ক্যাম্পাসশিক্ষা নিউজ

পরামর্শক কমিটি সিদ্ধান্ত নেবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় পরামর্শক কমিটি যদি না চায় তাহলে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। (১৮ মার্চ) রাতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান।

আরো পড়ুন- শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা বন্ধ রাখার সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে করোনার সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। আগামী ২৬ মার্চের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।

মাউশি মহাপরিচালক আরও বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় জাতীয় পরামর্শক কমিটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যে সিদ্ধান্ত দেবে আমরা সে অনুযায়ী কাজ করব। তারা যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বললে তো স্কুল-কলেজ বন্ধই রাখতে হবে।

এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনার উর্ধগতিটা অব্যাহত থাকে তাহলে অবশ্যই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে যে শিক্ষা প্রতিষ্ঠান ৩০ মার্চ খুলবে না পরিবর্তন হবে। শুক্রবার (১২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ডা দীপু মনি বলেন, আমরা একদম বরাবরেই মত গত এক বছর যেমন করেছি এখনো প্রতিদিন পর্যবেক্ষণ করছি এবং আমাদের শিক্ষার্থীদের শিক্ষকদের কর্মচারীদের এবং সকল অভিভাবকদের সকলেরই স্বাস্থ্য ঝুঁকি এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি আমাদের সব চাইতে বেশি বিবেচনায় নিয়েই আমরা সিদ্ধান্ত নেব। কাজেই আমরা পর্যবেক্ষণ করছি।

আরো পড়ুন- শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে প্রধানমন্ত্রী যা বললেন

উল্লেখ্য, করোনা মহামারির কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা স্কুল-কলেজগুলো ৩০শে মার্চ থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যদিও শুরু থেকেই প্রতিদিন ক্লাসে যেতে হবেনা শিক্ষার্থীদের। ২৭ ফেব্রুয়ারিতে ঢাকায় সচিবালয়ে এক আন্ত:মন্ত্রণালয় বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি জানান দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান ত্রিশে মার্চ খুলে দেয়া হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply