পরীক্ষা খবরপরীক্ষার রুটিনবিসিএস

৪১ তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি ২০২০

৪১ তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি ২০২০। বাংলাদেশ কর্ম কমিশনের ৪০ তম বিসিএস পরীক্ষার রুটিন৷ ৪০ তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার রুটিন। ২০১৮ সালের চল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু হবে শেষ হবে ৮ জানুয়ারি।

আরো পড়ুন- ৪০ তম বিসিএস লিখিত পরীক্ষার কেন্দ্রতালিকা সীট প্লান

৪০ তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি ২০১৯

বাংলাদেশ কর্ম কমিশনের ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নিদের্শাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd/ প্রকাশ করা হবে।

এর আগে ৩ মে সারাদেশে একযোগে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৫ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী অংশ নেয়। মোট ২০ হাজার ২২৭ জন পাস করেন। পাস করা প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

৪০তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি




৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়, মানবণ্টন এবং মৌখিক পরীক্ষার নম্বর :

• ২০০ (দুইশত) নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় হবে ৪ (চার) ঘন্টা এবং ১০০ (একশত) নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় হবে ৩ (তিন) ঘন্টা।

• প্রার্থীদের জন্য সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা আবশ্যিক।

• লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর হবে ৫০%। লিখিত পরীক্ষায় কোনাে প্রার্থী কোনাে বিষয়ে ৩০% নম্বরের কম পেলে তিনি উক্ত বিষয়ে কোনাে নম্বর পাননি বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে BPSC Form-1 (applicant’s copy) জমাদানকারীদের মধ্যে substantive ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হয়নি এমন প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যােগ্য হবেন।

• মৌখিক পরীক্ষার পূর্ণ নম্বর ২০০ এবং পাস নম্বর ৫০% । লিখিত এবং মৌখিক উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে পাস করতে হবে।

• সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের সঙ্গে কারিগরি ক্যাডার এবং শুধু কারিগরি ক্যাডারের জন্য পছন্দ দানকারী প্রার্থীর বেলায় সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়ে ২০০ নম্বরের ৪ ঘন্টা সময়ের একটি একক বিষয়ের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

• উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে বা কোনােরূপ কাটাকাটি করলে অথবা ভুল বৃত্তে দাগ দিলে প্রার্থিতা বাতিল হবে।

আরো পড়ুন- ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষা সিলেবাস ডাউনলোড

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা যায় এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হতে পারে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group