ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা এবং ক্লাস স্থগিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে (রবিবা) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা এবং সশরীরে ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস এবং পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে। দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে স্ব্যাস্থবিধি মেনে চালু থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো (স্বাস্থ্য সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, যানবাহন ইত্যাদি) যথারীতি চালু থাকবে। ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না হবে না। শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে হবে।

 

গতকাল ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ১৪তম (বিশেষ) একাডেমিক কাউন্সিল সভা (অনলাইন) হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম। এই সভায় সিদ্ধান্তগুলো গ্রহীত হয়।

 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নোটিশে জানানো হয়, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে।

 

এছাড়াও জানানো হয়, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস সীমিত পরিসরে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply