আরবি বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কামিল মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ Kamil Masters Exam Form Fill Up Circular

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা এর নিয়মিত, অনিয়মিত, রিটেইক, মান-উন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরণ এর সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। কামিল মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৩। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ১ বছর মেয়াদি কামিল মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ ২০২৩।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২০২৩ সালে অনুষ্ঠিতব্য কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০২১ এর নিয়মিত, অনিয়মিত, রিটেইক, মান-উন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরণ এর সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

কামিল মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসার অধ্যক্ষবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০২১ এর নিয়মিত, অনিয়মিত, রিটেইক, মান-উন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে।

পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ : খ্রি.।

অন-লাইনে (eFF) ফরম পূরণ সংক্রান্ত নির্দেশনাবলি:

বিলম্ব ফি ব্যতীত অনলাইন eFF করার তারিখ: ০৩.০৩.২০২৪ হতে ১৮.০৩.২০২৪ পর্যন্ত।

বিলম্ব ফি ব্যতীত ফরম ফিলাপ ও অন্যান্য ফি ব্যাংকে জমা দেয়ার তারিখ: ০৪.০৯.২০২৩ হতে ০৫.০৯.২০২৩ পর্যন্ত।

বিলম্ব ফিসহ অনলাইন eFF করার তারিখ: ০৪.০৯.২০২৩ হতে ০৭.০৯.২০২৩ পর্যন্ত।

বিলম্ব ফিসহ ফরম ফিলাপ ও অন্যান্য ফি ব্যাংকে জমা দেয়ার তারিখ: ১০.০৯.২০২৩ পর্যন্ত।

পরীক্ষার্থীর যােগ্যতা:

• ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) ভর্তি হওয়ার পর যে সকল শিক্ষার্থী রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে তারা কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০২১ তে অংশগ্রহণ করতে পারবে।

• যে সকল শিক্ষার্থী ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে কিন্তু কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০১৯ ও ২০২০ তে অংশগ্রহণ করতে পারেনি তাদের রেজিস্ট্রেশন মেয়াদ থাকা সাপেক্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০২১ তে অংশগ্রহণ করতে পারবে।

রিটেইক (Retake):

• যে সকল শিক্ষার্থী ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০১৯ ও ২০২০ তে অংশগ্রহণ করে পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যে কোনাে বিষয়ে F গ্রেড প্রাপ্ত হয়েছে অথবা কোন বিষয় অনুপস্থিত থেকে F গ্রেড প্রাপ্ত হয়েছে, তারা ৫০০/- (পাঁচশত) টাকা ব্যাংকে জমাদান সাপেক্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০২১ তে উক্ত বিষয়ে রিটেইক (Retake) অংশগ্রহণ করতে পারবে। এই সুযােগ পরীক্ষার্থী শুধুমাত্র একবারই পাবে।

মান-উন্নয়ন পরীক্ষা:

• যে সকল শিক্ষার্থী -২০২০ তে অংশগ্রহণ করে পরীক্ষায় যে বিষয়ে C গ্রেড অথবা C গ্রেড এর কম পেয়েছে, তারা ৫০০/- (পাঁচশত) টাকা ব্যাংকে জমাদান সাপেক্ষে কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০২১ তে উক্ত বিষয়ে মান-উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই সুযােগ পরীক্ষার্থী শুধুমাত্র একবারই পাবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল মাস্টার্স পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৪ Kamil Masters Exam Form Fill Up Circular

কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষার ফরম পূরণ এর সংক্রান্ত বিজ্ঞপ্তি  ২০২৪ Kamil Masters Exam Form Fill Up Circular

কামিল মাস্টার্স রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশাবলী :

• রেজিস্ট্রেশন নম্বর ছাড়া আবেদন ফরম কোনরূপ যােগাযােগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ সকল পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের নম্বর ও বিষয় কোড সম্পর্কে নিশ্চিত হয়েফরম পূরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

কামিল মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণের সিলেবাস সংক্রান্ত :

পরীক্ষার্থীদেরকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর প্রচলিত কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) শ্রেণির জন্য প্রণীত পাঠক্রম-পাঠ্যসূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

অন-লাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলী :

• eFFএর Login Password এর ক্ষেত্রে eSIF এর Login Password ব্যবহার করতে হবে। প্রদর্শিত সম্ভাব্য তালিকায় টিক চিহ্ন (√) দিয়ে শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী ব্যাংকের নিজস্ব জমা রশিদের মাধ্যমে সম পরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হবে এবং উক্ত মূল রশিদটি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে।

• অসম্পূর্ণ আবেদন কোনরূপ যােগাযােগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে এবং এর দায়িত্ব সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ বহন করবেন।

কামিল মাস্টার্স পরীক্ষার ফি-এর হার :

• কামিল (মাস্টার্স ১ বছর মেয়াদী) পরীক্ষা-২০১৭ এর প্রতি পরীক্ষার্থীর কেন্দ্র ফি ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিতে হবে।

• কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থ থেকে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষার যাবতীয় ব্যয় নির্বাহ করবেন। বিশ্ববিদ্যালয় হতে অলিখিত উত্তরপত্র ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সরঞ্জামাদি সংগ্রহ এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করার জন্য প্রয়ােজনীয় ব্যয় কেন্দ্র ফি হতে বহন করতে হবে। পরীক্ষা কেন্দ্রের যাবতীয় ব্যয় কেন্দ্র ফি হতে সংকুলান করতে হবে।

ফরম পূরণ করতে এই লিংকে ক্লিক করুন

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group