অ্যাসাইনমেন্টশিক্ষা নিউজ

অ্যাসাইনমেন্টে নকল ঠেকাতে ও নিজ হাতে লিখতে মনিটরিংয়ের নির্দেশ

২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টে নকল ঠেকাতে ও নিজ হাতে লিখতে মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার্থীরা যেন অ্যাসাইনমেন্ট গুলােতে নকল বা কোন প্রকারের অসদুপায় অবলম্বন না এবং স্বহস্তে লিখে সে বিষয়টি নিশ্চিত করতে স্কুল-কলেজের প্রধান শিক্ষকদের “অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং কমিটি” গঠনের নির্দেশ দিয়েছে মাউশি।

২০২১ সালের এসএসসি-এইচএসসির পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসুচির আলােকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং এর লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক “অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং কমিটি” গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আরো পড়ুন- অ্যাসাইনমেন্ট মনিটরিংয়ের নির্দেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখা কর্তৃক এইচএসসি-এসএসসি পরীক্ষা ২০২১ এর পরীক্ষার্থীদের জন্য পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা শিরােনামে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বর্ণিত নির্দেশনা পত্রের আলােকে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না তা সরেজমিন নিবিড়ভাবে মনিটরিং করার লক্ষ্যে মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ তাঁদের নেতৃত্বে অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং কমিটি নামে একটি কমিটি গঠন করবেন।

উক্ত কমিটির করণীয় বিষয়সমহের মধ্যে রয়েছ, সকল পরীক্ষার্থী যেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করে সে বিষয়টি নিশ্চিত করবেন। শিক্ষার্থীরা যেন কোনক্রমেই অ্যাসাইনমেন্টগুলােতে নকল বা কোন প্রকারের অসদুপায় অবলম্বন না করে সে বিষয়টি নিশ্চিত করবেন। কোন শিক্ষার্থী যদি অ্যাসাইনমেন্টে নকলের আশ্রয় নিয়েছে বলে প্রতীয়মান হয় তাহলে তা বাতিল পূর্বক উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন এবং বিষয়টির যেন পূনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে শিক্ষার্থীকে সতর্ক করবেন। শিক্ষার্থীরা যেন অ্যাসাইনমেন্টগুলাে স্বহস্তে লিখে সে বিষয়টি নিশ্চিত করবেন।

নির্দেশনা মােতাবেক অ্যাসাইনমেন্টগুলাে শিক্ষকগণ কর্তৃক যথাযথভাবে মূল্যায়ন, সংরক্ষণ এবং নম্বরসমূহ সঠিকভাবে এক্সেল শিটে এন্ট্রি করা হচ্ছে কি না তা কমিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। বর্ণিত কমিটি নিজ নিজ প্রতিষ্ঠানে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে কার্যকর করার লক্ষ্যে সার্বিকভাবে পর্যবেক্ষণ করবেন।

অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখা হতে সময়ে সময়ে জারিকৃত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। উপরােল্লিখিত নির্দেশনাবলী পালনকালে চলমান কোভিড-১৯ অতিমারির কারণে সরকার কর্তৃক ঘােষিত স্বাস্থ্যবিধিকে যথাযথভাবে মেনে চলতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply