ভর্তি তথ্যশিক্ষা নিউজসকল ভর্তি খবর

ক্যাডেট কলেজ সমূহে ৭ম শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ Cadet College Admission Circular

বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ক্যাডেট কলেজ সমুহে ৭ম শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি- ২০২৪। ক্যাডেট কলেজে সমূহে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২। ২০২২ সালে ৭ম শ্রেণীতে ক্যাডেট কলেজ সমূহে ভর্তির বিজ্ঞপ্তি। ক্যাডেট কলেজে ভর্তি তথ্য ২০২৩।

ক্যাডেট কলেজ সমূহে ২০২২ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্যাডেট কলেজের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২২ সালে মোট ১২ টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণীতে ছাত্রছাত্রীদের ভর্তি করা হবে। আগ্রহী প্রার্থীদের ৩ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হবে। ৭ম শ্রেণীতে ক্যাডেট কলেজ সমূহে ভর্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

আরো পড়ুন- ৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহে ভর্তির বিস্তারিত তথ্য

ক্যাডেট কলেজসমূহ বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি সমান গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম (Extra-curricular Activities) পরিচালনা করে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তি হিসেবে গড়ে তােলে।

সামরিক অফিসারের তত্ত্বাবধানে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ (Elementary Military Training) এবং নেতৃত্বের প্রশিক্ষণ (Leadership Training) প্রদানের মাধ্যমে ক্যাডেটদের এমনভাবে গড়ে তােলা হয়, যাতে ভবিষ্যতে তারা সশস্ত্রবাহিনীসহ সমাজের সকল ক্ষেত্রে দেশে ও বিদেশে যােগ্য নেতৃত্ব প্রদান করতে পারে।

বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯ টি এবং মেয়েদের ০৩ টি সহ মােট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে। সকল ক্যাডেট কলেজে ২০২২ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য প্রয়ােজনীয় যােগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

ক্যাডেট কলেজ সমুহে ৭ম শ্রেণীর ভর্তির সময়সীমা

• ক্যাডেট কলেজে আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা থেকে।

• ক্যাডেট কলেজে আবেদন শেষ: ১৫ জানুয়ারি ২০২২ তারিখ বিকাল ১৭:০০ ঘটিকার মধ্যে।

• অনলাইনে আবেদন লিংক: www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

ক্যাডেট কলেজ সমূহে ভর্তির পরীক্ষা পদ্ধতি ও পরীক্ষার সময়সূচি

• লিখিত পরীক্ষা: ২৮ জানুয়ারি ২০২২ (শুক্রবার) ০৯:০০-১২:০০ ঘটিকা পর্যন্ত

• লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর: গণিত-১০০ এবং বাংলা-৬০, ইংরেজী-১০০ এবং সাধারণ জ্ঞান-৪০

• মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষার ফলাফলের সহিত মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে উল্লেখ করা হবে।

• স্বাস্থ্য পরীক্ষা: উল্লেখিত সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সামগ্রিক মেধা তালিকা অনুযায়ী চুড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

ক্যাডেট কলেজ সমূহে ৭ম শ্রেণিতে ভর্তির যােগ্যতা

• জাতীয়তা: প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে

• শিক্ষাগত যােগ্যতা: প্রার্থীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

• বয়স: ০১ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ০৬ মাস হবে।

• শারীরিক যােগ্যতা: উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রে প্রযােজ্য)

• সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

• দৃষ্টি শক্তি: চশমাবিহীন এক চক্ষুতে ৬/১২, অন্য চকুতে ৬/১৮, চশমাসহ এক চক্ষুতে ৬/৬, অন্য চক্ষুতে ৬/৬। চশমার পাওয়ার কোন চক্ষুতেই (-) 2D এর অধিক হবেনা। এ্যাসটিগম্যাটিজম এর ক্ষেত্রে Spherical Equivalent হিসাব করতে হবে।

ক্যাডেট কলেজ সমূহে ভর্তির অযোগ্যতা:

• পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে।

• লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযােগ্য হলে।

• গ্রস নক নী (Gross Knock Knee), ফ্লাট ফুট (Flat Foot), কালার ব্লাইন্ড (Colour Blind) ও অতিরিক্ত ওজন (Over Weight)।

• এ্যাজমা (Asthma), মৃগী (Epilepsy), হৃদরােগ (Heart Disease), বাত (Arthritis), বাতজ্বর (Rheumatic Fever), যক্ষ্মা (Tuberculosis), পুরাতন আমাশয় (Chronic Dysentery), হেপাটাইটিস (Hepatitis), ডিওডেনাল আলসার (Duodenal Ulcer), রাতকানা (Night Blindness), যেকোন প্রকার ডায়াবেটিস (Diabetes), হেমােফাইলিয়া (Haemophilia), বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রােগে আক্রান্ত হলে।

• স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ।

আরো পড়ুন- মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ক্যাডেট কলেজ ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ:

সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণের পর কোটা সুবিধা প্রাপ্য প্রার্থীর জন্য স্তবক-৭ ও ৮ এবং অন্যান্য প্রার্থীর জন্য স্তবক-৮ এ চাহিদাকৃত কাগজপত্র ১৫*১০ খামের উপরে প্রার্থীর ইনডেক্স নম্বর এবং পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখপূর্বক ১২ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে প্রার্থীর প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজের ঠিকানায় (স্তবক-৬ দ্রষ্টব্য) রেজিষ্টার্ড ডাক/বাহকের মাধ্যমে পৌছাতে হবে।

ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা

ক্যাডেট কলেজ সমুহে ৭ম শ্রেণীর ভর্তির আবেদনপত্র পূরণের পদ্ধতি:

ক্যাডেট কলেজ সমূহে ভর্তির অনলাইনে আবেদনপত্র পূরণঃ

• www.cadetcollege.army.mil.bd ওয়েবসাইটের Ilome Page এ ‘Admission’ Menu ক্লিক করতঃ প্রদর্শিত “Welcome to Cadet College Online Admission System 2022” Screen এ ‘Create New Application’ button এ ক্লিক করতে হবে। Terms & Conditions’ accept করে ফরমটির প্রতিটি Section পূরণ এবং ছবি সংযােজন (Upload) কত Submit এ ক্লিক করতে হবে।

• ছবি পাসপাের্ট সাইজের অনধিক ১৮০x২১০ পিক্সেল এবং ২০০ কিলােবাইট (KB) এর JPG ফর্মেটে প্রার্থীর ছবি (১৫ দিনের অধিক পূর্বে তােলা নয়) Upload করতে হবে। এ পর্যায়ে প্রার্থীর পূরণকৃত তথ্য ও ছবি প্রদর্শিত হবে।

• সকল তথ্য ও ছবি সঠিক থাকলে Confirm অপশনটি চেক করত। Submit এ ক্লিক করে। Application Submit করুন। এ পর্যায়ে প্রার্থীর Application ID নম্বর এবং Password প্রদর্শিত হবে, যা পরবর্তী সময়ে আবেদনপত্র ফি প্রদান এবং প্রবেশপত্র প্রিন্ট/ডাউনলােড করতে প্রয়ােজন হবে বিধায় অবশ্যই সংরক্ষণ করতে হবে উল্লেখ্য, এই ধাপের পর আর কোন তথ্য পরিবর্তন করা যাবেনা।

আবেদনপত্র ফি প্রদানঃ সফলভাবে Application Submit হওয়ার পর ‘Payment’ Button এ ক্লিক করতঃ প্রদর্শিত Trust Bank, Teletalk অথবা bKash এর মধ্য থেকে যে কোনাে একটি মাধ্যমে ১,৬০০/- (এক হাজার) ছয়শত) টাকা প্রেরণ করতে হবে। উল্লেখ্য, বিকাশ মার্চেন্ট নম্বর ০১৭০৮৩৬৩৮৪৯, যার পেমেন্ট সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: বিস্তারিত পদ্ধতি ‘Payment for Application’ Page এ স্ব স্ব Operator Icon এ সংযুক্ত আছে।

সকল প্রার্থীর জন্য ভর্তির অত্যাবশ্যকীয় কাগজপত্রের তালিকা নিম্নরুপঃ

• প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপণী/প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সত্যায়িত সনদপত্র। ইংরেজী মাধ্যমে অধ্যয়নরত প্রার্থীর ক্ষেত্রে ৫ম/সমমান শ্রেণিতে উত্তীর্ণের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

• প্রার্থীর জন্ম নিবন্ধন/জন্ম সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

• প্রধান শিক্ষক কর্তৃক ৬ষ্ঠ অথবা সমমানের (যেকোনাে মাধ্যম) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল উল্লেখপূর্বক সনদপত্র। পরীক্ষার ফলাফল প্রকাশিত না হয়ে থাকলে প্রধান শিক্ষক কর্তৃক এই মর্মে সনদ প্রদান করতে হবে যে, ‘(নাম)……………………… অত্র স্কুলে ৬ষ্ঠ শ্রেণি/সমমানের বার্ষিক পরীক্ষায় (বাংলা/ইংরেজী) ………………..মাধ্যম/ভার্সন-এ অংশগ্রহণ করেছে এবং পরীক্ষায় কৃতকার্য হবে’।

• প্রার্থীর পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।

• প্রার্থীর পিতা/অভিভাবক ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্র এবং টি আই এন সনদের (যদি থাকে) সত্যায়িত ফটোকপি (জাতীয় পরিচয়পত্র না থাকলে যুক্তিযুক্ত কারণ প্রদর্শনপূর্বক প্রত্যয়নপত্র)।

• অনলাইন আবেদনপত্রে Upload করা ছবির অনুরুপ ১সপাসপাের্ট এবং ১xস্ট্যাম্প সাইজ (রঙ্গিন) ছবি।

বিশেষ দ্রষ্টব্যঃ সত্যায়িত ফটোকপি’তে প্রত্যয়নকারীর নাম ও পদমর্যাদাসহ অফিসিয়াল সীল ব্যবহার করতে হবে এবং ভুল তথ্য প্রদান করা হতে বিরত থাকতে হবে।

ক্যাডেট কলেজ সমুহে ৭ম শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি-২০২৩ Cadet College Admission Circular

ক্যাডেট কলেজ সমুহে ৭ম শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি-২০২৩ Cadet College Admission Circular

 

ক্যাডেট কলেজ সমূহে ভর্তির প্রবেশপত্র সংগ্রহঃ

আবেদনপত্র ফি সফলভাবে প্রদান শেষে এই ধাপে প্রবেশপত্র প্রিন্ট করতে ‘Print Admit Card’ Button এ ক্লিক করতে হবে। চাহিদা অনুযায়ী পরবর্তীতে প্রাপ্ত Page এ নির্ধারিত ঘরে প্রার্থীর Application ID নম্বর এবং Password (প্রথম ধাপের শেষে প্রাপ্ত) প্রদান করে সরাসরি প্রবেশপত্র প্রিন্ট/ডাউনলোড করা যাবে। এছাড়াও ১৬ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে কোনাে কারণে পুনরায় প্রবেশপত্র প্রিন্ট/ডাউনলােডের প্রয়ােজন হলে একইভাবে ‘Print Admit Card’ button এ ক্লিক করে প্রিন্ট/ডাউনলােড করা যাবে। উল্লেখ্য, প্রার্থীকে অবশ্যই সর্বশেষ সংশােধনকৃত প্রবেশপত্র নিয়ে পরীক্ষা হলে উপস্থিত হতে হবে।

প্রসপেক্টাস ও সিলেবাস: প্রসপেক্টাস ও সিলেবাস wwwww.cadetcollege.army.mil.bd ওয়েব সাইটের Admission’ Menu তে পাওয়া যাবে।

পরীক্ষার মাধ্যম: বাংলা/ইংরেজি যেকোনাে একটি মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ: ফেব্রুয়ারি ২০২২ মাসের শেষ সপ্তাহে তারিখের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক এবং স্বাস্থ্যগত পরীক্ষার সময়সূচি শুধুমাত্র www.cadetcollege.army.mil.bd ওয়েবসাইটে এবং ক্যাডেট কলেজসমূহে যথাসময়ে প্রকাশ করা হবে। ২০২২ সালের ক্যাডেট কলেজ সমূহে ৭ম শ্রেণিতে ভর্তি তথ্য ও পরীক্ষার ফলাফল দেখুন এই লিংকে

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group