্ষার্থীকে প্রথম বছরে (১ম পর্ব/প্রিলিমিনারি) দুই সিমেস্টারে ১২টি কোর্স (প্রতি কোর্স ০৩ ক্রেডিট) এবং দ্বিতীয় বছরে (শেষ পর্ব) দুই সিমেস্টারে ১০টি কোর্স (প্রতি কোর্স ০৪ ক্রেডিট) সম্পন্ন করতে হবে।

• প্রতি শিক্ষাবর্ষ ৬ মাস মেয়াদি ২টি সিমেস্টারে বিভক্ত। প্রথম পর্বের প্রতি সিমেস্টারে ৬টি এবং শেষ পর্বের প্রতি সিমেস্টারে ৫টি করে কোর্স থাকবে। তবে একজন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতি সিমেস্টারে সর্বনিম্ন ৩টি কোর্সে রেজিস্ট্রেশন করতে হবে।

• উল্লেখ্যযােগ্য, এমএ এবং এমএসএস ডিগ্রি অর্জন কতে হলে ০২ (দুই) বছরে মােট ২২টি কোর্স (বা ৭৬ ক্রেডিট) সম্পন্ন করতে হবে। এ রেজিস্ট্রেশনের মেয়াদ ০৫ (পাচ) বছর পর্যন্ত বহাল থাকবে।

বাউবি এমএ এবং এমএসএস প্রােগ্রামে আবেদনের যােগ্যতা

০৩ (তিন) টি পাবলিক পরীক্ষা যথাক্রমে এসএসসি/সমমান, এইচএসসি/সমমান এবং বিএ/ বিএসএস/ বিকম/বিএসসি/সমমান পরীক্ষার যে কোনাে দু’টিতে ন্যূনতম ২য় বিভাগ বা ২.৫০ জিপিএ/সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। যে কোনাে গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে।

বাউবি এমএ এবং এমএসএস প্রােগ্রামের ভর্তি সংক্রান্ত তথ্য ও বিস্তারিত সময়সূচি

• অনলাইনে আবেদনের সময় : ১৫ এপ্রিল, ২০২২ থেকে ১৫ জুলাই, ২০২২ পর্যন্ত।

• লিখিত পরীক্ষার জন্য মনােনীতদের তালিকা
প্রকাশ ও প্রবেশপত্র ইস্যুর তারিখ : ১ আগষ্ট, ২০২২।

• লিখিত পরীক্ষার স্থান : বাউবি’র ওয়েব সাইট এবং ঢাকা আঞ্চলিক কেন্দ্র ও রাজশাহী আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।

• লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ০২ সেপ্টেম্বর, ২০২২, শুক্রবার সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত।

• লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ: ০৭ সেপ্টেম্বর, ২০২২।

• সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান: ২০ সেপ্টেম্বর এপ্রিল ,২০২২ থেকে ২৫ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত; সকাল ৯.০০ টা থেকে শুরু হবে; ডিন অফিস, এসএসএইচএল, বাউবি’র মূল ক্যাম্পাস, গাজীপুর-১৭০৫ এবং ২৮ সেপ্টেম্বর, ২০২২; সকাল ৯.০০ টা থেকে রাজশাহী আঞ্চলিক কেন্দ্র, নওহাটা, পবা, রাজশাহী।

• বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রকাশ : ১০ অক্টোবর ২০২২।

• ভর্তি: ১৩ অক্টোবর ২০২২ থেকে ১৩ নভেম্বর, ২০২২ পর্যন্ত।

ভর্তি পরীক্ষা পদ্ধতি:

• বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• প্রশ্নের মান বণ্টন: বাংলা-২৫, ইংরেজি-২৫, বাংলাদেশ বিষয়াবলি-২৫, আন্তর্জাতিক বিষয়াবলি-২৫।
• পাস নম্বরঃ ৪০। প্রতি অংশে ৪০% নম্বর পেতে হবে।
• প্রতি বিষয়ের আসন সংখ্যা ৬০।

আরো পড়ুন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এলএলবি (অনার্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২

বাউবি এমএ এবং এমএসএস প্রােগ্রামে আবেদন প্রক্রিয়া:

• Online (http://osaps.bou.edu.bd)- এ প্রদত্ত তথ্য পূরণ করা শেষে SMS এর মাধ্যমে temporary user ID ও password পাওয়া যাবে।

• এরপর Payment Option- এ ২৫০/- টাকা ও চার্জ/কমিশন বিকাশ/DBBL/শিওরক্যাশ-এর মাধ্যমে প্রদান করতে হবে।

• ট্রানজেকশন আইডি ও মােবাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও e-mail এ “payment successful’ Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে।

• Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনাে রকম সমস্যা হলে, ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে 0SAPS (Online service & payment system)-এর Helpline নম্বরে অবহিত করতে হবে।

• Temporary User ID ও Password ব্যবহার করে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত সনদপত্র ও নম্বরপত্রসমূহ ১৫ এপ্রিল, ২০২২ থেকে ১৫ জুলাই, ২০২২ তারিখের মধ্যে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের (৪/ক, গভ. ল্যাবরেটরী স্কুল রােড, ধানমন্ডি, ঢাকা-১২০৫) ১০৩ নম্বর কক্ষতথ্য কেন্দ্রে এবং রাজশাহীর ক্ষেত্রে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

• Online এ ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনাে তথ্যের জন্য (http://oSaps.bou.edu.bd)-এর Helpline- এ উল্লেখিত ফোন নম্বরসমুহে অথবা স্ব স্ব আঞ্চলিক কেন্দ্রে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলাে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বাউবি’র ওয়েব সাইটে দেয়া হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এমএ এবং এমএসএস মাস্টার্স ১ম পর্ব ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্ব ভর্তি পদ্ধতি:

• মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ উপরিউক্ত বিষয়সমূহে (ঢাকা আঞ্চলিক কেন্দ্র) এবং সমাজবিজ্ঞান বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির জন্য নির্বাচিত হবেন।

•  ভর্তি কমিটি কর্তৃক শিক্ষার্থী যে বিষয়ে মনােনীত হবেন সে বিষয় পরিবর্তন করা যাবে না।

কোর্স ফি: প্রতি কোর্স ২,১০০ (দুই হাজার একশত) টাকা।

রেজিস্ট্রেশন ফি: প্রতি সিমেস্টার ১,০০০ (এক হাজার) টাকা।

পরীক্ষা ফি: প্রতি কোর্স ৪০০ (চারশত) টাকা।

পুনঃপরীক্ষা ফি: প্রতি কোর্স ৫০০ (পাঁচশত) টাকা। ক্লাস শুরু পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএ এবং এমএসএস মাস্টার্স প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত যে কোনাে তথ্য একাডেমিক কাউন্সিল সংশােধন, সংযােজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সকল আবেদনকারী শিক্ষার্থীর জন্য প্রযােজ্য হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এমএ এবং এমএসএস মাস্টার্স প্রােগ্রাম ১ম পর্ব ভর্তি তথ্য। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এমএ এবং এমএসএস প্রােগ্রাম (১ম পর্বঃ১ বছর মেয়াদি) ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ: ২০২১-২০২২।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এমএ এবং এমএসএস মাস্টার্স ১ম পর্ব ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

Comments are closed.