শিক্ষা খবর

আসছে কোটি টাকার কুইজশো ‘বাংলাদেশ জিজ্ঞাসা অনলাইন পরিক্ষা

আসছে কোটি টাকার কুইজশো ‘বাংলাদেশ জিজ্ঞাসা বাংলাদেশ জিজ্ঞাসা: ৪৭ বছরে বাংলাদেশের অর্জন, সাফল্য, ব্যর্থতা—সব মিলিয়ে আমরা কে, কাকে, কোথায়, কখন, কেন, কীভাবে আছি এসব প্রশ্ন আর তার উত্তর নিয়ে ইনডিপেনডেন্ট টিভিতে আসছে এই কুইজ শো। “বাংলাদেশ জিজ্ঞাসায়” অংশগ্রহণকারী চ্যাম্পিয়নের জন্য থাকছে ১ কোটি টাকা পুরষ্কার। প্রথম রানার আপ পাবেন ২৫ লাখ টাকা; এ ছাড়া দ্বিতীয় রানার আপ এবং তৃতীয় রানার আপ পাবেন যথাক্রমে ১৫ ও ৫ লাখ টাকা করে পুরষ্কার।

বাংলাদেশ জিজ্ঞাসার” প্রথম পর্ব থেকে চূড়ান্ত পর্ব পর্যন্ত প্রতিটি পর্বের অংশগ্রহণকরীর জন্য থাকছে বিভিন্ন অঙ্কের প্রাইজ মানি। পুরো প্রতিযোগিতায় মোট ১ কোটি ৭৭ লাখ টাকার পুরষ্কার পাবেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি থাকছে দর্শকদের জন্যও আকর্ষণীয় পুরষ্কার।

ইনডিপেনডেন্ট টিভির আয়োজন “বাংলাদেশ জিজ্ঞাসা” স্পন্সর করছে আইএফআইসি ব্যাংক।

  • Login
  • Hotline: 09613868868 (8am – 12am)

CLICK FOR EXAMINATION

২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরের যেকোনো সময় অনলাইন পরীক্ষায় অংশ নিন। একবার পরীক্ষাই যথেষ্ট।

আগামী ১২ অক্টোবর ইনডিপেনডেন্ট টিভিতে শুরু হতে যাওয়া এই কুইজ শোতে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ফরম ইতোমধ্যেই খুলে দেয়া হয়েছে। ১৮ বছরের উর্দ্ধে বাংলাদেশের যে কোনো নাগরিক “বাংলাদেশ জিজ্ঞাসা” অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। আগামী ২৭ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত www.bangladeshjiggasha.com এই ওয়েব অ্যাড্রেসে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। এ ছাড়া ইনডিপেনডেন্ট টিভির ওয়েব পেইজ www.independent24.com এবং ফেসবুক পেইজের www.facebook.com/IndependentTVNews মাধ্যমেও নাম নিবন্ধন করা যাবে।

আসছে কোটি টাকার কুইজশো ‘বাংলাদেশ জিজ্ঞাসাআসছে কোটি টাকার কুইজশো ‘বাংলাদেশ জিজ্ঞাসা

যারা ২৭ সেপ্টেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করবেন তারাই পরবর্তী সময়ে অনলাইন পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। একজন ব্যক্তি একবারই এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। অনলাইন পরীক্ষার সময়সূচী পরে জানানো হবে।

পরবর্তী ধাপে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রতিযোগীরা বিভাগীয় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একযোগে বিভাগীয় পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখান থেকেই “বাংলাদেশ জিজ্ঞাসার” মঞ্চে আসার সুযোগ পাবেন ৮টি বিভাগ থেকে বাছাই করা ৮ জন করে মোট ৬৪ প্রতিযোগী। বিভাগীয় পরীক্ষার স্থান ও সময় পরে ঘোষণা করা হবে।

প্রাইজ মানি

চ্যাম্পিয়ন : ১ কোটি টাকা
প্রথম রানার আপ : ২৫ লাখ টাকা
দ্বিতীয় রানার আপ : ১৫ লাখ টাকা
তৃতীয় রানার আপ : ৫ লাখ টাকা
সেমিফাইনালে বিদায়ী : ৪ জন ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা
কোয়ার্টার ফাইনালে বিদায়ী : ৮ জন ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা
দ্বিতীয় রাউন্ডে বিদায়ী : ১৬ জন ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা
প্রথম রাউন্ডে বিদায়ী : ৩২ জন ২৫ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা
মোট : ১ কোটি ৭৭ লক্ষ টাকা।

কুইজ শো Rules

১। বয়স নূন্যতম ১৮ বছর।

২। থাকতে হবে ছবিসহ পরিচয়পত্র।

৩। অংশগ্রহণকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

৪। চূড়ান্ত প্রতিযোগিতায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আসছে কোটি টাকার কুইজশো ‘বাংলাদেশ জিজ্ঞাসা এ ছাড়া প্রতি পর্বে দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় অঙ্কের প্রাইজ মানি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

2 thoughts on “আসছে কোটি টাকার কুইজশো ‘বাংলাদেশ জিজ্ঞাসা অনলাইন পরিক্ষা

Comments are closed.