আরবি বিশ্ববিদ্যালয়

কামিল মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র ডাউনলােড বিজ্ঞপ্তি ২০২৪ Kamil Masters Exam Admit Card Download

Kamil Masters Exam Admit Card Download ২০২০ সালে অনুষ্ঠিতব্য কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০২৪ এর নিয়মিত, অনিয়মিত, রিটেক, মান-উন্নয়ন পরীক্ষার্থীদের DR List স্বাক্ষরলিপি এবং প্রবেশপত্র ডাউনলােড সংক্রান্ত বিজ্ঞপ্তি।

আরো দেখুনকামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষার রুটিন ২০২৫

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) মাদরাসার অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ২০১৯ সালে অনুষ্ঠিতব্য কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০১৬ এর নিয়মিত ও অনিয়মিত, রিটেক, মান-উন্নয়ন পরীক্ষার্থীদের DR List, স্বাক্ষরলিপি এবং প্রবেশপত্র ডাউনলােড সংক্রান্ত কার্যক্রম নিম্নোক্ত তফসিল অনুযায়ী সম্পন্ন হবে।

এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম ও নিয়মাবলী নিম্নে প্রদত্ত হলাে:

•পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষার্থীদেরকে প্রদানের তারিখ: ২৪/০৪/২০১৯ থেকে ২৫/০৪/২০১৯ তারিখ পর্যন্ত।

•প্রবেশপত্রের যে কোন ধরণের সংশােধনের জন্য Online Banking এ টাকা জমা দিয়ে ব্যাংক রশিদ, আবেদন ও (eFF)এর প্রিন্ট আউট কপি পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে জমা দেয়ার সর্বশেষ
তারিখ: ২৮/০৪/২০১৮ থেকে ২৯/০৪/২০১৯ তারিখ পর্যন্ত

•সংশােধিত প্রবেশপত্র ওয়েবসাইট হতে ডাউনলােড করার তারিখ: ২৯/০৪/২০১৯ থেকে ৩০/০৪/২০১৯ তারিখ পর্যন্ত।

DR List ওয়েবসাইট হতে ডাউনলােড করার তারিখ: ৩০/০৪/২০১৯

পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি ওয়েবসাইট হতে ডাউনলােড করার তারিখ: ৩০/০৪/২০১৯

কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০২২ পরীক্ষার্থীদের DR List স্বাক্ষরলিপি এবং প্রবেশপত্র ডাউনলােড সংক্রান্ত বিজ্ঞপ্তি Kamil Masters Exam Admit Card Download
কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষার প্রবেশপত্র

Admit Card, DR List, এবং Signature sheet ডাউনলােড ও প্রিন্ট করার নিয়মাবলী

* বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ ঢুকে eSIF/eFF মেনুতে যাবে।

* তারপর পরীক্ষা কেন্দ্রের মাদরাসায় EIIN ও Password দিয়ে Login করবে। এ cFF এর অনুরূপ Class, Year, Type এবং Session নির্বাচন করে Continue বাটনে ক্লিক করবে।

* বাম পাশের মেনু বক্সে “Admit Card Download বাটনে ক্লিক করলে কেন্দ্রের আওতাধীন সকল মাদরাসার তালিকা প্রদর্শন করা হবে। প্রদর্শিত তালিকায় প্রতিটি মাদরাসার নামের পার্শ্বের Downloads কলামে Generate Admit Card/ Download Admit Card বাটনে ক্লিক করে
pdf ফাইলটি জেনারেট করে ডাউনলােড করবে।

* Retake ও Improvement এর ক্ষেত্রে Generate Admit Card for Retake Improvement/Download Admit Card for Retake & Improvement বাটনে ক্লিক করে জেনারেট করে ডাউনলোড করবে।

বিঃ দ্রঃ প্রবেশপত্র প্রিন্ট করার বিস্তারিত নির্দেশিকা নিশটসহ eSIF/eFF এর নােটিশ সেকশনে পাওয়া যাবে।

> বাম পাশের মেনু বক্সে DR Download বাটনে ক্লিক করে DR তালিকা প্রিন্ট করুন।

> বাম পাশের মেনু বক্সে Signature sheet Download বাটনে ক্লিক করে কেন্দ্রের সকল পরীক্ষার্থীদের Signature sheet
Download করে প্রিন্ট করুন।

প্রবেশপত্র সংশােধনের জন্য ব্যাংকে টাকা জমা ও অন্যান্য নিয়মাবলী:

•পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংশােধনী ফি বাবদ প্রতি পরীক্ষার্থী ৩০০/-(তিনশত) টাকা হারে Online Banking এর মাধ্যমে অগ্রণী ব্যাংক, সাতমসজিদ রােড শাখা, ঢাকার হিসাব নং-০২০০০০৯০৮২৩৪১ (ইআবি পরীক্ষা ফান্ড) এর মাধ্যমে জমা দিতে হবে। প্রবেশপত্র সংশােধনের জন্য অধ্যক্ষ কর্তৃক আবেদন, ব্যাংক রশিদের মূলকপি ও (eFF) এর প্রিন্ট আউট কপি পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে জমা দিতে হবে।

•ব্যাংকে টাকা জমার পর মাদরাসার অধ্যক্ষ টাকা জমা রশিদের বিপরীত পৃষ্ঠায় সীলমােহরসহ স্বাক্ষর করবেন। কোন ক্রমেই নগদ টাকা, পে-অর্ডার,
পােস্টাল অর্ডার , সিকিউরিটি ডিপােজিট রিসিট অথবা ট্রেজারী চালান ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের ফি হিসেবে গ্রহণ করা হবে না।

•Islamic Arabic University IAU Kamil Masters 1st Year Admit Card Download, Regular, Irregular, ReTake, Gard Improvement বিজ্ঞপ্তিতে বর্ণিত তারিখের পর কোন ক্রমেই টাকা জমার রশিদ ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group