শিক্ষা নিউজসকল ভর্তি খবর

একাদশ শ্রেণীতে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজ ভর্তির নিশ্চায়ন পদ্ধতি 2023

একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চায়ন পদ্ধতি 2023। একাদশ শ্রেণীতে কলেজে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির রেজিষ্ট্রেশন ফি প্রদান ও মাইগ্রেশন পদ্ধতি। একাদশ শ্রেণীতে ভর্তির মেধাতালিকার ফলাফল প্রকাশ হবে ০৫ সেপ্টেম্বর। একাদশ শ্রেণীতে ভর্তির ওয়েবসাইট এ এই ফল প্রকাশ করা হবে। এখানে আপনাদের সামনে তুলে ধরব এইচএসসি ভর্তির রেজিষ্ট্রেশন ফি প্রদান ও মাইগ্রেশন পদ্ধতি ২০২৩।

একাদশ শ্রেণীতে ভর্তির ১ম পর্যায়ে যারা মনোনীত হয়েছেন তাদের রেজিষ্ট্রেশন ফি ৩৩৫টাকা প্রদানের মাধ্যমে অনলাইনে ভর্তি নিশ্চিত করতে হবে। যদি কলেজ পরিবর্তন  করতে চান মাইগ্রেশনের সুযোগ থাকবে। এখানে আপনাদের সামনে তুলে ধরব একাদশ শ্রেনিতে কলেজে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির রেজিষ্ট্রেশন ফি প্রদান ও মাইগ্রেশন পদ্ধতি।

আরো পড়ুন – একাদশ শ্রেণীতে ভর্তির রেজাল্ট ২০২৩

একাদশ শ্রেণীতে ১ম পর্যায়ে ভর্তির মনোনীতদের ভর্তি নিশ্চিত করতে হবে আগামী ০৭/০৯/২০২৪ তারিখ সকাল ৯ টা হতে ১০/০৯/২০২৩ তারিখ রাত ৮ টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ১০/০৯/২০২৩ তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩৩৫/= টাকা ( ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। নইলে শিক্ষার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাবে। একইসঙ্গে বাতিল হবে তার আবেদনটিও। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৬/০৯/২০২০ হতে ০৫/১০/২০২৩।

আরো পড়ুন- ২০২৩-২৪  শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত নির্দেশিকা

একাদশ শ্রেণীতে ১ম পর্যায়ে ভর্তির বিস্তারিত সময়সীমা

নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমাদানের সময়সীমাঃ ০৭/০৯/২০২৩ তারিখ সকাল ৯ টা হতে ১০/০৯/২০২৩ তারিখ রাত ৮ টা পর্যন্ত

• অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চায়নের শেষ তারিখঃ ০৭/০৯/২০২০ তারিখ সকাল ৯ টা হতে ১০/০৯/২০২০ তারিখ রাত ৮ টা পর্যন্ত।

মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমাঃ ২৬/০৯/২০২০ হতে ১০/০৫/২০২০।

একাদশ শ্রেণীতে ভর্তির রেজিষ্ট্রেশন ফি জমা দেওয়ার পদ্ধতি

টেলিটক মােবাইলে SMS- এর মাধ্যমে কলেজ ভর্তির নিশ্চায়ন ফি প্রদানের পদ্ধতিঃ

ভর্তি নিশ্চায়ন ইচ্ছুক যেকোন প্রার্থী টেলিটক প্রি-পেইড মােবাইলের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে ফি প্রদান করবেন-

প্রথম SMS :

CAD<Space>Board Name <Space> Roll <Space> Year and Send to 16222

দ্বিতীয় SMS :

CAD<Space>Yes <Space> Pin <Space> Contact No. and Send to 16222

নিশ্চায়ন ফি : ২০০ টাকা+ সার্ভিস চার্জ

শিওর ক্যাশ এর মাধ্যমে কলেজ ভর্তির নিশ্চায়ন ফি প্রদানের পদ্ধতিঃ

ধাপ-১: শিওরক্যাশ এর মেনু পেতে *৪৯৫# ডায়াল করে PAYMENT অপশন নির্বাচন করতে হবে।
ধাপ-২: পেমেন্ট কি-ওয়ার্ড CAD লিখতে হবে
ধাপ-৩: স্টুডেন্টকে লিখতে হবে: <বোর্ড কোড><পাসের সন><বাের্ডের রােল নম্বর>
ধাপ-৪: স্টুডেন্টের মােবাইল নাম্বার লিখতে হবে।
ধাপ-৫: স্টুডেন্টের এর নাম সহ Amount: Tk. 200 প্রদর্শিত হবে এবং মােবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান করলে পেমেন্ট সফল হলে TXN নাম্বার সহ Successful Massage প্রদর্শিত হবে।

শিওরক্যাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান করার নিয়মঃ

শিওরক্যাশ এর অ্যাপ ডাউনলােড করুন-
ধাপ-১: শিওরক্যাশ অ্যাপ এ লগ ইন করে Payment অপশন সিলেক্ট করুন
ধাপ-২: পরবর্তি ধাপে যেতে CAD লিখে Next অপশন সিলেক্ট করুন
ধাপ-৩: স্টুডেন্টকে লিখতে হবে: বোর্ড কোড><পাসের সন><বাের্ডের রােল নম্বর>
ধাপ-৪: স্টুডেন্টের মােবাইল নাম্বার লিখতে হবে।
(মােবাইল স্ক্রিনে Student এর নাম সহ Amount: Tk. 200 প্রদর্শিত হবে)
ধাপ-৫: পরবর্তি/Next বাটন সিলেক্ট করুন
ধাপ-৬: পেমেন্ট নিশ্চিত করতে Confirmation বাটন সিলেক্ট করুন। Payment সফল হলে Txn ID সহ Successful Massage প্রদর্শিত হবে।

লক্ষণীয়ঃ

• স্টুডেন্টকে বাের্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন ঢাকার জন্য DHA), পাশের বছরের সংখ্যা (যেমন 2020) এবং বাের্ডের রােল নম্বর। উদাহরণ স্বরূপ- DHA2018410606

• শিক্ষার্থী ভর্তির আবেদনের ফি প্রদানের সময় যেই মােবাইল নাম্বার ব্যবহার করেছিলাে, চতুর্থ নম্বর ধাপে সেই একই মােবাইল নাম্বার ব্যবহার
করতে হবে।

• প্রতিটি শিক্ষার্থী ভর্তির নিশ্চায়ন রেজিষ্ট্রশন ফি ২০০ টাকা ও সার্ভিস চার্জ ০৩ টাকা সহ মােট ২০৩ টাকা প্রদান করতে হবে।

• এ সংক্রান্ত যে কোনাে জিজ্ঞাসার উত্তর পেতে শিওরক্যাশ এর হট লাইনে যােগাযােগ করুন।
শিওরক্যাশ এর হট লাইন নাম্বার: 096 140 164 95

বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করার নিয়মাবলিঃ

ধাপ ১- বিকাশ অ্যাপ মেন্যু থেকে পে বিল সিলেক্ট করুন।
ধাপ ২- বিলার তালিকা থেকে ‘XI Class admission’ সিলেক্ট করুন।
ধাপ ৩- পেমেন্ট কোড দিন। এরপর কনট্যাক্ট নাম্বার দিন। পরের ধাপে যেতে ‘Arrow’ বাটনটিতে ট্যাপ
করুন।

পেমেন্ট কোড- <বাের্ড কোড> <পাসের সন> <রােল নাম্বার> (কোন স্পেস হবে না)

বাের্ড কোড এর তালিকাঃ
Dhaka Board- DHA
Comilla Board- COM
Rajshahi Board- RAJ
Jessore Board- JES.
Chittagong Board- CHI
Barishal Board- BAR
Sylhet Board- SYL
Dinajpur Board- DIN,
Mymensingh Board- MYM
Madrasha Board- MAD
Bangladesh Open University- BOU

•পাসের সনঃ যে বছর এসএসসি পাশ করেছেন।
•রােল নাম্বারঃ এসএসসি এর রােল নাম্বার।
•উদাহরনঃ একজন ২০২০ সালের এসএসসি গ্রেডুয়েট ঢাকা
•বাের্ড থেকে যদি আবেদন করতে চানঃ
•পেমেন্ট কোডঃ DHA2019100000,
•যেখানেঃ
বাের্ড কোড-DHA
পাসের সন-2020
রােল নাম্বারঃ 100000

ধাপ ৪- পেমেন্ট এর সার-সংক্ষেপ যাচাই করে পরবর্তী ধাপে যেতে ‘Arrow’ বাটনটিতে ট্যাপ করুন
ধাপ ৫- পরবর্তী ধাপে যেতে পিন নাম্বার দিন।
ধাপ ৬- পে বিল সম্পন্ন করতে নিচের বাটনটি ট্যাপ করে ধরে রাখুন পে বিল সম্পন্ন হচ্ছে। একটু অপেক্ষা করুন।

একাদশ শ্রেণীতে ভর্তির রেজিষ্ট্রেশন ফি প্রদান পদ্ধতি

একাদশ শ্রেণীতে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজ ভর্তির নিশ্চায়ন

একাদশ শ্রেণীতে কলেজে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির রেজিষ্ট্রেশন ফি প্রদান ও মাইগ্রেশন পদ্ধতি

২য় পর্যায়ের ফলাফল নিশ্চায়নের সময়সীমা ০৭/০৯/২০২৩ তারিখ সকাল ৯ টা হতে ১০/০৯/২০২৩ তারিখ রাত ৮ টা পর্যন্ত। ২য় পর্যায়ের ফলাফল নিশ্চায়ন না করলে, নির্বাচন (Selection) এবং পূর্বেকার ভর্তির আবেদন বাতিল হয়ে যাবে। তবে মাইগ্রেশনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৩৩৫/= টাকা দেওয়ার প্রয়োজন নাই।

আপনার রেজিষ্ট্রেশন ফি পরিশোধ হয়েছে কিনা চেক করুন এই লিংকে

একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীত কলেজে যেসব কাগজ পত্র জমা দিতে হবে

•এসএসসি পরীক্ষার মার্কসিট
•এসএসসি পরীক্ষার প্রশংসা পত্র
•৪/৫ কপি ছবি সত্যায়িত করা
•টাকা কলেজের উপর নির্ভরশীল
•জন্ম নিবন্ধন ও নাগরিকত্বের সার্টিফিকেট
বিদ্রঃ কলেজ ভেদে ভিন্ন হতে পারে

যারা ১ম পর্যায়ে চান্স পায়নি চিন্তার কোন কারণ নেই এরপর আগামী ১২ সেপ্টেম্বর রাত ৮টার পর ২য় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে এবং ১৬ সেপ্টেম্বর রাত ৮টার পর ২য় ধাপের আবেদনের ফল প্রকাশ হবে। আর পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের এবং ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১৬/০৯/২০২৩ (রাত ৮ঃ০০ টার পর)। উল্লেখ্য আগামী একাদশ শ্রেণিতে ক্লাস কবে শুরু হবে তা পরবর্তীতে জানানো হবে।

আরো পড়ুন- ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ও নীতিমালা

ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ, প্রকাশ এবং মাইগ্রেশনঃ

মােট ৩ (তিন) টি পর্যায়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। প্রাথমিক নিশ্চায়ন সাপেক্ষে সর্বোচ্চ ২(দুই) বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন প্রক্রিয়া এখানে য়া চালনা করা হবে অর্থাৎ প্রাথমিক নিশ্চায়নের পরও সর্বোচ্চ ২(দুই) বার একজন শিক্ষার্থীর কলেজ নির্বাচন পরিবর্তন হতে পারে। প্রতি পর্যায়ে পছন্দক্রমানুযায়ী অটোমাইগ্রেশন হবে এবং মাইগ্রেশন সর্বদাই পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।

• একজন শিক্ষার্থী তার আবেদনের সময় দেয়া কলেজ পছন্দক্রম ও এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল, কোটা ইত্যাদির ভিত্তিতে শুধুমাত্র ১টি কলেজেই সিলেকশন পাবে।

• নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বাের্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩৩৫/- টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন।করবেন। উল্লেখ্য যে, প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই ৩৩৫/- টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর মনােনয়ন ও আবেদন বাতিল হবে। এমন শিক্ষার্থী ইচ্ছা করলে পরবর্তী পর্যায়ের জন্য আবেদন ফি জমা দিয়ে নতুন আবেদন করতে পারবে।

• যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজেই সিলেকশন পাবে না তারা পুনরায় আবেদন ফি ব্যতীত এবং যারা ইতিপূর্বে কোন।কলেজেই আবেদন করে নাই তারা আবেদন ফি জমা সাপেক্ষে আবেদন করতে পারবে।

ফলাফল প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট তারিখে শিক্ষার্থীদের SMS-এর মাধ্যমে ফলাফল জানানাে হবে এবং একই সাথে SMS-এ একটি গােপনীয় Security Code প্রদান করা হবে। এই Security Code টি চুড়ান্ত ভর্তি নিশ্চায়নের জন্য সংরক্ষণ করতে হবে।

কলেজে ভর্তিঃ

নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তি ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd দেয়া হবে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ডাউনলােড করে তা নােটিশ বাের্ডে প্রদর্শন করবেন। অতঃপর ভর্তির জন্য নির্ধারিত তারিখে শিক্ষার্থী কলেজে উপস্থিত হয়ে প্রয়ােজনীয় কাগজপত্র ও অনুমােদিত ফি জমা দিয়ে ভর্তি হবে এবং কলেজ শিক্ষার্থীর Security Code ব্যবহার করে ভর্তির চূড়ান্ত নিশ্চায়ন করবে।

একাদশ শ্রেণীতে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজ ভর্তির নিশ্চায়ন

আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচিঃ

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে হবে:

• ১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ৫ সেপ্টেম্বর এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি আমাদের ওয়েবসাইট এ প্রকাশ করা হবে ।

• শিক্ষার্থীর Selection নিশ্চায়নঃ (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) ০৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

• ২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

• পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর

• ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর

• ২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়নঃ (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

• ৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২০ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর

• পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর

• ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর

• ৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়নঃ (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

• কলেজ ভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশঃ ২৫ সেপ্টেম্বর

• ভর্তির সময়সীমাঃ ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত

• ক্লাশ শুরুর তারিখঃ ৮ অক্টোবর ২০২৩

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group