ভর্তি তথ্যরেজাল্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০১৯-২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান অনার্স ভর্তির ফলাফল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের A B C ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের B ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট-বি) বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানে।

আরো পড়ুন- রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের B ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল  ২০১৯

রাবির বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট-বি) বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ -এর ফলাফল প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে। MCQ ও SAQ পরীক্ষায় প্রাপ্ত মােট নম্বরের ভিত্তিতে তৈরী মেধাক্রম অনুযায়ী বাণিজ্য
গ্রুপের ১৪৪৪ জন, বিজ্ঞান গ্রুপের ৪২৭ জন ও মানবিক গ্রুপের ১০৯ জনের বিষয়ের পছন্দক্রম (Subject Choice) গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন কোটায় আবেদনকারী পরীক্ষার্থী যারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম মােট ৪০ নম্বর পেয়েছে, তাদেরও Subject Choice Form পুরণ করতে হবে। আগামী ২৪/১১/২০১৯ তারিখে বিভাগের নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত চুড়ান্ত তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে প্রকাশ করা হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তির জন্য পরবর্তী তালিকা ০৩/১২/২০১৯ তারিখে বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

নির্বাচিত প্রার্থীগণকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) ১৫/১১/২০১৯ তারিখ দুপুর ১২.০০ টা হতে ২০/১১/২০১৯ তারিখ রাত ১২.০০ টার মধ্যে অনলাইনে Subject Choice Form পূরণ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে Subject Choice Form পূরণ না করলে ভর্তির জন্য কোনভাবেই বিবেচিত হবে না। ভর্তির জন্য নির্বাচিত চূড়ান্ত তালিকা ২৪/১১/১৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে। ২৪/১১/২০১৯ তারিখে প্রকাশিত মেধা তালিকায় উল্লিখিত প্রার্থীগণকে আগামী ২৫/১১/২০১৯ তারিখ হতে ০১/১২/২০১৯ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ২০১৯-২০২০     

বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি ও প্রকৌশল অনুষদ-এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি./বি.ফার্ম.(সম্মান)/বি.এস-সি.এ-জি./ডি.ভি.এম./ বি.এস-সি, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট admission.ru.ac.bd-তে প্রকাশ করা হল।

ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত শর্তানুযায়ী MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আসন সংখ্যার ১০ গুণ পরীক্ষার্থীর SAQ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। এ জন্য নির্বাচিতদের সর্বনিম্ন নম্বর গ্রুপ ১: ২৮, গ্রুপ ২: ২৭ এবং গ্রুপ ৩: ৩১। SAQ ও MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমষ্টির ভিত্তিতে
ফলাফল প্রকাশ হল । উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী ১৫-১১-২০১৯ থেকে ২০-১১-২০১৯ এর মধ্যে অনলাইনে ভর্তির বিভাগের পছন্দক্রম পূরণ করতে হবে।

কোন ভর্তিচ্ছু নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারলে সি-ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং সি-ইউনিটের কোন বিভাগে ভর্তির আর কোন সুযােগ থাকবে না। পছন্দক্রম পূরণ করার সময় কোন ভর্তিচ্ছু কোন বিভাগে ভর্তি হতে আদৌ আগ্রহী না হলে সেটি পছন্দক্রম থেকে বাদ রাখতে পারবে। তবে পছন্দক্রম প্রদানের পর তা অনুযায়ী কোন বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে, নতুবা সি-ইউনিটে তার প্রার্থিতা বাতিল
বলে গণ্য হবে এবং পরবর্তীতে সি-ইউনিটের কোন বিভাগে ভর্তির আর কোন সুযােগ থাকবে না।

পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিভাগ-পছন্দের ক্রম অনুসারে স্বয়ংক্রীয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। এজন্য প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না – নােটিশে জানতে পারবে। পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রম অনুসারে প্রথম নির্বাচন তালিকা ২৩.১১.১৯ তারিখ অপরাহে বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট admission.ru.ac.bd-তে প্রকাশিত হবে।

১ম নির্বাচিত তালিকায় নির্বাচিতদের ২৫ নভেম্বর – ০১ ডিসেম্বর, ২০১৯ ভর্তি হতে হবে। এ ছাড়াও শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচন করা হবে, যার সম্ভাব্য সময়সূচী যথাসময়ে প্রকাশ করা হবে।

যে সকল উত্তীর্ণ ভর্তিচ্ছু পরীক্ষার সময় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি হতে আগ্রহ প্রকাশ করে বৃত্ত পূরণ করেছে, তাদের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত নােটিশ আগামী ১১.১১.১৯ তারিখ অপরাহে প্রকাশ করা হবে। ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থী উক্ত বিভাগে ভর্তির কোন
সুযােগ পাবে না, তবে অন্যান্য বিভাগগুলােতে ভর্তির সুযােগ বহাল থাকবে।

মুক্তিযােদ্ধা কোটা ও ক্ষুদ্র নৃ-গােষ্ঠী কোটার ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম ছাত্র উপদেষ্টা দপ্তর এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম প্রধান চিকিৎসকের দপ্তর থেকে পরিচালিত হবে। এ বিষয়ে তাদের পক্ষ থেকে যথাসময়ে বিজ্ঞপ্তি প্রদান করা হবে। সি-ইউনিটে পােষ্য কোটার ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি ১১.১১.১৯ তারিখ অপরাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি সংক্রান্ত কোন সমস্যার জন্য অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা – বিকাল ৫টা) ইউনিট কার্যালয়ে যােগাযােগ করা যেতে পারে (ফোন: ০৭২১-৭১১২৫৫, ০১৯১৪-৩২৭১৪২)। অনলাইন পছন্দক্রম ফর্ম পূরণ সংক্রান্ত কারিগরী সমস্যার জন্য হেল্পলাইন ০১৭০৩-৮৯৯৯৭৩। প্রকাশিত ফলাফলে কোন ভুলভ্রান্তি গােচরীভূত হলে তা সংশােধন করার ক্ষমতা ইউনিট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে ক্লিক করুন

ভর্তির সময় প্রার্থীকে নিম্নে উল্লিখিত কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবেঃ

• পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র।
• Subject Choice Form এর প্রিন্ট কপি।
• এস.এস.সি./সমমান ও এইচ.এস.সি./সমমান পরীক্ষার মূল মার্কশীট।
• এইচ.এস.সি. মূল রেজিস্ট্রেশন কার্ড।
• নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে ভর্তির যােগ্যতা বাতিল বলে গণ্য হবে।
• ক্লাশ শুরুর তারিখ ২১/০১/২০২০।
• প্রকাশিত ফলাফলে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশােধন/বাতিল করার ক্ষমতা যথাযথ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group