বিসিএস

৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পেছানোর দাবি পরীক্ষার্থীদের

কিছুদিন হলো দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। সংক্রমণের এই ঊর্ধ্বমুখীতে ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানিয়েছে পরীক্ষার্থীদের একটি অংশ। আসছে ১৯ মার্চ ৪১তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু সোমবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত রাজধানী শাহবাগে অনুষ্ঠিত হওয়া মানববন্ধনে অংশ নিয়ে পরীক্ষার্থীরা জানান, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলার সঙ্গে পুনর্নির্ধারণ করতে হবে। তাদের সঙ্গে অনেক পরীক্ষার্থীর সমর্থন রয়েছে বলেও দাবি করেন তারা।৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পেছানোর দাবি পরীক্ষার্থীদের

পরীক্ষার্থীরা বলেন, আগে বিসিএসের তারিখ ঘোষণার সময় দেশে করোনা সংক্রমণের হার কম ছিল। কিন্তু এখন আবার বেড়েছে। এদিকে হল বন্ধ থাকায় সবাই বাড়িতে অবস্থান করছে। তাই ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে চান না তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৭১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন।

করোনাভাইরাস নিয়ে সোমবার (১৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply