বিসিএসশিক্ষা নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ম্যাজিস্ট্রেট হওয়ার গল্প

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ম্যাজিস্ট্রেট হওয়ার গল্প । হাওরের আলো বাতাসে বড় হয়েছেন পায়রা চৌধুরী। শৈশব কেটেছে নেত্রকোনার মদনে হাওরের প্রত্যন্ত অঞ্চল ফতেপুর গ্রামে। পড়াশোনা করেছেন আনন্দমোহন কলেজে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই এবার ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন পায়রা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সাবেক ইউপি চেয়ারম্যান সবল চৌধুরীর মেয়ে পায়রা চৌধুরী নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন।

জানা যায়, পায়রা চৌধুরী ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৫ সালে অনার্স ও ২০১৬ সালে মাস্টার্স পাস করেন। পায়রা চৌধুরীর স্বপ্ন ছিল প্রশাসনিক ক্যাডার হওয়ার। সেই স্বপ্ন পূরণ হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ম্যাজিস্ট্রেট হওয়ার গল্প
পায়রা চৌধুরী

পায়রা চৌধুরী বলেন, আমার প্রয়াত এ্যাডভোকেট চাচা মাঈনুল হক চৌধুরীকে দেখে বুঝতে পেরেছি মানুষের ভালবাসা কি! সে থেকেই একটা তাগাদা ছিল বিসিএস (প্রশাসন) ক্যাডার হওয়ার। আমার স্বপ্ন বাস্তবায়নে এই কঠিন পথে মা-বাবা, ভাই, বোন, শিক্ষকদের কাছে আমি চিরকৃজ্ঞ। এই এডমিন ক্যাডার যেনো আমাকে আমার পূর্ব পুরুষদের যোগ্য উত্তরসূরী বানাতে পারে সেই দোয়া চাই।

পায়রা চৌধুরী আরও বলেন, বিসিএসের রেজাল্ট প্রকাশ হওয়ার পর আমার রোলটা দেখে আমার অঝোরে কান্না আসছিল। শরীরে কোন শক্তি পাচ্ছিলাম না। সবাই ভেবেছিল আমি চেতনা হারিয়ে ফেলবো। আম্মা-আব্বা বোনকে জড়িয়ে ধরে কেঁদেছি। অনেক দিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে যতটুকু কষ্ট জমা হয়েছিল সেই কষ্টটাকে অশ্রু হিসেবে ঝরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু তখন মনে হলো কিছু যদি না বলি তবে আমি ফেল করছি ভাববেন আমার মা-বাবা। এতে তাদের স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। তাই জোর করে হেসে বললাম তোমাদের মেয়ে এডমিন ক্যাডার হয়েছে। এডমিন ক্যাডার যেনো আমাকে মানুষের জন্যে কিছু করার সুযোগ দেয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসপি)। এতে ২ হাজার ২০৪ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নন-ক্যাডারে আরও ৬ হাজার ১৭০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। National University Student Became Magistrate

ইবিডি/ টাইমস

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply